২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর কেটে গিয়েছে ১৩ বছর। রঞ্জি ট্রফিতে দিল্লীর জার্সিতে আর দেখা যায় নি তাঁকে। গত বছর থেকেই তারকাদের ঘরোয়া ক্রিকেট খেলায় জোর দিয়েছে বিসিসিআই। শ্রেয়স আইয়ার, ঈশান কিষণদের মত ক্রিকেটার রাজ্য দলের হয়ে মাঠে নামতে না চাওয়ায় শাস্তিও পেয়েছেন। কিন্তু কোহলি (Virat Kohli), রোহিত, জসপ্রীত বুমরাহদের মত সিনিয়রদের জন্য মুঠো কিছুটা শিথিল করেছিলো বোর্ড। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সাম্প্রতিক পারফর্ম্যান্সের পর অবস্থান বদলাতে বাধ্য হয়েছে তারা। আর কোনো ছাড় দিতে রাজী নয় ক্রিকেট নিয়ামক সংস্থা। রীতিমত নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে সকলকে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। বোর্ডের এই নয়া নির্দেশিকা আসার পরেই জল্পনা শুরু হয়েছে কোহলির (Virat Kohli) রঞ্জি প্রত্যাবর্তন নিয়ে।
Read More: ভক্তদের জন্য দুঃসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চোটের কারণে ছিটকে গেলেন বিরাট কোহলি !!
সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবেন কোহলি ?
আগামী ২৩ জানুয়ারি রাজকোটের মাঠে সৌরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা দিল্লীর। এই ম্যাচের জন্য ৩৮ জনের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা আগেই করে দিয়েছিলো ডিডিসিএ। সম্প্রতি সেই তালিকায় যুক্ত করা হয় বিরাট কোহলি (Virat Kohli), হর্ষিত রাণা ও ঋষভ পন্থের (Rishabh Pant) নাম। এঁদের মধ্যে থেকেই আজ চূড়ান্ত স্কোয়াড বেছে নেবে গুরশরং সিং-এর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াডে রয়েছেন হর্ষিত। তাঁর পক্ষে রঞ্জি খেলা সম্ভব নয়। ঋষভ জানিয়েছেন যে তিনি মাঠে নামতে প্রস্তুত। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর বৃন্দাবনে প্রেমানন্দ বাবার আশ্রমে গিয়েছিলেন কোহলি (Virat Kohli)। মুম্বইয়ের রাস্তাতেও ফ্রেমবন্দী হয়েছেন তিনি। কিন্তু দিল্লীর অনুশীলন শিবিরে এখনও দেখা যায় নি তাঁকে। দেশের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে তিনি নামেন কিনা সেদিকেই এখন নজর সকলের।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে ঘাড়ে নাকি টান ধরেছে বিরাট কোহলির (Virat Kohli)। ব্যথা কমাতে ইঞ্জেকশন অবধি নিয়েছেন তিনি। দল ঘোষণার দিন তাঁর চোটের খবর সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রিকেটজনতার মধ্যে। কেউ কেউ মনে করছেন যে রঞ্জি খেলা এড়ানোর জন্যই সুকৌশলে চোটের খবর ছাড়ানো হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে চ্যাম্পয়ন্স ট্রফির আগে ঝুঁকি না নেওয়াই সঠিক সিদ্ধান্ত। তবে টাইমস অফ ইন্ডিয়া (TOI) জানাচ্ছে যে তাঁকে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA)। আগামী ২১ ও ২২ জানুয়ারি দিল্লী রঞ্জি দলের সাথে অনুশীলন সারবেন মহাতারকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই প্র্যাক্টিস সেশন কার্যকরী হতে পারে। তিনি যাবেন রাজকোট’ও। তবে ব্যাট হাতে নামবেন কিনা সে সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য আসে নি সামনে।
অধিনায়কত্ব চান না ঋষভ পন্থ-
সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লীর জার্সি গায়ে চাপাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গতকাল দিল্লী ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তারকা উইকেটরক্ষক-ব্যাটারকেই অধিনায়কত্ব দেওয়া হবে। কিন্তু আজ খবর মিলেছে যে নেতৃত্ব প্রত্যাখ্যান করেছেন তিনি। আয়ুষ বাদোনিকে (Ayush Badoni) রাজকোটের মাঠে দল সামলাতে দেখা যাবে। প্রসঙ্গত, কেবল দিল্লী বনাম সৌরাষ্ট্র নয়, ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা অন্যান্য রঞ্জি ম্যাচগুলির দিকেও নজর থাকবে ক্রিকেটজনতার। পুনের মাঠে মুম্বই মুখোমুখি হচ্ছে জম্মু ও কাশ্মীরের। সেই ম্যাচে খেলতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল। সম্প্রতি মুম্বই রঞ্জি দলের সাথে অনুশীলন করেছেন দুজনেই। রোহিত অংশ নিয়েছিলেন একটি ম্যাচ সিমুলেশনেও। এছাড়া শুভমান গিল, কে এল রাহুলদেরও দেখা যেতে পারে রঞ্জি ট্রফির মঞ্চে।