"কঠিন সময়ে শক্ত...", আইপিএলে ট্রোলড হওয়া হার্দিকের পাশে দাঁড়ালেন ওয়াসিম জাফর, বাড়ালেন সাহায্যের হাত !! 1

দুঃসময় যেন কাটছেই না হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। আইপিএল মরসুম শুরুর আগেই তাঁর গুজরাত টাইটান্স (GT) থেকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক হইচই হয়েছিলো। এরপর রোহিত শর্মা’কে সরিয়ে মুম্বই ফ্র্যাঞ্চাইজি তাঁর হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার পরেই ক্রিকেটজনতার একটা বড় অংশের চোখে ‘ভিলেন’ হয়ে ওঠেন হার্দিক (Hardik Pandya)। সোশ্যাল মিডিয়ায় নিরন্তর চলতে থাকে ট্রলিং। তাঁর ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি পরিবার, ব্যক্তিগত জীবনও আসে ট্রলারদের নিশানায়। কটূক্তি, কটাক্ষ আটকে থাকে নি ভার্চুয়াল দুনিয়ায়। মাঠেও হার্দিকের উদ্দেশ্যে দুয়োধ্বনি উঠেছে বারবার। প্রায়শই অশালীন নানান শব্দ উড়ে এসেছে তারকা অলরাউন্ডারকে উদ্দেশ্য করে।

পরিস্থিতিতে বদল আসতে পারত ব্যাট বা বল হাতে মুম্বই (MI) জার্সিতে নিজের সেরাটা হার্দিক দর্শকের সামনে উপস্থাপন করতে পারলে। কিন্তু তাও দেখা যায় নি সাম্প্রতিক সময়ে। গোড়ালির চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে অফ ফর্মের শিকার তিনি। আইপিএলে এখনও অবধি ১০ ম্যাচ খেলে করেছেন কেবল ১৯৭ রান। গড় মাত্র ১৯.৭। বল হাতে নিয়েছেন ৬ উইকেট। ইকোনমি ১১’র বেশী। বোলিং গড় প্রায় ৪৩। নজর কাড়তে পারেন নি অধিনায়কত্বেও। তাঁর নেতৃত্বে মুখ থুবড়ে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। ফলে উত্তরোত্তর বেড়েছে ট্রলিং, কটাক্ষের পরিমাণ। শ্লেষের শেলে প্রতিনিয়ত বিদ্ধ হয়ে চলা হার্দিকের (Hardik Pandya) দিকে এবার সমর্থনের হাত বাড়ালেন প্রাক্তনী ওয়াসিম জাফর (Wasim Jaffer)।

Read More: Afghanistan Squad For T20 World Cup in Bengali: টি-২০ বিশ্বকাপের স্কোয়াড সামনে আনলো আফগানিস্তান, ঝড় তুলবেন রশিদ খানরা !!

সীমা লঙ্ঘন না করার অনুরোধ জাফরের-

Hardik Pandya | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

গতকাল হার্দিকের (Hardik Pandya) নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG)। প্লে-অফের সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে জিততেই হত মুম্বইকে। কিন্তু দিনের শেষে ব্যর্থতাই সঙ্গী হলো তাদের। ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে একপ্রকার ছিটকেই গেলো তারা। বল হাতে দুই উইকেট নিলেও ব্যাট হাতে ‘গোল্ডেন ডাক’ অর্থাৎ ১ বলে ০ করেন হার্দিক (Hardik Pandya)। তাঁর ব্যাটিং ব্যর্থতার পরেই আরেক দফা কটাক্ষের মুখে পড়েন হার্দিক। ভাইরাল এক ছবিতে দেখা গিয়েছে হার্দিকের একটি ব্যঙ্গচিত্র সমৃদ্ধ টি-শার্ট নিয়ে লক্ষ্ণৌর স্টেডিয়ামে হাজির হয়েছেন এক দর্শক। এছাড়াও সমাজমাধ্যমেও নানাবিধ কুরুচিকর মন্তব্য উড়ে আসতে থাকে তাঁর দিকে।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতার সবটুকু দায় হার্দিকের উপর চাপিয়ে দিয়ে একশ্রেণির নেটিজেন যেভাবে ক্রমাগত তাঁকে আক্রমণ করে চলেছেন তা নজরে পড়েছে ভারতীয় দলের প্রাক্তন তারকা ওয়াসিম জাফরের (Wasim Jaffer)। নিজের এক্স-হ্যান্ডেলে এর প্রতিবাদ করেছেন তিনি। জাফর লেখেন, “পারফর্ম্যান্সের সমালোচনা যত খুশি করুন, কিন্তু যেভাবে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ ও ট্রলিং করা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে তা অত্যন্ত হতাশাজনক। শক্ত থাকো হার্দিক।…” দিনের শেষে তিনি যে ভারতের ক্রিকেটারও তাও যেন নেটিজেনদের মনে করিয়ে দিয়েছেন জাফর। লিখেছেন, “…আগামী মাসে তুমি বিশ্বকাপে যখন গুরুত্বপূর্ণ ইনিংসগুলো খেলবে, এই লোকগুলোই তখন প্রশংসায় পঞ্চমুখ হবে।” পোস্টে হার্দিককে ট্যাগও করেছেন তিনি।

দেখে নিন ওয়াসিম জাফরের ট্যুইটটি-

Also Read: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়া’র, বিধ্বংসী ফর্মে থাকা ব্যাটারের ঠাঁই হলো না স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *