"আমি খেলতে পারবো না..." ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে সরে দাঁড়ালেন জসপ্রীত বুমরাহ, BCCI-এর মুখের উপর করলেন মন্তব্য !! 1

রোহিত শর্মার (Rohit Sharma) পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট ক্রিকেটের দুই কিংবদন্তি অবসর নিয়েছেন যার রেশ এখনও কাটেনি ভারতীয় ভক্তদের। সামনেই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। এই সিরিজে ভারতীয় দলের ক্যাপ্টেন কে হতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে, সেই জল্পনার ঘি ঢালার মতন এক খবর উঠে আসলো। সূত্রের দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নাকি উপলব্ধ থাকবেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

BCCI-কে বড় আপডেট দিলেন বুমরাহ

Gautam Gambhir and Jasprit Bumrah | Image: Getty Images
Gautam Gambhir and Jasprit Bumrah | Image: Getty Images

আগামীকাল ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াডের প্রকাশ করার কথা রয়েছে বিসিসিআইয়ের। তবে ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) কিংবা জসপ্রীত বুমরাহের মধ্যে কাউকে বাছাই করা হবে বলেই সূত্রের খবর। তবে, জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে বড় আপডেট উঠে এসেছে যা ভারতীয় ভক্তদের চিন্তার এক বড় বিষয় হয়ে উঠেছে। সূত্রের খবর, জসপ্রীত বুমরাহ নাকি জানিয়ে দিয়েছেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচই খেলতে পারবেন না। তিনি বিসিসিআইকে জানিয়েছেন যে তার শরীর ৩টির বেশি টেস্ট ম্যাচের ভার বহন করতে পারবে না। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছে, “জসপ্রীত বুমরাহ ইতিমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন তাঁর শরীর তিনটির বেশি টেস্ট ম্যাচের ভার বহন করতে পারবে না। তাই বিসিসিআই এখন চিন্তায় আছে বুমরাহকে আদেও এই সিরিজের জন্য মুখ্য বোলার হিসাবে নির্বাচন করা যাবে কিনা।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টেস্ট খেলেছিলেন বুমরাহ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে পিঠের চোট পেয়েছিলেন বুমরাহ। যেখানে ভারত ১-৩ ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল। অস্ট্রেলিয়া সিরিজে খারাপ ফর্মের জন্য দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যার বদলে বুমরাহ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু প্রথম ইনিংসে বোলিং করার পর আর দ্বিতীয় ইনিংসে বোলিং করতে দেখা যায়নি বুমরাহকে। অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন বুমরাহ। আর বুমরাহকে নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিসিসিআই বড় ঝুঁকি নিতে চাইছে না।

বুমরাহ-শামি জুটিকে পাচ্ছে না ভারত

"আমি খেলতে পারবো না..." ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে সরে দাঁড়ালেন জসপ্রীত বুমরাহ, BCCI-এর মুখের উপর করলেন মন্তব্য !! 2
Jasprit Bumrah and Mohammed Shami | Image: Getty Images

শুধু জসপ্রীত বুমরাহর অনুপস্থিতি বিরাট ধাক্কা নয়, তার বোলিং পার্টনার মোহাম্মদ শামির (Mohammed Shami) ইংল্যান্ড যাওয়ার সম্ভাবনা কম। সূত্রের খবর, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বোলিং করার সময় ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন শামি। তবে, শামির ফিটনেস এখন টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত নয়। লাল বলের ফরম্যাটে ভারতের হয়ে শামি শেষ উপস্থিতি ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন। মোহম্মদ শামি ও জসপ্রীত বুনরাহকে ছাড়া টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে কতটা সুবিধা পাবে তা নিয়ে রয়েছে সংশয়।

Read Also: Jasprit Bumrah: ফিরলেন শামি-শ্রেয়স, বুমরাহকে ক্যাপ্টেন করেই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *