নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে, ম‍্যাচ থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার 1

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বিরাট ধাক্কা বিরাট শিবিরে। ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য পেসার ইশান্ত শর্মা। শনিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল এবং সেই টেস্টে বিরাট কোহলি দলে পাচ্ছেন না দলের নির্ভরযোগ্য পেসার ইশান্ত কে। এ্যঙ্কেলের চোটের জন্য নামতে পারছেন না পরবর্তী টেস্ট ম‍্যাচে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে, ম‍্যাচ থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার 2

ওয়েলিংটনে প্রথম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল।গোটা ম‍্যাচে ভারতীয় দলের হতশ্রী পারফরম্যান্স এর মাঝে একমাত্র ইতিবাচক দিক ইশান্ত শর্মার বোলিং পারফরম্যান্স। সেই ম্যাচের প্রথম ইনিংসে ইশান্ত শর্মা নিয়েছিলেন ৫ উইকেট যা ছিল তার টেস্ট ক্যারিয়ারের ১১ তম এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। টেস্ট ক্রিকেটে 300 উইকেট এর মাইলফলক ছোঁয়ার থেকে আর মাত্র তিন উইকেট দূরে দাঁড়িয়ে আছেন ইশান্ত ,ষষ্ঠ ভারতীয় বোলার হিসাবে এই রেকর্ড করার সুযোগ রয়েছে তার কাছে এবং পেসার হিসেবে তিন নম্বর বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করার হাতছানি রয়েছে তার কাছে।

কিন্তু দুর্ভাগ্যবশত এই কৃতিত্ব অর্জন করতে এখনো কিছুটা অপেক্ষা করতে হবে তাকে কারণ চোটের জন্য দ্বিতীয় অর্থাৎ সিরিজের অন্তিম টেস্টে তার খেলা হয়ে উঠবে না ।সূত্রের খবর অনুযায়ী ইশান্তের বদলে দলে আসতে চলেছেন উমেশ যাদব, জল্পনা আরও দৃঢ় হয় যখন দেখা যায় প্র্যাকটিস সেশনে দলের কোচ রবি শাস্ত্রী এবং ভরত অরুণের উমেশ কে দীর্ঘক্ষণ আলোচনা করতে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে, ম‍্যাচ থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার 3

এর আগেও চোট কাটিয়ে দলে ফিরেছেন ইশান্ত শর্মা ।কত জানুয়ারি মাসে এ্যঙ্কেলের চোটের জন‍্য ছিটকে যেতে হয়েছিল তাকে,যদিও প‍রবর্তী সময় ফের দলে প্রত‍্যাবর্তন করেন তিনি। চলতি টেস্ট সফরে তিনি ছিলেন ভারতের হয়ে সবচেয়ে সফলতম বোলার। প্রথম টেস্টে প্রথম ইনিংস তিনি শেষ করেছিলেন ৫ উইকেট নিয়ে রান দিয়েছিলেন ৬৮।স্বাভাবিক ভাবেই তার এমন পারফরম্যান্স বিরাটের দলকে পরবর্তী ম‍্যাচে লড়াই করার রসদ জুগিয়েছিলো।

এমন দারুণ পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টের ইশান্তের দলে না থাকা স্বাভাবিক ভাবেই ভাবেই চিন্তার ভাঁজ ফেলবে বিরাট কোহলির কপালে। বেসিন রিজার্ভে এক ভয়াবহ হারের মুখোমুখি হওয়ার পর বিরাটদের এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য ক্রাইস্টচার্চে টেস্ট জয়ের মধ্যে দিয়ে এই টেস্ট সিরিজের ফলাফল সমান সমান করা।কিন্তু ইশান্তের চোট পেয়ে ছিটকে যাওয়া এই বিষয়টিকে এইমুহুর্তে কঠিন করে তুললো।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে, ম‍্যাচ থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার 4

এই মুহূর্তে ইশান্তের বদলি হিসেবে পরবর্তী টেস্ট ম্যাচে দলে ঢোকার জন্য উমেশের পাশাপাশি নাম উঠে আসছে নবদীপ সাইনির যিনি প্রথমবার বিদেশ সফরে টেস্ট দলে ডাক পেলেন ।যদি ম্যাচে প্রথম এগারোয় থাকেন উমেশ যাদব তাহলে এটাই হবে তার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে চিন্তার মেঘ ভারতীয় শিবিরে, ম‍্যাচ থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার 5

ভারতীয় ক্রিকেটে জসপ্রীত বুমরা’র অভিষেক হওয়ার পর থেকে প্রথম এগারো তেমন একটা দেখা যায়না উমেশ যাদবকে। ঘরের মাঠে টেস্ট সিরিজে তাকে দলে দেখা গেল ও ,বিদেশের মাঠে তেমন সুযোগ পাননি তিনি।তাই ক্রাইস্টচার্চে প্রথম এগারোয় সুযোগ পেলে নিজেকে কেমন ভাবে প্রমাণিত করেন উমেশ, এখন সেইটাই দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *