ipl-2025-ishan-kishan-to-join-gt
Ishan Kishan | Image: Getty Images

আসন্ন আইপিএলের জন্য নতুন নিয়ম তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। নতুন নিয়ম অনুযায়ী ভারতীয় দলের পকেট ডিনামাইড ঈশান কিষানকে (Ishan Kishan) সমস্যার সম্মুখীন হতে হবে। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার চলতি বছরের মার্চ মাস থেকে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বিরত হয়েছেন। এমনকি এখনো পর্যন্ত খেলার সুযোগ পাননি তিনি। নতুন নিয়ম অনুযায়ী বার্ষিক চুক্তি থেকে বিরত থাকা সমস্ত খেলোয়াড়কে আনক্যাপড খেলোয়াড় হিসেবেই ধরা হবে। যার ফলে দর কমবে সেই খেলোয়াড়ের।

কপাল পুড়ছে ঈশান কিষানের

Ishan kishan
Ishan Kishan | Image: Getty Images

২০২২ সালের আইপিএলের মেগা নিলামে সব থেকে বেশি টাকার বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে শামিল হয়েছিলেন ঈশান কিষান (Ishan Kishan)। তবে আসন্ন আইপিএলে (IPL 2025) এই দাম একেবারে কমে আসবে। গত কয়েকটি মৌসুম ধরে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলে আসছেন ঈশান, আগামী মরশুমেও মুম্বাই দলে তার থাকার সম্ভাবনা প্রবল। ভারতীয় দলের এই তরুণ উদীয়মান ব্যাটসম্যান বিসিসিআই এর নিয়ম ভঙ্গের জন্য বার্ষিক চুক্তি থেকে বাতিল হয়েছিলেন।

Read More: মুখ পুড়লো নিউজিল্যান্ডের, শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার নজির গড়লেন উইলিয়ামসন-সাউদীরা !!

তার মাশুল গুনতে হচ্ছে তাকে সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড প্রকাশ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উইকেট রক্ষক হিসেবে সুযোগ পেলেন না ঈশান, তার বদলে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) সুযোগ পেতে দেখা যাবে। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার আগামী আইপিএলে আনক্যাপড প্লেয়ার হিসেবেই যোগদান করবেন। ভারতীয় দলে সুযোগ না পাওয়া পর্যন্ত কিংবা বার্ষিক চুক্তির অন্তর্গত হওয়া না পর্যন্ত ঈশান কিষাণ আপাতত আনক্যাপড প্লেয়ার হিসেবেই গণ্য হবেন।

আনক্যাপড প্লেয়ার হিসাবে আইপিএল খেলতে হবে ঈশানকে

Ishan Kishan
Ishan Kishan | Image: Getty Images

যার ফলে আসন্ন আইপিএলে তার মূল্য অনেকটাই কমে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্স দলের কথা বলতে গেলে, বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী এটা স্পষ্ট যে আসন্ন মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। একটি সূত্র এটাও দাবি জানিয়েছে যে আসন্ন আইপিএলের আগে রিটেনশন তালিকায় মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম নামটি রাখতে চলেছে ভারতীয় ক্রিকেটের সেরা পেসার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) নামে। পাশাপাশি মুম্বাই দলের দ্বিতীয় রিটেনশন প্লেয়ার হতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আসন্ন আইপিএলে তিনি নেতৃত্ব দেবেন মুম্বাই ইন্ডিয়ান্সকে। এই পরিস্থিতিতে প্লেয়ার হিসেবে ঈশান কিষানকে অবশ্যই রিটেন করতে চাইবে মুম্বাই ইন্ডিয়ান্স। যার ফলে তার স্বভাব সিদ্ধ মূল্য থেকে অনেক কম টাকাতেই তাকে খেলতে হবে।

আইপিএলে ঈশান কিষান ১০৫টি ম্যাচ খেলেছেন। ৯৯ ইনিংসে ব্যাটিং করে ২৮.৪৩ গড়ে এবং ১৩৫.৮৭ স্ট্রাইক রেটে ২৬৪৪ রান বানিয়েছেন এবং ১৬টি অর্ধশতরান বানিয়েছেন তিনি। ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের বিরুদ্ধে ৯৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যেটি ছিল তার সবথেকে সেরা প্রদর্শণ।

Read Also: Ishan Kishan: কেবল ঈশান কিষণ নয়, ধ্বংসের পথে শুভমান গিলেরও টি-২০ কেরিয়ার, একসাথে নিতে পারেন অবসর !!  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *