ishan-kishan-to-play-ind-vs-ban-t20is

IND vs BAN: চলছে বাংলাদেশের ভারত সফর (IND vs BAN)। পাকিস্তানকে রাওয়ালপিন্ডির মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর টাইগারবাহিনী পা রেখেছে ভারতের মাটিতে। চেন্নাইতে প্রথম টেস্টে অবশ্য তাদেরকে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। রোহিত শর্মা’র (Rohit Sharma) দল রীতিমত গুঁড়িয়ে দিয়েছে শাকিব-লিটনদের প্রতিরোধ। ২৮০ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এত বেশী রানের ব্যবধানে এর আগে কোনো টেস্টে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে হারের সম্মুখীন হতে হয় নি তাদের। সেই লজ্জার রেকর্ড সঙ্গী করেই কানপুরে আগামীকাল থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন নাজমুল হোসেন শান্ত’রা। খেলা চলার কথা ১ অক্টোবর অবধি। প্রথম টেস্ট ম্যাচটি শেষ হয়েছিলো চতুর্থ দিনের প্রথম সেশনেই। কানপুরে কতদিন খেলা চলে সেদিকেই এখন তাকিয়ে সকলে।

টেস্ট সিরিজের পরেই ভারত ছাড়ছে না বাংলাদেশ দল। তারা টি-২০’র আসরে মুখোমুখি হতে চলেছে ‘মেন ইন ব্লু’র। ৩ ম্যাচের সিরিজ আয়োজিত হওয়ার কথা রয়েছে। ৬ অক্টোবর প্রথম ম্যাচটি রয়েছে গ্বালিয়রে। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচের ভেন্যু দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়াম। আর ১২ তারিখ তৃতীয় ম্যাচটি রয়েছে নিজামের শহর-হায়দ্রাবাদে। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-২০তে অপরাজিত ভারতীয় দল। ৩ ম্যাচের মধ্যে জিতেছে ৩টিতেই। সেই রেকর্ড গৌতম গম্ভীর (Gautam Gambhir) জমানায় অক্ষুণ্ণ রাখাই চ্যালেঞ্জ ক্রিকেটারদের সামনে। এখনও পর্যন্ত স্কোয়াড ঘোষণা করে নি অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তবে  মনে করা হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে জায়গা দেওয়া হবে তরুণ মুখদের।

Read More: IPL 2025: BCCI-এর এক সিদ্ধান্তে মন ভাঙলো CSK সমর্থকদের, বাধ্য হয়েই অবসর নিতে হচ্ছে MS ধোনি’কে !!

ফোকাস টেস্টে, বিশ্রাম পাচ্ছেন তারকারা-

Suryakumar Yadav and Hardik Pandya | Image: Getty Images
Suryakumar Yadav and Hardik Pandya | Image: Getty Images

সামনে ঠাসা ক্রীড়াসুচি রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট ও টি-২০ সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলতে হবে তাদের। ম্যাচগুলি হবে যথাক্রমে বেঙ্গালুরু, পুণে ও মুম্বইতে। তারপর নভেম্বরের গোড়ায় থাকছে দক্ষিণ আফ্রিকা সফর। চারটি টি-২০ খেলতে উড়ে যাবে ভারতীয় দল। আর ঐ মাসেরই শেষ সপ্তাহে শুরু হচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। ব্যাগি গ্রিনের ডেরায় গিয়ে গত দুইবার তাদের বিরুদ্ধে সিরিজ জিতে এসেছে ‘মেন ইন ব্লু।’ এবারও জিতে হ্যাট্রিকের বিরল নজির স্থাপন করতে চায় তারা। কিউই ও অজিদের বিপক্ষে আয়োজিত হতে চলা মোট আটটি টেস্ট ম্যাচকেই এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছে বোর্ড। ক্রিকেটারদের তরতাজা রাখার উদ্দেশ্যে বিশ্রাম দেওয়া হতে পারে বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে।

শুভমান গিল (Shubman Gill), ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মত যে সকল খেলোয়াড় টেস্ট দলে নিয়মিত, তাদের টাইগারবাহিনীর বিরুদ্ধে গ্বালিয়র, দিল্লী বা হায়দ্রাবাদে মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। ওয়ার্কলোড় ম্যানেজমেন্টের কারণে থাকছেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ’ও। তবে স্টার কোশেন্ট অবশ্য কমছে না টিম ইন্ডিয়ার। হাতের চোট সারিয়ে মাঠে ফিরছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নেতৃত্বও দেবেন তিনিই। প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেন নি তারকা অলরাউন্ডার। এছাড়া রিঙ্কু সিং, শিবম দুবে’দের মত ক্রিকেটারদের সুযোগ দেওয়া হতে পারে স্কোয়াডে। কেরলের উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনেরও থাকার সম্ভাবনা। শিকে ছিঁড়তে পারে অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়দের ভাগ্যেও।

দলে ফিরছেন ঈশান কিষণ-

Ishan Kishan | IND vs BAN | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন আচমকাই সরে দাঁড়িয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের ক্রিকেটার মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ দর্শিয়ে অব্যাহতি চেয়ে নিয়েছিলেন বিসিসিআই-এর কাছে। তাঁর ছুটি মঞ্জুরও করেছিলো বোর্ড। সেইমত দেশে ফিরে আসেন ঈশান (Ishan Kishan)। কিন্তু এরপর তাঁর কর্মকাণ্ড নিয়ে শুরু হয় জলঘোলা। বর্ষবরণের পার্টিতে যোগ দিতে দুবাই উড়ে গিয়েছিলেন তিনি। বিসিসিআই-এর অনুমতি না নিয়ে যোগ দেন একটি বেসরকারী চ্যানেলের টিভি শো’তেও। যা ক্ষোভ সৃষ্টি করেছিলো কর্মকর্তাদের মনে। সেই ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তিনি ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার নির্দেশ মানতে রাজী না হওয়ায়। বিরক্ত বোর্ড শাস্তি স্বরূপ কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দিয়ে দিয়েছিলো তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে।

প্রায় আট মাস ‘ঠাণ্ডা যুদ্ধ’ চলেছে ঈশান কিষণ ও বিসিসিআই-এর মধ্যে। একমাত্র আইপিএল ছাড়া কোনোরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারেন নি তিনি। ডাকা হয় নি টেস্ট, ওডিআই বা টি-২০তে। বরফ গলার ইঙ্গিত মেলে ঈশান বুচিবাবু ট্রফি খেলতে রাজী হওয়ায়। ঝাড়খণ্ডের হয়ে শতরান করেন টুর্নামেন্টে। এরপর দলীপ ট্রফিতে সুযোগ পেয়েও করেন আরও একটি শতরান। ঈশান যে ফিরেছেন নির্বাচকদের রেডারে তার প্রমাণ মিলেছে ইরানী কাপের স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তি থেকে। মনে করা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আসন্ন টি-২০ সিরিজের স্কোয়াডেও তাঁকে জায়গা দেবেন আগরকাররা। টাইগারদের বিপক্ষেই পুনর্জন্ম পাচ্ছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকবেন ঈশান।

IND vs BAN টি-২০ সিরিজের সম্ভাব্য স্কোয়াড-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, খলিল আহমেদ।

Also Read: কপাল পুড়লো CSK-KKR’ এর, নিলামের আগে বিসিসিআই RTM নিয়ে দিলো বড় ঘোষণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *