উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে বাদ শুভমান গিল, এই খেলোয়াড় সামলাবেন নেতৃত্ব !! 1

Shubman Gill: গত রবিবার এশিয়া কাপ (Asia Cup 2025) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে নবম খেতাব ঘরে তুলেছে ‘মেন ইন ব্লু।’ সেই সাফল্যের দিন চারেকের মধ্যেই মাঠে ফিরতে হচ্ছে তাদের। আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচটি রয়েছে আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সাম্প্রতিক অতীতে লাল বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্স আহামরি নয়। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ হাতছাড়া হয়েছিলো তাদের। এরপর অস্ট্রেলিয়া সিরিজেও (IND vs AUS Series) হারতে হয়েছিলো ১-৩ ফলে। জুলাই-অগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ সিরিজ ড্র করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন কে এল রাহুল (KL Rahul), যশস্বী জয়সওয়ালরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সেই ধারাবাহিকতাই বজায় রাখতে চাইবে ভারত।

শুভমানের খেলা নিয়ে অনিশ্চয়তা-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

রোহিত শর্মা’র অবসরের পর নয়া টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় শুভমান গিলের (Shubman Gill) নাম। নেতা হিসেবে প্রথম সিরিজেই নজর কেড়েছেন পাঞ্জাবের তরুণ। মগজাস্ত্র প্রয়োগ করে শক্তিশালী ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে ২-২ শুধু আটকেই রাখেন নি, পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠেছিলেন তিনি। ৫ টেস্টে ৭৫.৪০ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৭৫৪ রান। ভারতীয় জার্সিতে কোনো একটি নির্দিষ্ট টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করার নজির গড়েন তিনি। ঘরের মাঠে নেতা শুভমানের (Shubman Gill) প্রথম চ্যালেঞ্জ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তবে আহমেদাবাদে প্রথম ম্যাচটি তিনি আদৌ খেলবেন কিনা তা নিয়ে সন্দিহান ক্রিকেট বিশেষজ্ঞরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ফর্ম’ই আপাতত তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখতে পারে বলে মনে করছেন তাঁরা।

গত বছরের সেপ্টেম্বর থেকে একটানা ক্রিকেট খেলে চলেছেন শুভমান গিল (Shubman Gill) । চারটি হেভিওয়েস্ট টেস্ট সিরিজে দেখা গিয়েছে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন ওয়ান ডে সিরিজ। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি, আইপিএল এমনকি এশিয়া কাপেও নিয়মিত খেলেছেন বছর ২৫-এর তারকা। এই একটানা ক্রিকেটের ধকল পড়তে শুরু করেছে তাঁর পারফর্ম্যান্সে। সদ্যসমাপ্ত এশিয়া কাপে বেশ নড়বড়ে দেখিয়েছে তাঁকে। সেরা ছন্দের ধারেকাছেও ছিলেন না তিনি। এই মাসেই রয়েছে অস্ট্রেলিয়া সফর। পর্যাপ্ত বিশ্রাম পেয়ে যাতে তরতাজা হয়ে মার্শ, ম্যাক্সওয়েল, হেড’দের বিরুদ্ধে মাঠে নামতে পারেন শুভমান (Shubman Gill) , তা নিশ্চিত করতে আহমেদাবাদে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। সবকিছু ঠিকঠাক থাকলে দিন সাতেকের বিশ্রামের পর ফের দিল্লীতে দ্বিতীয় টেস্টে ফিরবেন তিনি।

নেতৃত্ব দিতে পারেন রবীন্দ্র জাদেজা-

Ravindra Jadeja | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে শুভমান গিল (Shubman Gill) ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) মাঠে না থাকাকালীন ভারতীয় দল’কে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। পন্থ এখনও সুস্থ না হওয়ায় অনেকেই ভেবেছিলেন যে উইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে রাহুলকেই (KL Rahul) সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে। কিন্তু সেই পথে হাঁটে নি অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। শুভমান গিলের ডেপুটি হিসেবে তাঁরা বেছে নিয়েছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। যদি সত্যিই আহমেদাবাদে বিশ্রাম দেওয়া হয় শুভমানকে, সেক্ষেত্রে ব্লেজার গায়ে টস করতে নামতে পারেন সৌরাষ্ট্রের অলরাউন্ডারই। প্রায় এক দশক টেস্টের আঙিনায় কাটিয়ে ফেলেছেন তিনি। কিন্তু কখনও দলকে নেতৃত্ব দেন নি। আহমেদাবাদে দেশের ৩৮তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন বাম হাতি তারকা।

Also Read: “আমি জোকার হয়ে গেছি..”, ট্রফি বিতর্কে মহসিন নকভির নাকে কান্নায় তৈরি হলো হাস্যকর পরিস্থিতি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *