IND vs ENG: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত দু’টি টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। এরপর আচমকাই বিরাট কোহলি, রোহিত শর্মা’র মত দুই কিংবদন্তি অবসর ঘোষণা করায় আরও চাপ বেড়েছিলো তাদের উপর। ইংল্যান্ড সফরে (IND vs ENG) আদৌ কোনো প্রতিরোধ ‘মেন ইন ব্লু’ গড়ে তুলতে পারবে কিনা তা নিয়েই সন্দিহান ছিলেন অনেকে। কিন্তু সমালোচকদের ইতিমধ্যেই ভুল প্রমাণ করেছে শুভমান গিলের নেতৃত্বাধীন ‘নিউ লুক’ ভারতীয় দল। লিডসে হারলেও হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছিলো তারা। ঘুরে দাঁড়িয়েছে এজবাস্টনে। প্রথমবার বার্মিংহ্যামের মাঠে উড়েছে ভারতীয় তেরঙ্গা। লর্ডসের কঠিন পিচেও বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী তাঁরা যে ছাড়বেন না তা বুঝিয়ে দিয়েছেন কে এল রাহুল, জসপ্রীত বুমরাহরা। ভারতের এই লড়াকু স্পিরিট’কে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর (Wasim Jaffer)।
Read More: “কঠিন পিচে জারিজুরি খতম…” দল’কে বিপদে ফেলে আউট শুভমান, নেটদুনিয়ায় পড়লেন তোপের মুখে !!
ভারতের পারফর্ম্যান্সে খুশি জাফর-

লর্ডস টেস্টের তৃতীয় দিন সংবাদসংস্থা রেভজস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার (Team India) অকুন্ঠ প্রশংসা করতে শোনা গেলো ওয়াসিম জাফরকে (Wasim Jaffer)। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) যেভাবে এগোচ্ছে শুভমানের নেতৃত্বাধীন দল, তাতে খুশি তিনি। বলেন, “আমি মনে করি ওরা (ভারতীয় দল) সিরিজের শুরুটা দারুণ করেছেন। লর্ডস টেস্টের আগে যে দশ দিন খেলা হয়েছে তার মধ্যে নয় দিন’ই ওরা জিতেছে। শুধু একটা দিন কিছু ভুলচুল করে ফেলেছিলো (লিডস টেস্টের পঞ্চম দিন)। সেদিন আমাদের টেল-এন্ডার, লোয়ার অর্ডার কার্যকরী ভূমিকা নিতে পারে নি। এমনকি কিছু ক্যাচও হাতছাড়া হয়েছিলো। সেটা না হলে এই মুহূর্তে আমরা ২-০ ফলে এগিয়ে থাকতাম। এই সিরিজে ভারতেরই আধিপত্য থাকত। তবে এগুলো হয়েই থাকে। (এই ভুলভ্রান্তিগুলি থেকে) ওরা নিশ্চয়ই শিক্ষা নেবে।”
ভারতের খেলায় প্রচুর ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন ওয়াসিম জাফর। সাক্ষাৎকারে তিনি জানান, “শুরুটা সত্যিই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে ব্যাটিং বিভাগ অসাধারণ খেলেছে। বুমরাহ যেমনটা প্রায়শই করে থাকে তেমনটাই করেছে।” এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন বাংলার আকাশ দীপ (Akash Deep)। বল হাতে জয়ে বড় ভূমিকা রেখেছেন মহম্মদ সিরাজও। আলাদা করে তাঁদের প্রশংসা করেছেন ওয়াসিম জাফর। “আকাশ দীপ ও সিরাজ গত ম্যাচে যেভাবে বোলিং করেছে তা তারিফযোগ্য। অনেক ইতিবাচক দিক রয়েছে খেলায়। এমনকি এই ম্যাচেও (লর্ডস টেস্ট) প্রথম ইনিংসে ৪০০’র নীচে ওরা আটকে রেখেছে ইংল্যান্ডকে, যেটা যথেষ্ট কৃতিত্বের। যেমনটা বললাম, প্রচুর দিক রয়েছে পারফর্ম্যান্সে, যার জন্য আমরা সামনের দিকে তাকাতে পারি,” সংযোজন তাঁর।
সাফল্যের সম্ভাবনা দেখছেন জাফর-

এই মুহূর্তে ১-১ সিরিজের (IND vs ENG) ফলাফল। শেষ হাসি হাসতে পারবে ‘মেন ইন ব্লু?’ আশাবাদী জাফর। বলেছেন, “অবশ্যই ওরা সিরিজ জিততে পারে। যেমনটা আগে বললাম যে সবকিছু যদি আমাদের পক্ষে যেত তাহলে এখনই ২-০ এগিয়ে থাকতাম আমরা। কিন্তু ইংল্যান্ডকেও কৃতিত্ব দিতে হবে কারণ ওরাও ভালো খেলেছে। ভারতের পাশাপাশি ওরাও দারুণ লড়াই করেছে। কিন্তু এই তরুণ ভারতীয় দলের পক্ষেও অনেক কিছুই রয়েছে।” এরপর লর্ডস টেস্টের বিশ্লেষণ করেছেন জাফর। জানান, “দুর্ভাগ্যজনকভাবে (তৃতীয় দিনের) মধ্যাহ্নভোজের বিরতির আগেই ঋষভ পন্থ আউট হয়ে গেলো। তার আগে সেশনটা ভারতের জন্য দারুণ ছিলো। লাঞ্চের পর দ্রুত কে এল (রাহুল)’ও আউট হওয়ায় ছোটোখাটো ধাক্কা খেয়েছে ভারত। ১০০ রানের লিড পেলে ভারত চালকের আসনে বসতে পারে। যদি এই ম্যাচটা ভারত জেতে তাহলে ইংল্যান্ডের উপরেই চাপ বাড়বে।”
দেখে নিন জাফরের সম্পূর্ণ সাক্ষাৎকার-
Wasim Jaffer Exclusive
“Gill is filling Kohli’s shoes, Bumrah must be protected, Pant is our Sehwag!”
Wasim Jaffer speaks to RevSportz on India’s Lord’s charge, opening pair, Shubman’s leadership, Bumrah’s workload & Pant’s X-factor.
Full Interview 👇#ENGvsIND #WasimJaffer… pic.twitter.com/ZB2Ic3MElB
— RevSportz Global (@RevSportzGlobal) July 13, 2025