জমে উঠেছে ক্রিকেটের মরশুম। ভারতীয় দল পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে, যেখানে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL) ম্যাচটি খেলবে তারা ওখানে।ঘরের মাটিতেই অস্ট্রেলিয়া কে ২-১ ব্যাবধানে পরাজিত করে বেশ দারুন ক্রিকেট খেলে ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে এখানেই হবে বড় পরীক্ষা। ইংল্যান্ডের মাঠে বারবার ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যার মুখোমুখি হতে হয়েছে, ঠিক এই ফাইনালে ভারতকে সাবধানে খেলতে হবে। দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) চাইবেন দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার অবসান ঘটাতে। কারণ ২০১৩ এর পর থেকে কোনো ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। এমনকি অধিনায়ক রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ভালো পারফরমেন্স করে সেমি ফাইনালে পৌঁছালেও পরাজয় স্বীকার করতে হয়।তবে এই ট্রফি হারার পিছনে অন্যতম কারণ ছিল বুমরাহের অনুপস্থিতি (Jasprit Bumrah)।
দলে ফিরে আসছেন বুমরাহ
টিম ইন্ডিয়াতে জসপ্রিত বুমরাহের (Jasprit Bumrah) ফিরে আসা নিয়ে জল্পনা চলছে। পিঠের সমস্যার কারণে জসপ্রিত বুমরাহ এশিয়া কাপ ২০২২ থেকে ছিটকে গিয়েছিলেন। এমনকি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাওয়া যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক বছর বাইরে রয়েছেন তিনি। মাঝে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজে ফিরে এসেছিলেন তিনি কিন্তু তিনি তখন পুরোপুরি সুস্থ ছিলেন না, যেকারণে তার মাশুল গুনতে হয় টিম ইন্ডিয়াকে এবং তিনি ছিটকে যান সমগ্র সিরিজ ও বিশ্বকাপ থেকে। তবে, নিউজিল্যান্ডে অস্ত্রোপচার করানোর পর চোট সারিয়ে ফিরে ওঠার জন্য, জসপ্রিত বুমরাহ দিনরাত কঠোর পরিশ্রম করছেন তার ফিটনেস ফিরে পেতে। এখন জাতীয় ক্রিকেট একাডেমির (NCA) তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি এবং খুব শিগগিরই জাতীয় দলে ফিরে আসবেন।
চাপ বাড়লো রোহিত শর্মার
বুমরাহ দলে ফিরলে ছুটি হবে রোহিত শর্মার (Rohit Sharma)। আসলে, রোহিত শর্মার ফর্ম WTC ফাইনাল, এশিয়া কাপ, বিশ্বকাপ জেতার জন্য সবথেকে প্রয়োজনীয়, কিন্তু শেষ দুইমাস তার পারফরমেন্সের খুবই ঘাটতি দেখা গিয়েছে। এবছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে এবছর খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেননি হিটম্যান। কেবলমাত্র ২ টি অর্ধশতরান হাঁকাতে সক্ষম হয়েছেন তিনি এবং ২০.৭৫ গড়ে ৩৩২ রান করেছেন। এমন পরিস্থিতিতে দলের হয়ে তিনি কতটা সক্ষম হবেন তা সময় বলবে। কিন্তু বুমরাহ ফিরে আসলে চাপ বাড়বে রোহিতের। আসলে রোহিতের অবর্তমানে বুমরাহ জাতীয় দলের নেতৃত্ব দিয়ে থাকেন। এর থেকে বোঝা যায় রোহিতের পর ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার হলেন বুমরাহ। তবে, তিন ফরম্যাটেই বেশ দারুন পারফরমেন্স দেখিয়েছেন বুমরাহ। ৩০ টি টেস্ট ম্যাচ খেলে ১২৮ উইকেট নিয়েছেন, ৭২ টি ওয়ানডে ম্যাচ খেলে ১২১ টি উইকেট নিয়েছেন এবং ৭০ টি উইকেট নিয়েছেন ৬০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে।