গোটা বছর ধরেই ক্রিকেটদুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঈশান কিষণ (Ishan Kishan)। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে দেশে ফিরে এসেছিলেন তিনি। এরপর থেকেই তাঁর কার্যকলাপ প্রশ্নের জন্ম দিয়েছিলো বিসিসিআই-এর অন্দরে। দুবাইতে এক বর্ষবরণের পার্টিতে যোগ দিয়েছিলেন ঈশান। বোর্ডকে না জানিয়ে অংশ নিয়েছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে। এরপর তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হলে তাও মানতে রাজী হন নি তিনি। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার রঞ্জি ট্রফি খেলার বদলে শুরু করেছিলেন আইপিএলের প্রস্তুতি। বিরক্ত, ক্ষুব্ধ বিসিসিআই কড়া সিদ্ধান্ত নেওয়ার পথে হেঁটেছিলো। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে দেওয়া হয় ঈশানকে (Ishan Kishan)। সাথে তাঁকে অনির্দিষ্টকালের জন্য ছেঁটেও ফেলা হয়েছিলো স্কোয়াড থেকে।
চলতি বছরে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আসে নি ঈশান কিষণের (Ishan Kishan) সামনে। বোর্ডের সাথে তাঁর ঠাণ্ডা যুদ্ধ চলে অগস্ট মাস অবধি। শেষমেশ অবস্থার আংশিক উন্নতি হয় ঈশান বুচিবাবু টুর্নামেন্ট খেলতে রাজী হওয়ায়। প্রত্যাবর্তনের ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে শতরান করেন তিনি। এরপর ডাক আসে দলীপ ট্রফিতে। সেপ্টেম্বরের এই ঘরোয়া টুর্নামেন্ট দিয়েই বড় মঞ্চে কামব্যাক করেন ঝাড়খণ্ডের খেলোয়াড়। ভারত-সি দলের হয়ে একটি শতরান’ও করেন তিনি। এরপর ইরানী কাপ খেলেছেন অবশিষ্ট ভারতীয় দলের হয়ে। তারপর অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে ভারত-এ স্কোয়াডেও রাখা হয়েছে। ধীরে ধীরে বিসিসিআই ও ঈশানের (Ishan Kishan) সম্পর্ক যখন স্বাভাবিক হয়ে ওঠার পথে, তখনই ফের অন্ধকারে তরুণ ক্রিকেটার। এবার আন্তর্জাতিক আঙিনায় সমস্যার সম্মুখীন তিনি।
Read More: IND vs NZ 3rd Test: “কথা নয়, কাজে মন দাও…” স্পিনের গোলকধাঁধায় বন্দী শুভমান, ক্ষোভে ফেটে পড়লো নেটপাড়া !!
আম্পায়ারের সাথে তর্কে জড়ালেন ঈশান-
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। তার আগে মুখোমুখি দুই দেশের ‘এ’ স্কোয়াড। গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় হচ্ছে খেলাটি। সেখানেই বলবিকৃতির মত মারাত্মক অভিযোগ উঠলো ভারতীয়-এ স্কোয়াডের (INDIA-A) বিরুদ্ধে। সেই কারণেই আজ অর্থাৎ ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরুর আগে বল বদলে দেওয়া হয়। ঘটনার তীব্র প্রতিবাদ করে ইন্ডিয়া-এ দল। কিন্তু কোনো কথা শুনতে রাজী ছিলেন না দুই আম্পায়ার। স্টাম্প মাইকে আম্পায়ার শন ক্রেগের (Shawn Craig) সাথে ভারতীয় খেলোয়াড়দের কথোপকথনের অডিও ধরা পড়েছে। তিনি বলেন, “তোমরা বলে আঁচড় কাটলে আমরা তা বদলে দেবোই।” শত আবেদনেও সাড়া দেন নি তিনি। আইসিসি’র ‘কোড অফ কন্ডাক্ট’ অনুযায়ী বলবিকৃতি বড়সড় অপরাধ, এই ঘটনার রেশ তাই অনেকদূর যে গড়াতে পারে সে বিষয়ে নিশ্চিত সকল
আজ বলবিকৃতির বিষয়টি নিয়ে আম্পায়ারের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন উইকেটরক্ষক ঈশান কিষণ (Ishan Kishan)। স্টাম্প মাইকে ধরা পড়েছে বাদানুবাদের সেই অংশটিও। অভিযোগ’কে ‘অত্যন্ত বোকা-বোকা’ বলে অভিহিত করতে শোনা গিয়েছে ঈশান’কে। ‘স্টুপিড’-এর মত শব্দও ব্যবহার করেছিলেন তিনি। আম্পায়ার শন ক্রেগ (Shaun Craig) মোটেই ভালো ভাবে নেন নি ঈশানের আচরণ। তিনি সঙ্গে সঙ্গে ভারতীয়-এ দলের উইকেটরক্ষককে সতর্ক করে জানান, “তোমার নামে অবাধ্যতার অভিযোগ করা হবে। এটা অশালীন আচরণ। তোমাদের (দলের) কার্যকলাপের জন্যই আমরা বল বদলাতে বাধ্য হয়েছি।” আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলে ডিমেরিট পয়েন্ট পান ক্রিকেটাররা। হতে পারে নির্বাসনের শাস্তিও। ঈশানের (Ishan Kishan) ক্ষেত্রে আইসিসি কি ব্যবস্থা নেয় সেদিকে এখন তাকিয়ে ক্রিকেটদুনিয়া।