গত বছরের দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বিসিসিআই-এর সাথে এক প্রকার ঠাণ্ডা যুদ্ধ চলছে ঈশান কিষণের (Ishan Kishan)। মানসিক স্বাস্থ্যের অবনতির দোহাই দিয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরেছেন। এরপর কখনও অনুমতি ছাড়া দুবাইতে বর্ষবরণের পার্টিতে বা বেসরকারী চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে কখনও আবার নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে অংশ না নিয়ে বোর্ডের বিরাগভাজন হয়েছিলেন তিনি। খুইয়েছেন কেন্দ্রীয় চুক্তি। সম্প্রতি দলীপ ট্রফি, ইরানী কাপের মত টুর্নামেন্টে তাঁর সুযোগ পাওয়া আশার আলো দেখিয়েছিলো অনুরাগীদের। অনেকেই ভেবেছিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক আসতে চলেছে ঈশানের জন্য। কিন্তু বরফ যে এখনও সম্পূর্ণ গলে নি তার প্রমাণ মিললো গতকাল স্কোয়াড ঘোষিত হওয়ার পরেই। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা’র নাম থাকলেও অনুপস্থিত থেকে গেলেন ঈশান কিষণ (Ishan Kishan)।
Read More: IPL 2025: রিটেনশন নিয়ম প্রকাশ করলো বোর্ড, KKR, MI ও SRH-এর ‘বাড়াবাড়ি’ বরদাস্ত করলেন না জয় শাহ’রা !!
ঈশানের ক্রিকেট ভবিষ্যৎ প্রশ্নের মুখে-
বুচি বাবু টুর্নামেন্ট দিয়ে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের তরুণ তুর্কি শতরান’ও করেছিলেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে। এরপর দলীপ ট্রফিতে তাঁকে প্রথমে রাখা হয়েছিলো ভারত-ডি দলে। চোটের কারণে প্রথম ম্যাচটি খেলতেই পারেন নি তিনি। সঞ্জু স্যামসনকে তাঁর বদলী হিসেবে ভারত-ডি শিবিরে পাঠানো হয়। দ্বিতীয় ম্যাচে ভারত-সি’র স্কোয়াডে সু্যোগ পান তিনি। মাঠে নেমেই জাত চেনান। করেন শতরান। এরপরও ভারতীয় দলের ডাক না আসায় স্বভাবতই চিন্তিত অনুরাগীরা। সামনে ইরানী কাপ রয়েছে, তারপর থাকছে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি। সেখানে নিয়মিত খেলে আপাতত সফল হওয়ার চেষ্টা করতে হবে ঈশানকে। যদিও তাও সম্ভব না হয় জাতীয় দলে প্রত্যাবর্তন, তাহলে হয়ত বাধ্য হয়েই অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঈশান (Ishan Kishan)।
বিশ্রাম দেওয়া হয়েছে শুভমান গিল’কে-
জিম্বাবুয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক করা হয়েছিলো শুভমান গিল’কে (Shubman Gill)। তারপর পূর্ণ সময়ের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিলো তাঁর নাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে নবনির্বাচিত অধিনায়ক সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে দায়িত্ব’ও পালন করেছেন পাঞ্জাবের তরুণ। কিন্তু গতকাল বাংলাদেশের বিরুদ্ধে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে নামই নেই শুভমানের। আচমকা সহ-অধিনায়ককে কেন বাদ দেওয়া হলো তা নিয়ে চর্চা শুরু হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বিসিসিআই-এর পরিকল্পনা স্পষ্ট হতে লাগে নি বেশী সময়। সামনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে ভারতের। তারজন্যই তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের মত ডাক পান নি শুভমান গিল’ও (Shubman Gill)।
ভারতীয় দলে একঝাঁক নয়া মুখ-
বাংলাদেশের বিরুদ্ধে তরুণদের সামনের দিকে এগিয়ে দেওয়ার ভাবনা নিয়েছে বিসিসিআই। টেস্ট সিরিজে যে ষোলজন রয়েছেন তাঁদের মধ্যে কাউকেই রাখা হয় নি কুড়ি-বিশের স্কোয়াডে। নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসনরা। এছাড়া রিয়ান পরাগ (Riyan Parag) থাকছেন। ফিরছেন বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা। প্রতিভাবান অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ডাক পেয়েছেন। থাকছেন আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, শিবম দুবেরাও। আইপিএলে ঝড় তোলা তুই তরুণ পেসার মায়াঙ্ক যাদব (Mayank Yadav) ও হর্ষিত রাণার ভাগ্যেও ছিঁড়েছে শিকে। হর্ষিত এর আগেও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে স্কোয়াডে ছিলেন, কিন্তু মাঠে নামেন নি। মায়াঙ্ক এই প্রথম প্রবেশ করবেন টিম ইন্ডিয়ার অন্দরে। ঈশান কিষণের মতই যুজবেন্দ্র চাহালকেও ভাবনায় রাখে নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এক নজরে ভারতের ঘোষিত টি-২০ স্কোয়াড-
NEWS 🚨 – #TeamIndia’s squad for T20I series against Bangladesh announced.
More details here – https://t.co/7OJdTgkU5q #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/DOyz5XGMs5
— BCCI (@BCCI) September 28, 2024
Also Read: IPL 2025: অর্থের বৃষ্টি আইপিএলে, ফ্র্যাঞ্চাইজিদের বিপুল ধনরাশি খরচের ছাড়পত্র দিলো BCCI !!