ishan-kishan-set-to-miss-t20is-vs-sa

গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার জানিয়েছিলেন যে মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য কিছুদিন বিশ্রাম চান তিনি। এরপর বোর্ডের নির্দেশে ঘরোয়া ক্রিকেট না খেলায় কর্মকর্তাদের রোষের মুখে পড়্রেন তিনি। জাতীয় দলে আর ফেরানো হয় নি তাঁকে। সাথে ছেঁটে ফেলা হয় কেন্দ্রীয় চুক্তি থেকেও। এই ঘটনার পর কেটে গিয়েছে অনেকটা সময়। ‘একঘরে’ হয়ে পড়া ঈশানের (Ishan Kishan) সাথে চলেছে বোর্ডের ঠাণ্ডা যুদ্ধ। অবশেষে অগস্ট মাসে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। সেপ্টেম্বরে খেলেছেন দলীপ ট্রফি (Duleep Trophy), অক্টোবরে খেলেছেন ইরানী কাপ (Irani Cup)। এই মুহূর্তে রঞ্জি ট্রফি খেলছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় ফিরতে যে ঈশানকে এখনও অপেক্ষা করতে হবে তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই।

Read More: IND vs NZ 2nd Test Pitch and Weather: পুণেতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, ‘মাস্ট উইন’ ম্যাচে বদলে যাবে পিচের চরিত্র !!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ খেলবে ভারত-

IND vs SA | Image: Getty Images
IND vs SA | Image: Getty Images

টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। জুন মাসে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে ‘মেন ইন ব্লু।‘ বিশ্বজয়ের পর রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), রবীন্দ্র জাদেজার (Ravindran Jadeja) মত একঝাঁক তারকা ক্রিকেটার সরে দাঁড়িয়েছেন ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে। তা সত্ত্বেও ছন্দ হারায় নি দল। নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অধীনে ঝড় তুলেছে কুড়ি-বিশের খেলায়। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলের মাঠে সিরিজ জিতেছে ৩-০ ফলে। এরপর বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ঘরের মাঠে দাপুটে জয় এসেছে। টাইগারদেরও হোয়াইটওয়াশ করেছেন সূর্য, হার্দিকেরা। টানা সাফল্যের পর এবার দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের সম্মুখীন ‘নিউ লুক’ ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি দুই হেভিওয়েট।

নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে ভারতীয় দল। প্রোটিয়াদের বিরুদ্ধে ৪টি টি-২০’র সিরিজ খেলতে চলেছে তারা। ৮ নভেম্বর ডারবানের কিংসমিডে রয়েছে প্রথম ম্যাচ। ১০, ১৩ ও ১৫ তারিখ বাকি তিনটি ম্যাচ রয়েছে যথাক্রমে কেবের্হা, সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে। নভেম্বরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) রয়েছে। তার প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন তারকা ক্রিকেটাররা। ফলত যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমান গিল (Shubman Gill), জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থাকলেও দ্বিতীয় সারির ভারতীয় দলই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

IND vs SA সিরিজের ক্রীড়াসূচি-

      ম্যাচ নং    তারিখ   ভেন্যু সময় (IST)
প্রথম টি-২০ ম্যাচ ০৮/১১/২০২৪ ডারবান রাত ৮টা
দ্বিতীয় টি-২০ ম্যাচ ১০/১১/২০২৪ কেবের্হা রাত ৮টা
তৃতীয় টি-২০ ম্যাচ ১৩/১১/২০২৪ সেঞ্চুরিয়ন রাত ৮টা
চতুর্থ টি-২০ ম্যাচ ১৫/১১/২০২৪ জোহানেসবার্গ রাত ৮টা

সুযোগ পাচ্ছেন না ঈশান কিষণ-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

২০২৩-এর দক্ষিণ আফ্রিকা সফরেই বিতর্কে জড়িয়ে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। নভেম্বরে সেই দক্ষিণ আফ্রিকার মাটিতেই যদি তিনি নীল জার্সিতে কামব্যাক করতে পারতেন তাহলে হয়ত একটা বৃত্ত সম্পূর্ণ হত। কিন্তু সেই সুযোগ পাচ্ছেন না ঝাড়খণ্ডের ক্রিকেটার। ভারতীয় স্কোয়াডে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বিশেষ নেই। অবশ্য ঐ সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে না তাঁকে। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে খেলতে ক্যাঙারুর দেশে উড়ে যাচ্ছে ভারত-এ দল। সেই স্কোয়াডে সুযোগ পেয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। লাল বলের তিনটি ম্যাচ খেলার পর ভারতীয় সিনিয়র দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে একটি ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ রয়েছে ‘এ’ দলের। সেখানেও খেলতে দেখা যাবে ঈশান কিষণ’কে। ফলে দক্ষিণ আফ্রিকা আর যাওয়া হবে না তাঁর।

Also Read: অস্ট্রেলিয়া সফরে ভারতের নেতৃত্বে ঋতুরাজ, বর্ডার-গাওস্কর ট্রফির আগে চমক বিসিসিআই-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *