২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম। সামনেই ভারতীয় দলের সামনে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপের (WC 2023) চ্যালেঞ্জ। আর এই মরশুমে ভারতীয় দলের পারফরমেন্স অনেক প্রশ্ন তৈরি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যাবধানে পরাজয় ভারতীয় দলকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। রোহিত ও বিরাটের অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলের দায়িত্ব। বর্তমানে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলছে, যেখানে দলের ক্যাপ্টেন হিসাবে নিয়োগ করা হয়েছে জসপ্রীত বুমরাহকে (Jaspirt Bumrah)। তরুণ দলকে আইরিশ সফরে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। এর আগে ইংল্যান্ডে একটি টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যদিও সেবার ক্যাপ্টেন বুমরাহ’র নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় আসেনি টিম ইন্ডিয়ার। তবে আইরিশ সফরের প্রথম ম্যাচেই কামাল করে দিলেন বুমরাহ।
Read More: Asia Cup 2023: ঘোষণা হলো এশিয়া কাপের জন্য ভারতীয় দল, রবিচন্দ্রন আশ্বিন পেলেন জায়গা !!
এশিয়া কাপে বুমরাহ পাবেন নতুন দায়িত্ব
প্রথম ওভারে বোলিং করতে এসে ২ উইকেট তুলে নেন ইন্ডিয়ার ক্যাপ্টেন। পাশাপাশি ম্যাচের সেরা হিসাবেও বিবেচিত হলেন তিনি, সমানেই এশিয়া কাপ (Asia Cup 2023) বিশ্বকাপ (WC 2023)। আর এই দুই টুর্নামেন্টে বুমরাহ’র পারফরমেন্স হতে চলেছে গুরুত্বপূর্ণ। তবে, আরও একটি খবর উঠে আসছে বুমরাহকে নিয়ে, আসলে বিসিসিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন হতে চেলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আসলে, বুমরাহ দীর্ঘ ১১ মাস পর জাতীয় দলে ফিরে এসেছেন এবং তার অবর্তমানে ভারতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার উপর। পাশাপাশি, চোটের কারণে ওডিআই দলের বাইরে রয়েছেন কেএল রাহুল (KL Rahul) তাই হার্দিককেই দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
হার্দিককে বহিস্কার করবে বিসিসিআই
তবে, ভারতীয় দলের হয়ে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি খুবই সাধারণ দেখা গিয়েছে। এমনকি দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-২ ব্যাবধানেও পরাজিত হয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে। হার্দিকের ক্যাপ্টেন্সির উপর উঠেছে প্রশ্ন। অন্যদিকে জসপ্রীত বুমরাহকে ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন হিসাবে বেছে নেওয়া হয়েছিল গতবছর, তবে চোটের কারণে তিনি দলের বাইরে ছিলেন তাই বিসিসিআইকে বাধ্য হয়ে হার্দিককেই দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ক্যাপ্টেন হওয়ার পরে হার্দিকের পারফরমেন্স’এর উপর বেশ প্রভাব পড়েছে। ক্যাপ্টেন হওয়ার পর ১৬ ম্যাচে ২৪ গড়ে ২৯৬ রান বানিয়েছেন ও মাত্র ১২ উইকেট নিয়েছেন, পাশাপাশি মাত্র ২ বারই ৩০’এর গন্ডি অতিক্রম করেছেন তিনি। এবার তার বদলে বুমরাহকে করা হতে পারে দলের ক্যাপ্টেন।