Team India: গত বছরের জুনে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার সরে দাঁড়ালেন টেস্ট ক্রিকেট থেকেও। দিনকয়েক আগে ক্রিকেটদুনিয়াকে কার্যত চমকে দিয়েই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন অবসর। “সকলকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করার আমার জন্য অত্যন্ত সম্মানের। এতবছর ধরে নিরন্তর ভালোবাসা ও সমর্থন যুগিয়ে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ,” ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন তিনি। ওয়ান ডে থেকে এক্ষুণি যে সরে দাঁড়াচ্ছেন না, স্পষ্ট করেন তাও। রোহিত আচমকা টেস্ট থেকে অবসর নেওয়ায় বিশ বাঁও জলে বিসিসিআই। আসন্ন ইংল্যান্ড সফরের (IND vs ENG) জন্য নয়া ওপেনারের পাশাপাশি তাদের খুঁজে নিতে হবে নয়া অধিনায়কও।
Read More: “স্বর্ণযুগের অবসান…”, বিরাট কোহলির অবসর ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বিদায় বার্তা ভক্তদের !!
নির্বাচকদের ভাবনায় জাদেজার নাম-

২০২২-এর গোড়ায় বিরাট কোহলি (Virat Kohli) সরে দাঁড়ানোর পর টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২৪টি ম্যাচে ভারতের (Team India) নীল ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নেমেছেন তিনি। এর মধ্যে জিতেছেন ১২টি। হার ৯টি ম্যাচে। আর তিনটি টেস্ট ড্র হয়েছে। গত ৭ মে তিনি অবসর নেওয়ার পর তাঁর উত্তরসূরির খোঁজে বিসিসিআই। সংবাদমাধ্যমে গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিলো কে এল রাহুল, ঋষভ পন্থ ও শুভমান গিলের নাম। তিনজনেই অপেক্ষাকৃত তরুণ। দীর্ঘমেয়াদী বিকল্প তাঁরা হয়ে উঠতে পারেন বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এই মুহূর্তে তারুণ্য নয় ভারতীয় দলের (Team India) অভিজ্ঞতারই প্রয়োজন, মত বিসিসিআই-এর। নেতৃত্বের দৌড়ে তাঁই কার্যত ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
ভারতীয় দলের (Team India) হয়ে ২০১২ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দীর্ঘ কেরিয়ারে ৮০টি ম্যাচে সাদা জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই দেশের অন্যতম সেরা ভরসা সৌরাষ্ট্রের তারকা। ফিল্ডিং-এও বিশ্বসেরাদের তালিকাতেই থাকবে তাঁর নাম। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) গুরুত্বপূর্ণ সিরিজে তাঁর অভিজ্ঞতার উপরেই আস্থা রাখার কথা ভাবছেন ভারতীয় নির্বাচকেরা। কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে পরিণতিবোধ প্রয়োজন তা এই মুহূর্তে জাদেজা ব্যতীত দলের অন্য কারও মধ্যে নেই বলে মতামত তাঁদের। এর আগে আইপিএলে (IPL) বেশ কয়েকটি ম্যাচে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সৌরাষ্ট্রকে ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলিও-

গত ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। মে’র ৭ তারিখ সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা’ও। একই পথে হাঁটলেন বিরাট কোহলিও। আজ সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানানোর ঘোষণা করেন তিনি। লেখেন, “…এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা সহজ না হলেও সঠিক বলেই মনে হচ্ছে। আমার সর্বস্ব আমি দিয়েছি। পরিবর্তে ফিরে পেয়েছি তার চেয়েও অনেক বেশী কিছু। খেলার প্রতি, এই দীর্ঘ যাত্রাপথের সব সতীর্থের প্রতি ও সেই সকল মানুষের প্রতি যাঁরা আমায় পরিচিতি দিয়েছেন একরাশ কৃতজ্ঞতা বুকে নিয়ে সরে দাঁড়াচ্ছি আমি। নিজের টেস্ট কেরিয়ারের দিকে আমি সর্বদা হাসিমুখে ফিরে তাকাবো।” ১২৩ টেস্টে ভারতের (Team India) জার্সিতে ৯২৩০ রান করে থামলেন কোহলি। ১০০০০-এর মাইলস্টোন অধরাই থেকে গেলো তাঁর।