Asia Cup 2025: এশিয়া কাপের মঞ্চে কামব্যাক, বুমরাহর আগমনে উত্তেজনা তুঙ্গে !! 1

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। এশিয়ার সেরা দলগুলিই অংশ নেবে এই টুর্নামেন্টে। এবারের এশিয়া কাপে অংশ নেবে আটটি দল। এবারের এশিয়া কাপেও একই গ্রুপে রেখে দেওয়া হয়েছে ভারত ও পাকিস্তানকে। প্রতিবারের মতো এবারও টুর্নামেন্টটি উত্তেজনা, আবেগ ও গৌরবের প্রতীক হয়ে উঠবে। গতবার ভারতীয় দল এশিয়া কাপের মঞ্চে শিরোপা জয় করেছিল এবং এবারের এশিয়া কাপে ভারতীয় দল চাইবে টি – টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের মঞ্চে শিরোপা ডিফেন্ড করার।

এশিয়া কাপের আগেই সুস্থ দুই তারকা

Suryakumar Yadav and Jasprit Bumrah | Image: Getty Images
Suryakumar Yadav and Jasprit Bumrah | Image: Getty Images

ভারতীয় ভক্তদের জন্য এক সূত্র, জোড়া বড় সুখবর নিয়ে  এসেছে। সূত্রের দাবি, এশিয়া কাপের আগেই সুস্থ হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এশিয়া কাপের আগেই তাঁর স্পোর্টস হার্নিয়া অপারেশন হয়েছিল, যার ফলে এশিয়া কাপে তাঁর অংশগ্রহণ নিয়ে ছিল সংশয়। তবে, সূর্য ফিটনেস পরীক্ষায় পাস করায় তাঁর কাছে এবারের এশিয়া কাপ হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু, সূর্যকুমার যাদব নন, টিম ইন্ডিয়ার পেস তারকা জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) ফিরতে চলেছেন ভারতীয় দলে। তিনি নাকি ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়েছেন যে তিনি সম্পূর্ণ ফিট এবং এশিয়া কাপের জন্য নির্বাচনের জন্য উপলব্ধ।

Read More: Top 10: দশজন পাক ক্রিকেটার যাদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক আলোচিত হয়েছিল !!

বর্তমানে বুমরাহ বিশ্বের সেরা পেসার। তাঁর অভিজ্ঞতা ও আগ্রাসী বোলিং ভারতের বোলিং আক্রমণে নতুন শক্তি যোগ করবে। বিশেষ করে উপমহাদেশের ব্যাটিং-বান্ধব পিচে বুমরাহর দক্ষতা দলের জন্য বড় সম্পদ। এর আগে, UAE’তেই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু, টি-টোয়েন্টি ফরম্যাটে এখানে ভারতের প্রদর্শন খুব শোচনীয়। ২০২১ এর ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পাশাপাশি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। তারপর ২০২২’এর এশিয়া কাপেও পাকিস্তান ও দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছিল ভারত।

এশিয়া কাপ জিততে মোরিয়া টিম ইন্ডিয়া

Ind vs eng, এশিয়া কাপ
Team India | Image: Getty Images

যায় হোক, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ইতোমধ্যেই এশিয়া কাপ ৭ বার জিতেছে এবং এবারেও ট্রফি জেতার যোগ্য দাবিদার হলো টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, অর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, হার্দিক পাণ্ডিয়া ও বুমরাহর মতো তারকারা নিয়ে টিম ইন্ডিয়া তৈরি হচ্ছে শক্তিশালী স্কোয়াড গঠনের দিকে। সবমিলিয়ে, এশিয়া কাপ ২০২৫ হতে যাচ্ছে এক ভয়ানক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট।

Read Also: রোহিত বা বিরাট নয়, বরং এই তারকার সমালোচনা করায় সরতে হয়েছিলো IPL থেকে, দাবী ইরফান পাঠানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *