৬,৬,৬,৬,৪,৪.. মাঠে ফিরেই জ্বলে উঠলেন ঈশান কিষাণ, একটুর জন্য মিস করলেও ডবল সেঞ্চুরি !! 1

ভারতীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলির মধ্যে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2025) খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টুর্নামেন্ট থেকে অসংখ্য ক্রিকেটার জাতীয় দলে উঠে এসে নিজেদের জায়গা করে নিয়েছেন। এই বছর রঞ্জি ট্রফিতে অসংখ্য তরুণ ক্রিকেটারদের দুরন্ত লড়াই করতে দেখা যাচ্ছে। তাদের পারফর্মেন্সের ওপর জাতীয় নির্বাচকদের বিশেষ নজর রয়েছে। এর মধ্যেই ঈশান কিষাণ (Ishan Kishan) ব্যাট হাতে দুরন্ত পারফর্মেন্স করে বিশেষ নজর কাড়লেন। জাতীয় দলের নির্বাচকদের দিলেন স্পষ্ট বার্তা।

Read More: ঈশান কিষাণকে হারানো সম্মান ফিরিয়ে দিচ্ছে KKR, কোটি টাকার চুক্তিতে করছে দলে শামিল !!

ঈশান কিষাণের দুরন্ত ইনিংস-

৬,৬,৬,৬,৪,৪.. মাঠে ফিরেই জ্বলে উঠলেন ঈশান কিষাণ, একটুর জন্য মিস করলেও ডবল সেঞ্চুরি !! 2
Ishan Kishan | Images: Getty Images

এই বছর রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে নেতৃত্বের দায়িত্ব পালন করছেন ঈশান কিষাণ। তিনি যে লাল বলের ক্রিকেটেও সমান দক্ষতার সঙ্গে ব্যাটিং করতে পারেন তা প্রমাণ করতেই মাঠে নামেন তিনি। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঝাড়খণ্ড তামিলনাড়ুর বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঈশান কিষাণের দল একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়।

এইরকম সময় অধিনায়ক ৫ নম্বর স্থানে ব্যাটিং করতে নেমে দলের হয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন। ম্যাচের দ্বিতীয় দিনে ডবল সেঞ্চুরির লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন এই তারকা। একটুর জন্য মিস করেন তিনি। ২৪৭ বলে ১৭৩ রানের ইনিংস গড়েন। ঈশান কিষাণ (Ishan Kishan) হাঁকান ১৫ টি চার এবং ৬ টি ছয়। ফলে প্রথম ইনিংসে ঝাড়খণ্ড ৩৫০’এর ওপর রানে পৌঁছাতে সক্ষম হয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে তারকার এই ইনিংস বর্তমানে প্রশংসিত হচ্ছে।

জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ-

৬,৬,৬,৬,৪,৪.. মাঠে ফিরেই জ্বলে উঠলেন ঈশান কিষাণ, একটুর জন্য মিস করলেও ডবল সেঞ্চুরি !! 3
Ishan Kishan | Images: Getty Images

ঈশান কিষাণ ভারতীয় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম। জাতীয় দলের হয়েও একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজের জায়গা তৈরি করেছিলেন। তবে বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে একাধিক মতবিরোধের কারণে একসময় কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে গিয়েছিলেন। শেষবার দেশের হয়ে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ছিলেন এই তারকা।

তবে আইপিএল (IPL 2025) সহ ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম্যান্স করে সাম্প্রতিক সময় ঈশান কিষাণ আবারও জ্বলে ওঠেন। তিনি এই বছর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) হয়ে একটি বিধ্বংসী শতরান পর্যন্ত হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত এই জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব দেশের হয়ে ২৭ টি ওডিআই ম্যাচে ৯৩৩ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৩২ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৯৬ রান তুলে নিয়েছেন।

Read Also: হর্ষিত রানার বিষয়ে পাশে দাঁড়িয়ে গম্ভীরের বার্তা, উঠে এলো সরফরাজকে নিয়ে দ্বিচারিতার ছবি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *