ishan-kishan-set-to-miss-t20is-vs-sa

ঈশান কিষণের (Ishan Kishan) সাথে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-এর ঠাণ্ডা যুদ্ধ চলছে গত ডিসেম্বর থেকে। দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে হঠাৎ’ই মানসিক স্বাস্থ্যের অবনতির কথা জানিয়ে সরে যেতে চান তিনি। সেই সময় অনুমতিও দিয়েছিলো বোর্ড। কিন্তু দেশে ফিরে তাঁর কার্য্যকলাপ নিয়ে ওঠে প্রশ্ন। বোর্ডের অনুমতি ছাড়াই তিনি চলে যান দুবাইতে একটি বর্ষবরণের পার্টিতে। একইসাথে এক বেসরকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এই নিয়ে চলে বিতর্ক। এরপর দলে ভারতীয় দলে ফেরার জন্য তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলেন বোর্ড কর্তারা। কিন্তু পাত্তা না দিয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ঈশান (Ishan Kishan) । অসন্তুষ্ট বিসিসিআই এর পর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয় তাঁকে। ছেঁটে ফেলা হয় দল থেকেও। শাস্তির রেশ চলছে এখনও।

Read More: “জান বাড়িতে কেউ নেই…” শিখর ধাওয়ানকে বাড়িতে ডেকে ধোকা দিলেন গার্লফ্রেন্ড, ভাইরাল হলো ভিডিও !!

ভারতীয় দল থেকে সরতে হচ্ছে ঈশানকে-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

ডিসেম্বর মাসের পর থেকেই টিম ইন্ডিয়ার দরজা বন্ধ রয়েছে ঈশান কিষণের (Ishan Kishan)  জন্য। নতুন বছরের গোড়ায় ছিলো আফগানিস্তান সিরিজ। স্কোয়াডেই ঠাঁই মেলে নি তাঁর। তখনই বোঝা গিয়েছিলো যে ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারকে এক পরিষ্কার বার্তা দিতে চাইছে বিসিসিআই। এরপর ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশে সাড়া না দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলেন তিনি নিজেই। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও বাদ দেওয়া হয় তাঁকে। বিকল্প উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিলো ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel)। ভালো পারফর্ম্যান্স করেন তিনি। এরপর আইপিএলে অংশ নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হয় নি তাঁর। বাদ পড়েছিলেন টি-২০ বিশ্বকাপের দল থেকেও।

ঈশান (Ishan Kishan)  যে নির্বাচকদের পরিকল্পনায় নেই তার প্রমাণ মিলেছে টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সফরে তাঁর না থাকা থেকেই। একঝাঁক নতুন মুখকে সুযোগ দেওয়া হলেও ব্রাত্যই থেকে যান ঝাড়খণ্ডের তরুণ। চলতি শ্রীলঙ্কা সফরে নতুন কোচ হিসেবে টিম ইন্ডিয়ায় (Team India) যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। কিন্তু কোচ বদলের পরেও ভাগ্যে কোনো রকম বদল আসে নি ঈশান কিষণের। টি-২০ ও ওডিআই দুই সিরিজেই জায়গা পান নি তিনি। এমনকি কোচ গম্ভীর (Gautam Gambhir) ও মুখ্য নির্বাচক সাংবাদিক সম্মেলনে ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মাদের নিয়ে মুখ খুললেও উচ্চারণ করেন নি ঈশান কিষণের নাম। দেওয়াললিখন হয়ত পড়তে পারছেন উইকেটরক্ষক-ব্যাটার। ২৫ বছর বয়সেই তাই বিদায় জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটকে।

খেলতে পারেন নেপালের হয়ে-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

উপমহাদেশীয় ক্রিকেটের নবতম শক্তি নেপাল। এভারেস্টের দেশ গত বছর অংশ নিয়েছে এশিয়া কাপে (Asia Cup 2023)। খেলেছিলো ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও। এই বছরও টি-২০ বিশ্বকাপ খেলেছে তারা। প্রথমবার পা রেখেছে আইসিসি আয়োজিত কোনো বড় প্রতিযোগিতায়। কুশল ভুর্তেল, রোহিত পউডেলদের পরবর্তী লক্ষ্য ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতেও কুড়ি-বিশের বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে চাইবে নেপাল। টিম ইন্ডিয়াকে বিদায় জানিয়ে তাদের হয়ে আগামী টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারেন ঈশান কিষণ (Ishan Kishan)। এর আগে ডার্ক ন্যানেস, টিম ডেভিড, রওলফ ফান দার মারওয়ে, ইওন মর্গ্যানের মত ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে দুটি দেশের প্রতিনিধিত্ব করেছেন। ঈশান যদি নেপালের হয়ে মাঠে নামেন তাহলে সেই তালিকায় নবতম সংযোজন হবেন তিনি।

Also Read: মুম্বই থেকে ছুটি হচ্ছে হার্দিকের, এই ভারতীয় ক্যাপ্টেন নিচ্ছেন আবারও দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *