এশিয়া কাপের (Asia Cup 2025) লড়াইয়ে গ্রুপ পর্ব থেকেই ভারতীয় দল একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। সুপার ৪’এও ব্লু ব্রিগেডদের দাপট অব্যাহত ছিল। এখনও পর্যন্ত এই বছর টুর্নামেন্টের তারা অপরাজিত দল। রবিবার ফাইনালের মহারণে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে মাঠে নামবে। পাক বাহিনী সাম্প্রতিক সময় সমস্ত দিক দিয়ে ভারতের থেকে পিছিয়ে থাকলেও চূড়ান্ত ম্যাচে কী ঘটবে তা আগে থেকে বলা সম্ভব নয়। এর সঙ্গেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) যেভাবে ভারতীয় একাদশ সাজিয়েছেন তাতে এখনও একাধিক সমস্যা রয়েছে। জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়েই বেশি চিন্তায় রয়েছেন তিনি।
Read More: TOP 3: রবিবারের লড়াইতে এগিয়ে পাকিস্তান, এই তিন কারণে বাজিমাত করতে পারেন শাহীন-হারিস’রা !!
ফর্মে নেই জসপ্রীত-

বুমরাহ শেষ অস্ট্রেলিয়ার (India vs Australia Test Series) বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে শেষ ম্যাচে চোটের কবলে পড়েছিলেন। তারপরে ধীরে ধীরে নিজেকে সুস্থ করে আবারও ছন্দে ফিরেছেন এই তারকা। আইপিএলের (IPL 2025) পর ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও মাঠে নেমেছিলেন তিনি। ফলে মনে করা হচ্ছিল এশিয়া কাপে (Asis Cup 2025) ভারতীয় দলে হয়ে জ্বলে উঠবেন এই তারকা পেসার। তাকে সামনে রেখেই একাদশ সাজিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে রীতিমতো হতাশ করেছেন।
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সুপার ৪’এ পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৪ ওভারে খরচ করেন ৪৫ রান। তার বোলিং ইকোনমি রেট ছিল ১১’এর ওপর। কিন্তু একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৪ ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র ৫ টি উইকেট। এর ফলে দুবাইয়ের মাটিতে তিনি ব্যর্থ হলে ভারতীয় দলকে চাপের মুখে পড়তে হবে। ফলে এই তারকা দলের বর্তমানে মাথা ব্যাথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছেন।
ফর্মে রয়েছেন কুলদীপ যাদব-

এই বছর এশিয়া কাপে প্রথম থেকেই বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি গ্ৰুপ পর্বে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (IND vs UAE) বিপক্ষে ২.১ ওভারে ৭ রান দিয়ে ৪ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এছাড়াও পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে গ্ৰুপ পর্বে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন এই তারকা। এখনও পর্যন্ত টুর্নামেন্টে তিনি ৬ ম্যাচে ১৩ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন।
রবিবার দুবাইয়ের পিচে এই স্পিনার ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও ভারতীয় দলের স্পিন আক্রমণে রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel) এবং বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) মতো তারকা। অন্যদিকে পেস আক্রমণে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সঙ্গে ভরসা দেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবে (Shivam Dube)। তবে হার্দিকের পেশিতে চোট পাওয়া বর্তমানে তাকে ফাইনালে অনিশ্চিত করে তুলেছে।