এশিয়া কাপ শেষ হতেই বদলে গেল অধিনায়ক, দলের দায়িত্ব পাচ্ছেন ঈশান কিষাণ !! 1

ভারতীয় ক্রিকেটে গুণগত মানের ক্রিকেটারদের প্রাচুর্য বিশ্ব ক্রিকেটে নজর কেড়েছে। প্রতি বছর অসংখ্য তারকা জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য লড়াইয়ে থাকেন। এই বছর আইপিএলে (IPL 2025) সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) হয়ে মাঠে নেমে জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। এই তারকা ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও নিজেকে প্রমাণ করেন। ফলে মনে করা হচ্ছিল তিনি এশিয়া কাপে (Asis Cup 2025) ভারতীয় দলে জায়গা পাবেন। কিন্তু শুধুমাত্র পারফর্মেন্স নয় জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে ভাগ্যের প্রয়োজন হয়। আবারও বিসিসিআইয়ের বঞ্চনা শিকার হন এই ক্রিকেটার। তবে এবার ঈশান কিষাণ এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন।

Read More: ফাইনাল জিতলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন সূর্যকুমার? উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য !!

অধিনায়ক হলেন তারকা ব্যাটসম্যান-

এশিয়া কাপ শেষ হতেই বদলে গেল অধিনায়ক, দলের দায়িত্ব পাচ্ছেন ঈশান কিষাণ !! 2
Ishan Kishan | Images: Getty Images

ভারতের অন্যতম তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান হলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি বিসিসিআইয়ের (BCCI) আদেশ না মানার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে একসময় বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময় এই তারকা কেন্দ্রীয় চুক্তিতে আবারও ফিরে এসেছেন। এই বছর আইপিএলে (IPL 2025) সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। নতুন এই দলের হয়ে অভিষেক করেই দুরন্ত শতরান হাঁকিয়ে সকলকে মুগ্ধ করেন।

এরপর ঈশান কিষাণকে ভারতীয় ‘এ’ দলের হয়ে এবং কাউন্টি ক্রিকেটেও সাম্প্রতিক সময় ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেছে। এবার এই তারকা ব্যাটসম্যানকে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ঝাড়খণ্ডের হয়ে নেতৃত্বের দায়িত্ব পালন করতে দেখা যাবে। ১৫ অক্টোবর থেকে রঞ্জি ট্রফির আগামী মরসুম শুরু হতে চলেছে। উল্লেখ্য এখনও পর্যন্ত ঈশান কিষাণ ৬০ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৬১১ রান সংগ্রহ করেছেন।

জাতীয় দলে ফিরতে পারেন এই তারকা-

এশিয়া কাপ শেষ হতেই বদলে গেল অধিনায়ক, দলের দায়িত্ব পাচ্ছেন ঈশান কিষাণ !! 3
Ishan Kishan | Images: Getty Images

ভারতীয় দল এই বছর এশিয়া কাপে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) সামনে রেখে নিজেদের প্রস্তুত করেছে। ওপেনার জুটি হিসেবে টুর্নামেন্টে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে শুভমান গিলকে (Shubman Gill) দেখতে পাওয়া গেছে। অভিষেক টুর্নামেন্টে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তারা হাত ধরেই এশিয়া কাপের ৪’এ পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে দুরন্ত জয় পেয়েছিল ব্লু ব্রিগেডরা।টুর্নামেন্টে ৭ ম্যাচের মধ্যে ৩১৪ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন এই তরুণ তারকা।

তবে শুভমান গিল একেবারেই ছন্দে ছিলেন না। তিনি ৭ ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র ১২৭ রান। ফলে ভারতের পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে ওপেনার হিসেবে অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষাণকে দলে নিয়ে এসে পরীক্ষা করতে পারেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে এই তারকা ব্যাটসম্যানের বিপুল অভিজ্ঞতা রয়েছে। তার উপস্থিতি ব্যাটিং অর্ডারে আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। এখনও পর্যন্ত ঈশান কিষাণ জাতীয় দলের হয়ে ৩২ টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করেছেন ৭৯৬ রান।

Read Also: ফাইনালের আগে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা, অনিশ্চিত হার্দিক সহ এই ২ খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *