IND vs WI: এশিয়ার ক্রিকেটের মহামঞ্চে (Asia Cup 2025) ব্লু ব্রিগেডদের (India Cricket Team) দাপট অব্যাহত রয়েছে। এই বছরও ভারতের হাতেই ট্রফি উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়ের পর ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতে টেস্ট সিরিজ ড্র করার পর গৌতম গম্ভীর (Gautam Gambhir) দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে এশিয়া কাপের পর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে মাঠে নামবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্রে এগিয়ে যাওয়ার জন্য নতুন করে দল সাজাচ্ছেন নির্বাচকরা। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সুযোগ পাবেন কিনা তা নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ্যে এলো।
Read More: SL vs PAK Asia Cup 2025: শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান! এশিয়া কাপে সুপার ফোরে দাপুটে জয় সলমনদের !!
বুমরাহকে নিয়ে চিন্তায় দল-

অস্ট্রেলিয়ার (IND vs AUS) মাটিতে শেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন জসপ্রীত। তারপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে বর্তমানে মাঠে ফিরেছেন। তবে এখনই তার ওপর কাজের চাপ বৃদ্ধি করতে চাইছেন না কর্মকর্তারা। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তাকে মাত্র তিনটে ম্যাচে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এবার এশিয়া কাপের পরই ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে।
২ অক্টোবর থেকে শুরু হবে লাল বলের এই সিরিজ। তাই জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার এই বিষয়ে ভারতের সহকারি কোচ রয়্যান টেন দুশখ্যাতে (Ryan Ten Doeschate) মুখ খুললেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে প্রস্তুত। আমাদের সামনে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। ফলে তার ম্যাচের মধ্যে থাকা ভালো হবে।”
ফর্মে নেই জসপ্রীত-

চোট থেকে স্বাভাবিক ছন্দে ফিরলেও বল হাতে প্রভাব ফেলতে পারছেন না বুমরাহ (Jasprit Bumrah)। এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে ১২ ম্যাচে ১৮ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এর সঙ্গেই ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩ ম্যাচে তুলে নিয়েছিলেন ১৪ টি উইকেট। চলতি এশিয়া কাপেও সেইভাবে ছন্দে ছিলেন না এই তারকা পেসার। পাকিস্তানের বিপক্ষে সুপার ৪’এর শেষ ম্যাচে ৪ ওভারে দেন ৪৫ রান। বোলিং ইকোনমি রেট ছিল ১১.২।
চলতি টুর্নামেন্টে তিনি ৩ ম্যাচে মাত্র ৩ উইকেট সংগ্রহ করে রীতিমতো হতাশ করেছেন। তবে টুর্নামেন্টে কুলদীপ যাদব (Kuldeep Yadav) বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন। তিনি ৪ ম্যাচের মধ্যে ইতিমধ্যেই ৯ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় শীর্ষে পৌঁছে গেছেন। ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় টেস্ট দলে জায়গা পেলে একাদশে সুযোগ পান কিনা এখন সেটাই দেখার। উল্লেখ্য আজ ভারতীয় দল এশিয়া কাপে (Asia Cup 2025) বাংলাদেশের বিপক্ষে সুপার ৪’এর দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে।