আর মাত্র চার দিনের অপেক্ষা, শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে এবার সবথেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রেকর্ড সমান দামে লখনৌ সুপার জায়ান্টস দলে শামিল করা হয়েছিল তাকে। সদ্য ভারতীয় দল দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয় করেছে এবং দলের একজন সদস্য ছিলেন পন্থ। চ্যাম্পিয়ন্স ট্রফি সমাপ্ত হওয়ার পর পন্থ তাঁর বাড়িতে ফিরে যান এবং সেখানে তার দিদি সাক্ষী পন্থের বিয়েতে হাজির হন। মুসৌরিতে প্রচুর সেলিব্রিটিরা এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার এমএস ধোনি (MS Dhoni), গৌতম গম্ভীর (Gautam Gambhir), সুরেশ রায়না (Suresh Raina) প্রমুখরা হাজির হয়েছিলেন পন্থের দিদির বিয়ের অনুষ্ঠানে।
পন্থের দিদির বিয়েতে হাজির হলেন ঈশা নেগী

সেখানেই নিজের বান্ধবী ঈশা নেগীর (Isha Negi) সাথে সময় কাটাতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। প্রসঙ্গত, ঋষভ পন্থের সাথে দীর্ঘদিন ধরে ইশা নেগির সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সমাজ মাধ্যমে একসাথে তাদেরকে দেখতেও পাওয়া গিয়েছে বেশ কয়েকবার। এদিন পন্থ ঈশার সঙ্গে নাচের মঞ্চে মত্ত ছিলেন। দুজনের মধ্যে সুন্দর রসায়ন ভক্তদের কল্পনাকে বাস্তবে পরিণত করেছে। পাশাপশি, ২০২২ সালের ২২ ডিসেম্বরে ঋষভ পন্থের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তাকে সমর্থন করার জন্য সোশ্যাল মিডিয়ায়ও তিনি প্রশংসিত হন। ১৯৯৭ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ঈশা এবং তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন উদ্যোক্তা। তার পড়াশুনার ক্যারিয়ারের কথা বলতে গেলে, তিনি নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন এবং ইনস্টাগ্রামে তার ৬ লক্ষের কাছাকাছি অনুগামীরা রয়েছেন।
ঋষভের সঙ্গে সম্পর্কে রয়েছেন ঈশা

ঋষভ ও ঈশা দীর্ঘ দিন ধরেই সম্পর্কে রয়েছেন। সূত্রের খবর, এবারের আইপিএলের পরেই নাকি সাত পাক ঘুরতে চলেছেন দুজনে। ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান আসন্ন মৌসুমে লখনৌ সুপার জায়ান্টস দলকে নেতৃত্ব দেবেন। প্রথম বারের জন্য দিল্লি ক্যাপিটালস ব্যাতিত অন্য এক ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে পন্থকে। দ্বিতীয় দিনেই পুরানো ফ্রাঞ্চাইজির মুখোমুখি হতে হবে পন্থকে। আইপিএলের মঞ্চে পন্থ ১১১টি আইপিএল ম্যাচে ৩৫.৩১ গড়ে এবং ১৪৮.৯৪ স্ট্রাইক রেটে ৩২৮৪ রান বানিয়েছেন তিনি।