চতুর্থ টেস্টের আগে শক্তি বাড়লো টিম ইন্ডিয়ার, খেলতে রাজি কিংবদন্তি তারকা !! 1

IND vs ENG: ইংলান্ডের বিরুদ্ধে ভারত (Team India) চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে পিছিয়ে পড়েছে। প্রথম টেস্টে জয় দিয়ে শুরু করেছিল ইংল্যান্ড এরপর দ্বিতীয় টেস্টে ভারতের সামনে হাটু গেড়েছিল তাঁরা। তবে হোম অফ ক্রিকেট লর্ডসে দুরন্ত কামব্যাক করে দেখায় ইংল্যান্ড দল। ভারতকে মাত্র ২২ রানে হারিয়ে চলতি সিরিজে ২-১ ব্যাবধানে এগিয়ে গেল ইংল্যান্ড (IND vs ENG)। এই সিরিজের চতুর্থ ম্যাচটি ম্যানচেস্টারে আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম সংস্করণ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শুভমান গিলের নেতৃত্বাধীন দলের জন্য উত্তর ইংল্যান্ডের এই ম্যাচটি জিততে হবে। ভারত (Team India) এখন পর্যন্ত ম্যানচেস্টারে কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি, যার অর্থ শুভমান গিলের নেতৃত্বাধীন দলকে সিরিজ সমতায় ফেরাতে আগামী সপ্তাহে ইতিহাস তৈরি করতে হবে।

চতুর্থ টেস্টের আগে শক্তি বাড়লো টিম ইন্ডিয়ার

ind-vs-eng-2025-2nd-test-match-report, eng vs ind
ENG vs IND | Image: Getty Images

যদিও, এর আগে এজবাস্টনেও ভারতীয় দল (Team India) কখনো টেস্ট ম্যাচ জিততে সক্ষম হয়নি তবে এই সিরিজের দ্বিতীয় ম্যাচেই নতুন ইতিহাস তৈরি করেছিল টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্টের আগে শক্তি বাড়লো টিম ইন্ডিয়ার। এই সিরিজে ভারতীয় দল ব্যাট ও বল হাতে অসাধারণ প্রদর্শন দেখিয়েও টিম ইডিয়া এই সিরিজে পিছিয়ে রয়েছে। ভারতীয় দল (Team India) চাইবে দুর্দান্ত প্রত্যাবর্তন করতে। আর চতুর্থ টেস্টে ভারতীয় দলে খেলতে চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সূত্রের দাবি বুমরাহ বিসিসিআইকে এই সিরিজে ৩টি ম্যাচ খেলার কথা জানালেও ভারত এই সিরিজে এখন পিছিয়ে রয়েছে যে কারণে বুমরাহ চতুর্থ টেস্টে উপলব্ধ থাকার কথা জানিয়ে দিয়েছে। এই সিরিজে বুমরাহ মোট ২টি ম্যাচ খেলেছেন। উভয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই বুমরাহ ৫টি করে উইকেট পেয়েছেন।

Read More: IND vs ENG: লর্ডসের গেটে অপমান, ভারতীয় তারকাকে ঢুকতে দিলো না গার্ড !!

চতুর্থ টেস্টের জন্য উপলব্ধ বুমরাহ

Jasprit bumrah, IND vs ENG
Jasprit Bumrah | Image: Getty Images

বুমরাহ ভালো বোলিং করলেও বাঁকি বোলাররা সেভাবে তাকে সঙ্গ দিতে না পারে ভারতকে ম্যাচ হারতে হয়েছে। চতুর্থ টেস্ট ম্যাচটি ম্যানচেস্টারে অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ভেন্যুতে ভারতীয় দলের পারফরম্যান্স সেভাবে ভালো না হলেও ভারতীয় দলকে (Team India) চতুর্থ টেস্টে কামব্যাক করতেই হবে। এই ম্যাচটি ভারতের হাত থেকে বেরিয়ে গেলে ভারত এই সিরিজটি হেরে যাবে। আপাতত এই সিরিজে, জসপ্রীত বুমরাহ ২ টেস্ট খেললেও তিনি দ্বিতীয় সেরা বোলার। ৬ ইনিংসে ১৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং ৪ ইনিংসে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরাহ। এমনকি, যেখানে বাকি ভারতীয় পেসাররা ওভার পিছু ৪- এর বেশি রান দিয়েছেন সেখানে বুমরাহ ওভার পিছু ২.৯১ রান দিয়েছেন। ম্যানচেস্টারে বুমরাহের দলে থাকাটা দলের প্লাস পয়েন্ট।

Read Also: IND vs ENG: চতুর্থ টেস্টে বাদ করুণ নায়ার, ম্যাঞ্চেস্টারে শিকে ছিঁড়ছে বঙ্গ তারকার ভাগ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *