২০১৬ সালে গুজরাত লায়ন্সের (GL) জার্সি গায়ে আইপিএলে (IPL) নজর কেড়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে তখন থেকেই মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) যোগ্য উত্তরসূরি আখ্যা দিয়েছিলেন অনেকে। এরপর যত সময় এগিয়েছে ততই পরিণত হয়েছেন ঈশান। ব্যাট হাতেও তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ চড়েছে উপরের দিকে। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ২০২১ সাল অপেক্ষা করতে হয় তাঁকে। ঐ বছর সাদা বলের দুই ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামেন ঈশান কিষণ (Ishan Kishan)। টেস্ট অভিষেক হয় ২০২৩-এ। স্বল্প সময়ের মধ্যে দেশের হয়েও বেশ কয়েকটি নজরকাড়া ইনিংস খেলেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে করেছেন ৮২, টি-২০ অভিষেকে করেছেন অর্ধশতক। তবে সেরা ইনিংসটি তিনি খেলেছিলেন চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN)।
Read More: IND vs ENG T20i: বাদ পড়লেন রিঙ্কু-নীতিশ, ইংল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের নয়া দল ঘোষণা BCCI-এর !!
বাংলাদেশের বিপক্ষে দ্বিশতক ঈশানের-
২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ভারতের কাছে ছিলো মর্যাদারক্ষার লড়াই (IND vs BAN)। মীরপুরে পরপর দুই ম্যাচ হেরে টাইগার্সদের বিরুদ্ধে আগেই ওডিআই সিরিজ হেরে বসেছিলো ‘মেন ইন ব্লু।’ হোয়াইটওয়াশ এড়ানোর জন্য জয় ছাড়া রাস্তা খোলা ছিলো না ভারতের সামনে। তাদের উপর চাপ বাড়িয়েছিলো অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) চোট। স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে আঘাত পান হিটম্যান। চট্টগ্রামের ম্যাচে ছিলেন না তিনি। অধিনায়ক হিসেবে তাঁর বদলে মাঠে নামেন কে এল রাহুল (KL Rahul)। আর ওপেনিং-এ রোহিতের বদলি হিসেবে তৎকালীন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড় ব্যবহার করেছিলেন ঈশান কিষণকে (Ishan Kishan)। দ্রাবিড়ের সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিলো তা ব্যাট হাতেই প্রমাণ করেন ঈশান। করেন ধুন্ধুমার দ্বিশতরান।
টসে জিতে প্রথম ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের কার্যনির্বাহী অধিনায়ক লিটন দাস (Litton Das)। পঞ্চম ওভারেই শিখর ধাওয়ান আউট হওয়ায় সমস্যায় পড়েছিলো ‘মেন ইন ব্লু।’ বিরাট কোহলিকে সাথে নিয়ে প্রত্যাঘাতের পথে হাঁটেন ঈশান কিষণ (Ishan Kishan)। তাস্কিন-মুস্তাফিজ-এবাদতদের একের পর এক ডেলিভারি তিনি আছড়ে ফেলতে থাকেন গ্যালারিতে। ৮৫ বলে সম্পূর্ণ করেন কেরিয়ারের প্রথম শতরান। এরপর গিয়ার বদলান তরুণ বাম হাতি। হয়ে ওঠেন আরও আগ্রাসী। পরবর্তী ১০০ আসে মাত্র ৪১ বলে। ১২৬ বলে দ্বিশতকের গণ্ডী পেরিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম ২০০’র নয়া রেকর্ড গড়েন ঈশান কিষণ (Ishan Kishan)। শেষমেশ ১৩১ বলে ২৪টি চার ও ১০ ছক্কা হাঁকিয়ে ২১০ করে থামেন তিনি। শতরান করেন কোহলিও। ভারতের ছুঁড়ে দেওয়া ৪১০-এর লক্ষ্য তাড়া করা সম্ভব হয় নি বাংলাদেশের পক্ষে
ভারতের দলের বাইরেই ঈশান কিষণ-
ধীরে ধীরে তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়াতে নিয়মিত হয়ে উঠছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। খেলেছিলেন এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের মত টুর্নামেন্ট। কিন্তু বিসিসিআই-এর সাথে সংঘাতে জড়িয়ে আপাতত বিশ বাঁও জলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। ২০২৩-এর ডিসেম্বরে দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে মানসিক স্বাস্থ্যের অবনতির কথা জানিয়ে দেশে ফিরে আসেন তিনি। এরপর বর্ষবরণের নানা অনুষ্ঠানে অংশ নিয়ে বোর্ডের বিরাগভাজন হন ঈশান (Ishan Kishan)। জাতীয় দলে প্রত্যাবর্তনের আগে রঞ্জি খেলতে হবে তাঁকে, নির্দেশ দেন কর্মকর্তারা। রাজী হন নি উইকেটরক্ষক-ব্যাটার। আইপিএলের প্রস্তুতি শুরু করে দেন তিনি। ঈশানের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিসিসিআই তাঁকে দল থেকে বাদ দেওয়ার পাশাপাশি ছেঁটে ফেলেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এরপর কেটে গিয়েছে এক বছর। এখনও পর্যন্ত বন্ধই রয়েছে জাতীয় দলের দরজা।