গতকাল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওভালে জয়ের জন্য মাত্র ৩৫ রান প্রয়োজন ছিলো ইংল্যান্ডকে। টিম ইন্ডিয়াকে তুলতে হত চার উইকেট। বল হাতে তফাৎ গড়ে দিলেন হায়দ্রাবাদের পেসার। শুরুতেই জেইমি স্মিথকে আউট করেন তিনি। এরপর ফেরান জেইমি ওভারটন’কে। এরপর জশ টাং-এর উইকেট তুলেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে তারপরও চাপ সামলে ইংল্যান্ডকে প্রায় বৈতরণী পার করিয়েই দিয়েছিলেন গাস অ্যাটকিনসন। সিরাজের (Mohammed Siraj) দুরন্ত ইয়র্কারে শেষমেশ পরাস্ত হতে হয় তাঁকেও। অ্যাটকিনসনের অফস্টাম্প ছিটকে যেতেই বাজিমাত ‘মেন ইন ব্লু’র। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ২-১ পিছিয়ে ছিলো ভারতীয় দল। সিরাজের স্বপ্নের স্পেলে ওভাল টেস্ট জিতে সমতা ফেরালো তারা। ১০৪ রানের বিনিময়ে ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন টিম ইন্ডিয়ার ‘মিয়াঁ ভাই।’
Read More: ”ট্রফিতে শচীনের নাম আছে বলেই..”, ইংল্যান্ড সিরিজ ড্রয়ের পেরেই গিল-সারা সম্পর্ক আবারও চর্চায় !!
বলি নায়িকার সাথে প্রেম সিরাজের ?

ওভালের সাফল্যের পর চর্চায় মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে মোট ১৮৫.৩ ওভার বোলিং করেছেন হায়দ্রাবাদী তারকা। ওয়ার্কলোড আলোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দলকে এনে দিয়েছেন সাফল্য। তাঁর ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি সমাজমাধ্যমে আলোচনা চলছে সিরাজের (Mohammed Siraj) ব্যক্তিগত জীবন নিয়েও। জোর গুঞ্জন যে বিগ বস খ্যাত অভিনেত্রী মাহিরা শর্মা’কে (Mahira Sharma) ‘ডেট’ করছেন ডান হাতি পেসার। অভিনেত্রীর একাধিক সোশ্যাল মিডিয়ায় পোস্টে সিরাজের ‘লাইক’ দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছে নেটদুনিয়া। টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর যে গত বছরের নভেম্বর থেকেই ঘনিষ্ঠতা বেড়েছে দু’জনের। তাঁরা যে মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটাচ্ছেন সেই খবরে সিলমোহর দিয়েছে ক্রিকেটার ও অভিনেত্রীর ঘনিষ্ঠমহলও।
তবে মাহিরা (Mahira Sharma) ও সিরাজের (Mohammed Siraj) প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও দু’জনের কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি। এখনও পর্যন্ত একসাথে কোথাও ফ্রেমবন্দীও হন নি তাঁরা। তবুও দমানো যাচ্ছে না নেটিজেনদের কৌতূহল। প্রসঙ্গত এর আগেও বলি দুনিয়ার সাথে সিরাজের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিলো। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhonsle) নাতনি জানাই ভোঁসলের (Zanai Bhonsle) ২৩ বছরের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটতারকা। দু’জনের রসায়ন নিয়ে চর্চা শুরু হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। সেবার অবশ্য সত্যিটা সামনে এনেছিলেন জানাই স্বয়ং। সিরাজ (Mohammed Siraj) তাঁর ‘প্রিয় দাদা,’ জানিয়েছিলেন তিনি। আশা ভোঁসলের নাতনিকে ‘বোন’ সম্বোধন করেন সিরাজও। ফলে বিষয়টি ধামাচাপা পড়ে যান সেখানেই।
আত্মবিশ্বাসেই বাজিমাত করলেন সিরাজ-

লড়াইটা সহজ ছিলো না সিরাজের (Mohammed Siraj) জন্য। গতকাল হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে যে ভুল করে বসেছিলেন তিনি, তাতে ভারত হারলে পয়লা নম্বর ‘ভিলেন’ হিসেবে উঠে আসত তাঁরই নাম। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও হাল ছাড়েন নি ডান হাতি পেসার। নিজের উপর ভরসা রেখেছেন। গতকাল খেলা শেষে ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় তিনি জানান, “আজ ঘুম থেকে ওঠার পর আমার মনে হয়েছিলো যে আমি পারব। আমি গুগ্ল থেকে একটি ছবি নিই যেখানে লেখা ছিলো ‘বিলিভ’ আর সেটাই আমার (ফোনের) ওয়ালপেপার হিসেবে লাগিয়েছিলাম।” টি-২০ বিশ্বকাপ জয়ের পর আবেগপ্রবণ সিরাজ সতীর্থ জসপ্রীত বুমরাহকে কুর্নিশ জানিয়ে বলেছিলেন, “আই অনলি বিলিভ ইন জস্সি ভাই।” ওভালে ম্যাচ জিতিয়ে তাঁকে বলতে শোনা গেলো, “আই বিলিভ ইন মাইসেলফ।”