শ্রীলঙ্কার বিরুদ্ধে কয়েকদিন আগেই ঘোষিত হলো ভারত ও শ্রীলঙ্কার সাদা বলের সিরিজের স্কোয়াড। ভারতীয় দল আপাতত অসাধারণ ছন্দে রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নরা জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪-১ ব্যাবধানে টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন অভিযানের জন্য প্রস্তুত। তবে এই প্রকাশ্যে আসা স্কোয়াডে সুযোগ দেওয়া হলো না ঈশান কিষানকে (Ishan Kishan)। ২০২৩ সালে ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ খেলতে দেখা গিয়েছিল ঈশানকে। সিরিজের মাঝেই তিনি মানসিক অবসাদে ভোগার কথা বলেন এবং দলের বাইরে থাকার আবেদন জানান।
শ্রীলঙ্কা সফরে জায়গা পেলেন না ঈশান
তবে পরবর্তী সময়ে তৎকালীন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন ঈশান কিষান (Ishan Kishan) ভারতীয় বোর্ডকে জানাননি তিনি কবে থেকে উপলব্ধ হবেন যে কারণে বলে জায়গা হয়নি এই তরুণের। তবে বর্তমান সময়ে ঈশানের মতন একই দোষ করা শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) জাতীয় দলে ফিরে এসেছেন আর এই পরিস্থিতিতে ঈশান কিষানের দলে না ফিরিয়ে নেওয়াটা একটি বড় ভুল বলে মনে করা হচ্ছে। তার ফলে নিজে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
Read More: IPL 2025: গুজরাত নয় এই আইপিএল দলের কোচ হবেন যুবরাজ সিং, অবশেষে কাটবে ১৭ বছরের ট্রফির খরা !!
প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আন্তর্জাতিক ক্রিকেট খেলতে থাকা ভারতীয় খেলোয়াড়দের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন, তবে সেই পরামর্শ উপেক্ষা করেছিলেন ঈশান ও শ্রেয়াস। যে কারণে বিসিসিআই তাদের উপর ক্ষিপ্ত হয়ে আন্তর্জাতিক চুক্তি থেকে বার করে দেন দুই তরুণ খেলোয়াড়কে। তবে ঈশান আবার ঘরোয়া ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দেখিয়েছেন, তিনি আবার ঘরোয়া ক্রিকেটে রান বানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মস্ত বড় সিদ্ধান্ত নিয়েছেন।
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন ঈশান
তবে বেশ কিছুদিন আগে সমাজ মাধ্যমে একটি খবর বেশ ঘুরঘুর করছে। আসলে, ভারতীয় দলের এই তরুণ খেলোয়াড় লম্বা সময় ধরে ভারতীয় দলের অঙ্গ ছিলেন, তবে দলের সঙ্গে অতিরিক্ত ভ্রমণের জন্য তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং এই সময়ে তিনি নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
মন্তব্য করে তিনি বলেন, “আমি একটা বিরতি নিয়েছিলাম যা খুব স্বাভাবিক। বিসিসিআই এখন নতুন নিয়ম চালু করেছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে গেলে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলাটা প্রয়োজন, তবে আমার কাছে ঘরোয়া ক্রিকেট খেলাটা খুব কঠিন ছিল। আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা আমি আর আমার কয়েক কাছের মানুষ ছাড়া কেউ জানেন না। আমি খেলার মতো অবস্থায় ছিলাম না আর সেই কারণেই সরে দাঁড়িয়েছিলাম। খেলতে হলে তো আন্তর্জাতিক ক্রিকেটই খেলতাম।” আর ঈশান কবে ভারতীয় দলে ফিরবেন তার স্পষ্টত নেই।