চলমান অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্ট ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলতি সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ড্র করতে মরিয়া শুভমান গিলের (Shubman Gill) দল। তবে একাধিক চোট সমস্যা গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) প্রথম থেকে চাপের মুখে রেখেছে। গুরুতর চোট পেয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) থেকে তারকা ব্যাটসম্যান ঋষভ পান্থ (Rishabh Pant)। অন্যদিকে চোট সারিয়ে জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah) ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন। কিন্তু সেইভাবে নিজের পুরোনো ছন্দ খুঁজে পাননি। ফলে এবার দলের বাইরে করে দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: নরেন্দ্র মোদীর বার্তা আসতেই বন্ধ এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ, বয়কটের ঘোষণা তারকাদের !!
দেশে ফিরছেন জসপ্রীত বুমরাহ-

জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) পিঠের চোট সমস্যা যাতে না বৃদ্ধি পায় তা নিয়ে প্রথম থেকেই চিন্তার মধ্যে ছিলেন কর্মকর্তারা। তাই কাজের চাপ কমানোর জন্য চলতি টেস্ট সিরিজে বুমরাহ মাত্র তিনটি ম্যাচ খেলবেন বলে আগে থেকে নির্ধারণ করা হয়েছিল। এই তারকা পেসার প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে অংশগ্রহণ করেন। কিন্তু তাকে বল হাতে সেইভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। তবে ভারতের বিপদের মুখে জসপ্রীত বুমরাহ পঞ্চম টেস্টে মাঠে নামবেন বলে মনে করা হচ্ছিল।
কিন্তু ওভাল টেস্টে ভারতীয় একাদশ থেকে বাদ পড়েছেন এই তারকা পেসার। তিনি ম্যাঞ্চেস্টারে বল হাতে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি বলে গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে এবার ওভাল টেস্টের মাঝেই দল থেকে বাদ পড়লেন। ফলে দেশে ফিরছেন জসপ্রীত (Jasprit Bumrah)। উল্লেখ্য অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে ৩ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ১৪ টি উইকেট।
একাদশে এসেছেন আকাশ-প্রসিদ্ধ-

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একাদশ থেকে বাদ পড়ার পর ভারতীয় বোলিং আক্রমণকে পঞ্চম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এই তারকা পেসার এখনও পর্যন্ত চলতি সিরিজে ৫ ম্যাচে ১৪ উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও ওভাল টেস্টে একাদশে সুযোগ পেয়েছেন আকাশ দীপ (Akash Deep) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। প্রসিদ্ধ কৃষ্ণা এর আগে চলতি সিরিজে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। তবে ৩ ম্যাচে ১১ উইকেট সংগ্রহ করে দুরন্ত ফর্মে রয়েছেন আকাশ দীপ (Akash Deep)।
বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে (IND vs ENG) শুরু হওয়া পঞ্চম টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় দল ব্যাটিং করতে নামে। ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল (KL Rahul)। সাই সুদর্শন (Sai Sudarshan) এই ইনিংসেও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হয়েছেন। এই তরুণ ব্যাটসম্যান মাত্র ৩৮ রান করে মাঠ ছাড়েন। তবে ব্যাটিং অর্ডারে একমাত্র করুন নায়ার (Karun Nair) ৫৭ রান করে একমাত্র লড়াই চালান। এর ফলে পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ২২৪ রান সংগ্রহ করেছে ভারত।