IND vs BAN: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। হারতে হয়েছে ওডিআই সিরিজে। দ্বীপরাষ্ট্র থেকে ফেরার পর আপাতত এক মাসের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। তারপর মাঠে নামতে হবে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN)। প্রথমে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি শুরু হচ্ছে ২৬ তারিখ। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। টানা তৃতীয়বার ফাইনালে পা রাখার উদ্দেশ্যে মাঠে নামতে চান রোহিত শর্মা’রা। খাতায়-কলমে পিছিয়ে থাকা বাংলাদেশকেও তাই হাল্কাভাবে নিচ্ছেন না রোহিত শর্মা’রা। লক্ষ্য ২-০ জয়। সেই কথা মাথায় রেখেই শক্তিশালী দলগঠনের ভাবনা বোর্ডের। ফেরানো হতে পারে ঈশান কিষণকে।
Read More: মালকিনের সঙ্গে সম্পর্ক ভালো রেখে ক্যারিয়ার ভালো হয়েছে এই ৩ প্লেয়ারের !!
জাতীয় দলে ফিরতে পারেন ঈশান কিষণ-
গত বছরের ডিসেম্বর থেকেই বিসিসিআই-এর সাথে ঠাণ্ডা যুদ্ধ চলছে উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষণের (Ishan Kishan)। দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে আচমকাই সরে দাঁড়ান তিনি। জানা গিয়েছিলো যে মানসিক অবসাদের কথা বলে অব্যাহতি চেয়ে নিয়েছেন তিনি। ঈশানের (Ishan Kishan) আবেদন মঞ্জুরও করেছিলো বোর্ড। কিন্তু এরপর তাঁর কর্মকাণ্ড নিয়ে শুরু হয় বিতর্ক। বর্ষবরণের পার্টিতে যোগ দিতে দুবাই উড়ে যান ঝাড়খণ্ডের ক্রিকেটার। যোগ দেন একটি বেসরকারী টিভি অনুষ্ঠানেও। সমস্যা বাড়ে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশে ঈশান কর্ণপাত না করায়। টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হয়েছিলো আগেই সাথে ২০২৩-২৪ মরসুমের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার।
২০২৪ সালে আফগানিস্তান, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ফর্ম্যাটের খেলাতেই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া (Team India)। অংশ নিয়েছে টি-২০ বিশ্বকাপেও। কিন্তু মাঠে নামার কোনো সুযোগই দেওয়া হয় নি ঈশান কিষণকে (Ishan Kishan)। তাঁর অজ্ঞাতবাস অবশেষে কাটতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। সম্প্রতি বরফ গলার ইঙ্গিত মিলেছে। বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে মাঠে ফিরেছেন ঈশান। প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম্যান্সও করেছেন তিনি। প্রথম ইনিংসে করেন ১১৪ ও দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৪১। জোড়া ছক্কা মেরে দলের জয়’ও নিশ্চিত করেন তিনিই। ছন্দে থাকার পুরষ্কার পেতে পারেন ঈশান কিষণ (Ishan Kishan)। চলতি বছরে প্রথমবার তাঁর নাম থাকতে পারে ‘মেন ইন ব্লু’র স্কোয়াডে।
শামি’কে নিয়ে আশাবাদী জয় শাহ-
গত বছরের ওডিআই বিশ্বকাপে দারুণ পারফর্ম্যান্স করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার পেসার মাত্র ৭ ম্যাচে তুলে নিয়েছলেন ২৪ উইকেট। কিন্তু তারপর গোড়ালির চোট তাঁকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। অস্ত্রোপচার করিয়ে আপাতত মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি। আশা করা হচ্ছিলো যে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট সিরিজে বোলিং রান-আপে ফিরবেন শামি। শ্রীলঙ্কা সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহের দৃষ্টিভঙ্গি খানিক আলাদা। অস্ট্রেলিয়া সফরকেই পাখির চোখ করার কথা জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়াকে। বলেন, “শামি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কিনা তা ওর ফিটনেসের উপর নির্ভর করছে। এনসিএ রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”