ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরিসমাপ্তির পর ক্রিকেট প্রেমীরা এখন বিশ্বকাপের (T20 World Cup 2024) গন্ধে মেতে উঠেছেন। বিশ্বকাপের আসরে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই তাদের প্রথম ম্যাচটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলে ফেলেছে। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় সুনিশ্চিত করে টিম ইন্ডিয়া। তবে অন্যদিকে ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান প্লেয়ার হওয়ার পরেও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বিশ্বকাপের বড় মঞ্চে যাচ্ছে না দেখা। বিগত এক বছর ধরে ভারতীয় দলের জার্সিতে ওপেনিং’এর ভূমিকা পালন করে আসছেন তিনি। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে ভালো ছন্দ না দেখালেও সরাসরি জাতীয় দলে সুযোগ পেয়ে যান তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পেলেও বিশ্বকাপে অভিষেক করা এখনো সম্ভব হলো না জয়সওয়ালের কাছে।
ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচে ওপেনিং করতে আসেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্বকাপ যাত্রার শুরুর আগেই প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দলে ওপেনার হিসাবে টিম ইন্ডিয়ার একাধিক বিকল্প রয়েছে। তার মধ্যেই একটি বিকল্প ছিলেন রোহিত ও বিরাট জুটি। দ্রাবিড় আয়ারল্যান্ড ম্যাচের আগে মন্তব্য করে বলেছিলেন, “আমাদের কাছে ওপেনারের বিকল্প অনেক আছে, রোহিত-জয়সওয়াল, রোহিত-বিরাট বা বিরাট-জয়সওয়াল এই ফরম্যাটে ওপেনিং করে থাকেন। তবে আমরা পরিবেশ পরিস্থিতির উপর নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”
Read More: T20 World Cup 2024: ভাগ্যের চাকা ঘুরছে শুভমান গিলের, পাকিস্তানের বিরুদ্ধে পাচ্ছেন মাঠে নামার সুযোগ !!
বিশ্বকাপে ওপেনিং করতে আসছেন রোহিত-বিরাট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম মৌসুমে বিরাট কোহলি (Virat Kohli) বেশ দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন। আইপিএল ২০২৪’এর সর্বাধিক রান তার ব্যাট থেকেই এসেছে। অন্যদিকে রোহিত শর্মা হলেন ক্যাপ্টেন এবং লম্বা সময় ধরেই দলের হয়ে ওপেনিং করে আসছেন ও ওপেনার হিসাবে বেশ সফল তিনি। এই পরিস্থিতিতে রোহিত ও বিরাটের উপরেই বেশি ভরসা জোগাতে চায় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।
আয়ারল্যান্ড’দলের বিরুদ্ধে প্রথম ম্যাচটিতে রোহিত ও কোহলি জুটিকে একসাথে ওপেনার হিসাবে খেলতে দেখা গিয়েছিল। যদিও প্রথম ম্যাচে দুজনের মধ্যে ১৬ বলে ২২ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। পাওয়ার প্লের ফায়দা তুলতে বিরাট লম্বা শট খেলার চেষ্টা করেন এবং তিনি থার্ড ম্যানে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তবে বিরাট কোহলির কারণেই কপাল পুড়লো যশস্বী জয়সওয়ালের।
আইপিএল ২০২৪’এর মঞ্চে তাকে ভালো ছন্দে দেখা যায়নি। এবারের আইপিএলে ১৫ ম্যাচে ৪৩৫ রান বানিয়েছিলেন তিনি তবে বেশিরভাগ ম্যাচেই তাকে কম রান বানিয়েই প্যাভিলিয়নে ফিরতে দেখা গিয়েছে। ভারতীয় দলের জার্সিতে যশস্বী গত ১ বছর ধরেই ওপেনিং করে এসেছেন। ব্যাট হাতে ১৬ টি-টোয়েন্টি ইনিংসে ব্যাটিং করেছেন জয়সওয়াল, ৩৩.৪৭ গড়ে ও ১৬১.৯৪ স্ট্রাইক রেটে ৫০২ রান বানিয়েছেন তিনি।