ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফর্ম হারালেন টিম ইন্ডিয়ার প্রধান অস্ত্র, বিশ্বকাপের দল থেকে হবেন ছাঁটাই !! 1

ঘটনাবহুল উইন্ডিজ বনাম ভারত একদিনের সিরিজের যবনিকা পড়লো গতকাল রাতে। প্রথম ম্যাচে প্রত্যাশামতই জিতে ১-০ এগিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু উলটপুরান দেখা যায় দ্বিতীয় খেলায়। বিরাট কোহলি, রোহিত শর্মার মত তারকাকে মাঠের বাইরে রেখে নামার খেসারত সেদিন দিতে হয়েছিলো ভারতকে। বার্বাডোজের কেনসিংটন ওভালে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ‘মেন ইন ব্লু।’ মাত্র ১৮১ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। ৬ উইকেটে সহজ জয় ছিনিয়ে নিয়ে ভারতের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলো স্বাগতিক দেশ। সিরিজ জয়ের দাবীদার হয়ে উঠেছিলেন শে হোপরাও (Shai Hope)। মানরক্ষার লড়াইতে ত্রিনিদাদের তৃতীয় ম্যাচে জ্বলে উঠলো ভারতের তরুণ ব্রিগেড। কোহলি-রোহিতকে এদিনও খেলান নি কোচ দ্রাবিড়। কিন্তু ২০০ রানের ব্যবধানে ভারতের বিশাল জয় আটকায় নি তাতে।

ভারতের ব্যাটিং বিক্রম অনেকটাই পিছনে ঠেলে দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজকে। ঈশান কিষণের ৭৭, শুভমান গিলের ৮৫, সঞ্জু স্যামসনের ৫১ এবং হার্দিক পান্ডিয়ার ৭০* রানের সুবাদে ভারত তোলে ৩৫১ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে শুরুতেই মুকেশ কুমারের (Mukesh Kumar) দুরন্ত বোলিং-এ উইকেট হারায় তারা। বাংলার মুকেশের ঝুলিতে জমা হলো ৩ উইকেট। বল হাতে জ্বলে উঠলেন শার্দুল ঠাকুরও (Shardul Thakur)।

গত ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন শার্দুল। ত্রিনিদাদে ৪ উইকেট নিলেন তিনি। ২ উইকেট পান কুলদীপ যাদবও (Kuldeep Yadav)। ১০ বছর পর ওডিআই ক্রিকেট খেলতে নেমে ১ উইকেট পেলেন জয়দেব উনাদকাটও। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতার দিনেও উইন্ডিজের হয়ে ব্যাট হাতে নজর কাড়লেন গুডাকেশ মোটি (Gudakesh Motie) এবং আলঝারি জোসেফ। ১৫১ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। সঞ্জু, হার্দিক, শার্দুলদের আগুনে পারফর্ম্যান্সের মাঝেও কাঁটা হয়ে রইলো রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ব্যর্থতা।

Read More: WI vs IND: “বিরাট আমার গুরু…” উইন্ডিজকে পরাজিত করে কোহলিকে নিয়ে এই মন্তব্য করলেন হার্দিক পান্ডিয়া !!

জাদেজার ব্যর্থতা চিন্তা বাড়াবে টিম ইন্ডিয়ার-

Ravindra Jadeja | Team India | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়েছিলেন উইন্ডিজ সফরই আসন্ন এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষানিরীক্ষা করার শেষ সুযোগ। সেইমত টিম ইন্ডিয়ায় (Team India) বেশ কিছু রদবদল দেখা গেলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। কখনও অক্ষর প্যাটেলকে খেলানো হলো চার নম্বরে আবার কখনও বোলিং-এ পরখ করে দেখা হলো জয়দেব উনাদকাটকে। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) বিশ্বকাপের দলে চাইছে টিম ম্যানেজমেন্ট। তিন ম্যাচেই তাঁকে একাদশে রেখেছিলেন কোচ দ্রাবিড়। কিন্তু একদিনের ক্রিকেটে সূর্যের নিরন্তর সমস্যা অব্যাহত উইন্ডিজের বিপক্ষেও। কে এল রাহুল ফিরলে মিডল অর্ডারে সূর্যের জায়গা সম্ভবত নিতে চলেছেন তিনিই। তৃতীয় একদিনের ম্যাচে সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঝোড়ো ইনিংসও চাপ কমিয়েছে কোচ দ্রাবিড়ের উপর।

তবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট।বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়র ক্রিকেটাররা তিন ম্যাচের মধ্যে দুটি না খেললেও রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)  তিন ম্যাচেই একাদশে রাখেন দ্রাবিড়। জাদেজাকে বেশী ম্যাচ প্র্যাকটিস দেওয়াই লক্ষ্য ছিলো তাঁর। কিন্তু বার্বাডোজে প্রথম ম্যাচে ৩ উইকেট নেওয়া ছাড়া বিশেষ সফল হলেন না তিনি। প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ১৬ করে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় ম্যাচে করেন মাত্র ১০। ৬ ওভার হাত ঘুরিয়েও একটি উইকেট পান নি। ছবিটা বদলালো না তৃতীয় ম্যাচেও।

গতকাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ৭ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। কিন্তু বল হাতে ৫ ওভারে ২৯ রান দিলেও পেলেন না একটিও উইকেট। ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডার ব্যাটার গুডাকেশ মোটিও জাদেজাকে বেশ কিছু চার-ছক্কা হাঁকান গতকাল। উপমহাদেশের উইকেটে এশিয়া কাপ এবং বিশ্বকাপে ব্যাটে-বলে জাদেজা (Ravindra Jadeja) ভারতের অন্যতম বাজি, কিন্তু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তাঁর আচমকা অফ ফর্ম টিম ইন্ডিয়ার (Team India) ভাবনার বাইরে রাখতে পারে জাদেজাকে।

Also Read: World Cup 2023: এই ৩ কারণে বিশ্বকাপের আগে বিরাট কোহলি হাতে দেওয়া উচিত টিম ইন্ডিয়ার ODI দলের দ্বায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *