হলো না নতুন রূপকথা লেখা, হায়দ্রাবাদ শিবিরেই জন্ম নিচ্ছে নতুন 'পৃথ্বী শ্'!! 1

IPL 2025: আজ আইপিএলের ১৯তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাত টাইটান্স। দুই দল আজকের ম্যাচে জয়ের জন্য লড়াই করতে চলেছে। ইতিমধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদ চারটি ম্যাচ খেলে ফেলেছে। কেবলমাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় একেবারেই শেষের স্থানে রয়েছে সানরাইজার্স দল। ব্যাটিং ও বোলিং ব্যর্থতা দুটোই এবারের সানরাইজার্সের চরম ব্যার্থতার কারণ হয়ে উঠেছে। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম ম্যাচে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান বানিয়ে ফেলেছিল। তবে, সেই ম্যাচ ব্যাতিত বাঁকি তিন ম্যাচে বিপক্ষ দলের কাছে একতরফা ভাবে পরাজিত হয়েছে দল।

সানরাইজার্সের পৃথ্বী শ হয়ে উঠছেন এই খেলোয়াড়

Prithvi Shaw, ipl 2025
Prithvi Shaw | Image: Getty Images

তবে, সানরাইজার্সের এমন একজন খেলোয়াড় রয়েছেন যিনি এবারের আইপিএলে সম্পূর্ণ ফ্লপ হচ্ছেন। ভক্তদের ধারণা তিনি দিন দিন পৃথ্বী শ’এর মতন হয়ে যাচ্ছেন। আর হায়দ্রাবাদ দলের এই প্রতিভাবান খেলোয়াড়টি আর কেউ নন, তিনি হলেন ঈশান কিষান (Ishan Kishan)। প্রতিভাবান ক্রিকেটার ঈশান কিষান প্রথম ম্যাচে হায়দ্রাবাদের হয়ে শতরানের একটি ইনিংস খেলেছিলেন ঈশান কিষান। এই টুর্নামেন্টে আপাতত একটি শতরান দেখা গিয়েছে। রাজস্থানের বিরুদ্ধে আইপিএল ২০২৫’এর দ্বিতীয় ম্যাচেই ৪৭ বলে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন। ৪৭ বলের ইনিংসে ১১টি চার এবং ৬টি ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেন ঈশান কিষান।

Read More: IPL 2025 PBKS vs RR Match Highlights: অপরাজিত তকমা খোয়ালো পাঞ্জাব, ৫০ রানের ব্যবধানে বাজিমাত রাজস্থানের !!

ফর্ম হারিয়েছেন ঈশান কিষান

Ipl 2025
Ishan Kishan | Image: Getty Images

প্রথম ম্যাচে অসাধারণ ফর্মে থাকা ঈশান কিষান বাঁকি তিন ম্যাচে রিতিমতন ব্যার্থ হয়েছেন। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম বলেই খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন। দিল্লির বিরুদ্ধে কেবলমাত্র ৫ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়। আবার নাইট রাইডার্সের বিরুদ্ধে মৌসুমের চতুর্থ ম্যাচে আবার একবার ৫ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। আপাতত ঈশান এই মৌসুমে চার ম্যাচে ৩৬.৩৩ গড়ে এবং ১৮৫.৭৭ স্ট্রাইক রেটে ১০৮ রান বানাতেই সক্ষম হয়েছেন। প্রথম ম্যাচেই তার ব্যাটে রান দেখা গেলেও বাঁকি তিন ম্যাচে তার ব্যার্থতার পর তাকে পৃথ্বী শ’র সঙ্গে তুলনা করা হচ্ছে। আসলে, পৃথ্বী শ একসময়ে বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটার হয়ে উঠেছিলেন। তবে এবারের আইপিএলে কোনো দল পাননি পৃথ্বী। ঈশানদের পরবর্তী ম্যাচ গুজরাত টাইটান্স দলের বিপক্ষে খেলতে হবে এবং এই ম্যাচে বড় রান বানাতে চাইবেন তিনি।

Read Also: IPL 2025: হার্দিক পান্ডিয়ার কারণে মুম্বই ছাড়ছেন তিলক বর্মা, চলতি টুর্নামেন্টেই নিলেন এই সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *