"একসাথে হুঁকো টানতে..." MS ধোনিকে নিয়ে বলা বয়ানে অনড় ইরফান পাঠান, করলেন এই মন্তব্য !! 1

এমএস ধোনিকে উদ্দেশ্য করে ইরফান পাঠানের (Irfan Pathan) ‘হুঁকো সেজে দেওয়া’ মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরে ক্রিকেটমহলে চলছে তুমুল বিতর্ক। ইরফানের দেওয়া একটি সাক্ষাৎকারে বিগত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ইরফান ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে দল থেকে বাদ পড়েছিলেন। কারণ হিসাবে এমএস ধোনিকে দোষারোপ করেছেন ইরফান। ইরফান সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ২০০৮ সালে দল থেকে বাদ পড়েছিলেন কারণ তিনি তৎকালীন এমএস ধোনির জন্য ‘হুঁকো সেজে দিতে’ পারেননি বলে। এবার ভাইরাল হওয়া ভিডিওটা নিয়ে মুখ খুললেন ইরফান নিজেই।

ধোনিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন ইরফান পাঠান

Irfan pathan, ইরফান পাঠান
Irfan Pathan | Image: Getty Images

এবিষয়ে মুখ খুলে ইরফান পাঠান বলেছেন তাঁর দেওয়া এই সাক্ষাৎকারটি পাঁচ বছর আগের। তিনি এটাও বলছেন যে তাঁর এই সাক্ষাৎকারের ভিডিওকে বিকৃত করে নতুন করে বিতর্ক তৈরি করা হচ্ছে। ইরফানের কথায়, “একটা মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, আর নেটিজেনরা ইচ্ছাকৃতভাবেই বিষয়টিকে বড় করে তুলছেন।” ঘটনার সূত্রপাত পুরনো এক সাক্ষাৎকারকে ঘিরে। বিক্রান্ত গুপ্তার সাথে সাক্ষাৎকারে ইরফান বলেন, “কারও ঘরে গিয়ে হুঁকো সেজে দিয়ে আসার অভ্যাস আমার নেই। একজন ক্রিকেটারের আসল কাজ মাঠে প্রদর্শন দেখানোর। তাই আমি সবসময় সেদিকেই মন দিতাম।

Read More: নেই জসপ্রীত বুমরাহ‌ ফিরছেন সরফরাজ খান, প্রকাশ্যে WI’এর বিপক্ষে ভারতীয় টেস্ট দল !!

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অনেকেই ধরে নেন যে, এটি নাকি মহেন্দ্র সিং ধোনিকে উদ্দেশ্য করেই বলেছেন। কারণ ভারতীয় দলে এমএস ধোনির হুঁকো প্রেম রয়েছে বলে জানা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে ইরফানকে ঘিরে। ইরফান এখন সমাজ মাধ্যমে কোনো ধরনের পোস্ট করলেই সেখানে হুঁকোর প্রসঙ্গ চলে আসছে। ফলে বাধ্য হয়েই এবার প্রতিক্রিয়া দিলেন ইরফান। ইরফান লিখেছেন, “অর্ধেক দশক আগের একটা ভিডিও এখন হঠাৎ সামনে আনা হচ্ছে, তাও সেটাকে বিকৃত করা হচ্ছে। এটা কি ভক্তদের মধ্যে ইচ্ছাকৃত ভাবে ভক্তদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা ?

ভক্তদের উপর ক্ষুব্ধ ইরফান

Kkr, শ্রেয়স আইয়ার
Irfan Pathan | Image: Getty Images

এমনকি এক জন নেটিজেনের ‘হুঁকো সংক্রান্ত’ কটাক্ষের জবাবে ইরফান যোগ্য জবাব দিয়েছেন। বৃহস্পতিবার, মোহাম্মদ শামির সাথে পাঠানের একটি ছবির নিচে, একজন ভক্ত X-তে জিজ্ঞাসা করেছিলেন: “পাঠান ভাই, ওহ হুক্কা কা কেয়া হুয়া? (পাঠান ভাই, হুক্কার কী খবর)?” জবাবে ইরফান লেখেন, “আমি আর এমএস ধোনি একসঙ্গে বসে হুঁকো টানব।” স্পষ্ট বার্তা দিয়ে তিনি এটা বোঝাতে চাইলেন যে, প্রাক্তন অধিনায়কের সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত সমস্যা নেই।

Read Also: অবসর ভাঙলেন কিংবদন্তি তারকা, বিশ্বকাপ দলে নেবেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *