গত কয়েক মাস পাহাড়প্রমাণ চাপের মুখে ছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। সমস্যার সূত্রপাত হয় ২০২৩-এর ডিসেম্বরে। আচমকাই দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরে আসেন তিনি। শোনা যায় মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে অব্যাহতি চেয়েছেন তিনি। সেই সময় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাঁর অনুরোধে সায় দিয়েছিলো বিসিসিআই। কিন্তু এরপরেই দুবাইতে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে উড়ে যান তিনি। এমনকি বোর্ডের অনুমতি ছাড়ায় যোগ দিয়েছিলেন এক বেসরকারী চ্যানেলের অনুষ্ঠানে। যা ভালো চোখে দেখেন নি বিসিসিআই কর্তারা। বিষয়টি নতুন মোড় নেয় ঈশান কিষণ ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে রাজী না হওয়ায়। ক্ষুব্ধ বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকেই ছেঁটে ফেলে ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে।
Read More: “ছেড়ে দাও খেলা…” নিজের পুরানো ফর্মে ফিরলেন KKR অধিনায়ক, মাত্র ‘শূন্য’ রানে করে হলেন আউট !!
দীর্ঘ ঠাণ্ডা লড়াইয়ের পর গলেছে বরফ-
ঈশানকে (Ishan Kishan) জাতীয় ক্রিকেটে প্রায় একঘরেই করে দিয়েছিলো বিসিসিআই। চলতি বছরে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছে ভারত। টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। বিদেশের মাঠে টি-২০ বিশ্বকাপ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্যাটে মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ কিন্তু ফেরানো হয় নি তাঁকে। একমাত্র আইপিএল ছাড়া কোনো টুর্নামেন্টেই দেখা যায় নি তাঁকে। দীর্ঘ ঠাণ্ডা লড়াইতে খাদের কিনারে পৌঁছে গিয়েছিলো তরুণ তুর্কির ক্রিকেট কেরিয়ারই। অবশেষে বরফ গলার সংকেত মেলে ঈশান বুচি বাবু টুর্নামেন্টে অংশ নিতে রাজী হওয়ায়। এই ঘোষণার কিছুদিনের মধ্যেই দলীপ ট্রফির জন্যও মনোনীত করা হয়েছিলো তাঁকে। প্রাথমিক ভাবে ভারত-ডি’র স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিলো তাঁকে।
বাধা পেরিয়ে দলীপে শতরান ঈশান কিষণের-
বুচি বাবু টুর্নামেন্টে মধ্যপ্রদেশের বিপক্ষে অসামান্য শতরান করেন ঈশান কিষণ। তাঁর ব্যাটিং-এর সুবাদেই জয় ছিনিয়ে নেয় ঝাড়খণ্ড। কিন্তু সৌভাগ্য দীর্ঘস্থায়ী হয় নি তাঁর। চোট পেয়ে দলীপ ট্রফির প্রথম রাউন্ড থেকে ছিটকে যান তিনি। জাতীয় দলে প্রত্যাবর্তনের রাস্তাটাও আরও খানিক কঠিন হয়ে গিয়েছিলো তাঁর জন্য। দমে যান নি তিনি। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে ফিট হয়ে ওঠেন। ভারত-ডি নয়, দল বদলে ভারত-সি’র হয়ে খেলছেন তিনি। অন্ধ্রপ্রদেশের অবন্তীপুরে ভারত-বি’র বিপক্ষে প্রথম সুযোগেই বুঝিয়ে দিলেন মরচে পড়ে নি দক্ষতায়। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। প্রথমে রজত পতিদার ও পরে বাবা অপরাজিতের সাথে জুটি বাঁধেন। মুকেশ কুমার, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরদের অনায়াসে সামলে করেন শতরান। ১২৬ বলে ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ করে শক্ত ভিতের উপর দাঁড় করান দল’কে।
দেখুন শতরানের মুহূর্তটি-
Ishan Kishan century moment in the Duleep Trophy! 🌟
– A class return by Kishan. 👏pic.twitter.com/xRMbxt36jU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 12, 2024
ঈশানের প্রত্যাবর্তনে প্রশ্নচিহ্ন রাহুল’কে নিয়ে-
আট মাস প্রায় অজ্ঞাতবাসে কাটানোর পর ক্রিকেটের মূলস্রোতে ফিরেছেন ঈশান কিষণ (Ishan Kishan)। লাল বলের ফর্ম্যাটে মিডল অর্ডারের দায়িত্ব তিনি যে কাঁধে তুলে নিতে প্রস্তুত তা দলীপ ট্রফির প্রথম ম্যাচেই প্রমাণ করে দিয়েছেন। তাঁর ১১১ রানের অসামান্য ইনিংস চাপ বাড়িয়েছে কে এল রাহুলের উপর। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে আপাতত ঈশান নেই, রাহুল (KL Rahul) রয়েছেন। কিন্তু দলীপের পারফর্ম্যান্সের ভিত্তিতে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যে জায়গা করে নিতে পারেন তিনি তা নিশ্চিত করেই বলা যায়। চেন্নাইতে যদি সাফল্য না পান কর্ণাটকের খেলোয়াড়, তাহলে নিঃসন্দেহে পাঁচ নম্বরে ব্যাটিং করার ব্যপারে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কে এল রাহুল’কে। সামনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। রাহুল ও ঈশানের মধ্যে সুযোগ পাওয়া নিয়ে দেখা যেতে পারে দড়ি টানাটানি।