সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ সমাপ্ত হয়েছে টিম ইন্ডিয়ার। ভারতীয় দল এই টেস্ট সিরিজে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছে। ভারতীয় দলের কথা বলতে গেলে, এই সিরিজে দ্বিতীয় এবং পঞ্চম টেস্টে জয় লাভ করে ইংল্যান্ডের সঙ্গে সমতা ফিরিয়ে আনে ও সিরিজটি ড্র করে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতিতে ভারতীয় দল যেভাবে প্রদর্শন দেখিয়েছে তা প্রশংসনীয়। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলতে নেমেছিল আর ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠেই ভারত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে। এজবাস্টনে এবং ওভালে ভারত দুটি টেস্টের জয়লাভ করে, তাছাড়া ম্যানচেস্টারে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচটি ড্র করেছিল ভারতীয় দল।
অবসর নেবেন জসপ্রীত বুমরাহ

ভারতীয় দলের এই দুর্দান্ত পারফরমেন্স এর সাথে সাথে ভক্তদের কাছে একটি দুঃসংবাদ উঠে এসেছে। আসলে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে। বুমরাহ এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে পারেন। এক সূত্রের দাবি, কাজের চাপ কমানো ও সুস্থ থাকতে বড় সিদ্ধান্ত নিতে পারেন জসপ্রীত। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বুমরাহ বিসিসিআই নির্বাচকদের দেওয়া অধিনায়কত্বের সম্মতি ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ৫ ম্যাচের টেস্ট সিরিজে প্রতিটি ম্যাচে উপলব্ধ থাকতে পারবেন না। তাই এবার ইংল্যান্ড সফরেও বুমরাহকে তিনটি ম্যাচেই খেলতে দেখা গিয়েছিল। প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেছেন বুমরাহ।
Read More: আইপিএলের আগেই সঞ্জু স্যামসনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের, চক্ষু চড়কগাছ ফ্যান্সদের !!
ছন্দ হারিয়েছেন বুমরাহ

ব্যাক্তিগত ভাবে সফল হয়েছেন বুনরাহ, লিডস ও লর্ডস টেস্টেই এক ইনিংসে করে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় সফল বোলার ছিলেন বুমরাহ। ৩ ম্যাচে ১৪ উইকেট পেয়েছিলেন বুমরাহ। বুমরাহ প্রথম দুই টেস্টে ভালো বোলিং করলেও তৃতীয় টেস্টে তাকে বেশ ক্লান্ত দেখিয়েছে। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মহম্মদ কাইফও বুমরাহকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং মন্তব্য করে বলেছেন যে বুমরাহ নাকি টেস্ট থেকে খুব শীঘ্রই অবসর নেবেন। ম্যানচেস্টারে ২৮ ওভার বোলিং করেন বুমরাহ যেখানে মাত্র এক বার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করেছিলেন তিনি। তাঁর গতিই বুঝিয়ে দিচ্ছে, তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। কাইফ বলেন, “আমার মনে হয় না পরের টেস্টগুলোয় আমরা জসপ্রীত বুমরাহকে দেখব। উনি এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন। ওনার বলের গতি অনেক কমেছে। উনি নিজেও বুঝতে পারছেন ওনার কোথায় সমস্যা হচ্ছে। তিনি ১০০ শতাংশ দিতে পারছেন না। আমি মনে হয় এটাই ওনার শেষ সিরিজ হতে চলেছে।” ভারতীয় দল সামনের মাসেই এশিয়া কাপ খেলবে, আর এশিয়া কাপে বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে বলে এক সূত্র দাবি জানিয়েছে।