দেশের ক্রিকেটমহলের নজর আজ রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024-25) দিকে। অস্ট্রেলিয়া সফরে হতশ্রী পারফর্ম্যান্সের পর ছন্দে ফেরার জন্য একঝাঁক তারকাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই। সেইমত মুম্বইয়ের জার্সিতে মাঠে নেমেছেন রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়ালরা (Yashasvi Jaiswal)। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলছেন তাঁরা। পাঞ্জাবের হয়ে খেলছেন শুভমান গিল (Shubman Gill)। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কর্ণাটক। দিল্লীর হয়ে খেলছেন ঋষভ পন্থ। সৌরাষ্ট্রের একাদশে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রবীন্দ্র জাদেজা। ঘরোয়া ক্রিকেটে ফিরে রোহিত, যশস্বী, ঋষভ (Rishabh Pant) বা শুভমানরা আজ সাফল্য পান নি। দ্রুত ফিরেছেন সাজঘরে। ব্যতিক্রম রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের হয়ে বল হাতে ঝড় তুলেছেন তিনি।
Read More: গম্ভীরের কেরিয়ার বাঁচাতে পরম বন্ধু উপহার দিলেন মোক্ষম অস্ত্র, কুপোকাত বিপক্ষ দল !!
দিল্লীকে নাস্তানাবুদ করলেন জাদেজা-
রাজকোটের মাঠে আজ দিল্লীর বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে নেমেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ২০২৩ সালে শেষবার রঞ্জি (Ranji Trophy) খেলেছিলেন তিনি। দুই বছর পর ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। প্রত্যাবর্তনের চমক দিলেন বল হাতে। কার্যত একাই গুঁড়িয়ে দিলেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপ। বাম হাতি অলরাউন্ডার দিল্লীকে প্রথম ধাক্কা দেন ইনিংসের দশম ওভারেই। এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ওপেনার সনৎ সাঙ্গওয়াল (Sanat Sangwan)। ১২ রানের বেশী করতে পারেন নি তিনি। এরপর যশ ধূলের (Yash Dhull) উইকেট তুলে নেন তিনি। ৪৪ করে ফেরেন তরুণ ব্যাটার। দিল্লী অধিনায়ক আয়ুষ বাদোনিকেও (Ayush Badoni) আউট করেন জাদেজা। ৭৮ বলে ৬০ রানের ইনিংস খেলে প্রেরক মাঁকড়ের হাতে ধরা পড়েন তিনি।
ইনিংসের শেষলগ্নে হর্ষ ত্যাগি ও নভদীপ সাইনিকে আউট করেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আজ ১৭.৪ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে পঁয়ত্রিশতমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। ধর্মেন্দ্রসিং জাদেজা’ও (Dharmendrasinh Jadeja) তুলে নেন তিন উইকেট। জাতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ আজ দিল্লীর জার্সি গায়ে মাঠে নেমে হন ‘অন্য’ জাদেজার শিকার। ১০ বল খেললেও ১ রানের বেশী করতে পারেন নি তিনি। সৌরাষ্ট্রের হয়ে জয়দেব উনাদকাট (Jaydev Unadkar) একটি ও যুবরাজসিং দোদিয়া একটি উইকেট নেন। মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় দিল্লী। জবাবে ব্যাট করতে নেমে প্রতিবেদন লেখার সময় অবধি সৌরাষ্ট্রের স্কোর ১৩৭/৩। ২৬ বলে ২৪ করে অপরাজিত রবীন্দ্রসিং অনিরুদ্ধসিং জাদেজা।
রঞ্জি ট্রফি খেলবেন বিরাট কোহলি-
সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিরাট কোহলি (Virat Kohli) খেলবেন কিনা তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিলো। শেষমেশ ঘাড়ের চোটের কারণে সরেই দাঁড়িয়েছেন মহাতারকা। রাজকোটে নামেন নি ব্যাট হাতে। কিন্তু সূত্রের খবর যে ডিডিসিএ প্রধান রোহন জেটলিকে (Rohan Jaitley) বিরাট জানিয়েছেন যে দিনকয়েকের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন তিনি। ৩০ তারিখ রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024-25) গ্রুপ পর্বের শেষ ম্যাচটি রয়েছে দিল্লীর। প্রতিপক্ষ রেলওয়েজ। সেখানে খেলতে ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। সবকিছু যদি ঠিক থাকে তাহলে ৩০ তারিখ থেকে রঞ্জির মঞ্চে (Ranji Trophy 2024-25) দেখতে পাওয়া যাবে ‘কিং কোহলি’কে। ২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলেছিলেন তিনি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিপক্ষে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। তেরো বছরের বিরতির পর দলে ফিরে কেমন পারফর্ম্যান্স করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।