irfan-backs-shubman-as-vice-captain

“ধারাবাহিকতা থাকা…” সহ-অধিনায়ক শুভমানে সায় ইরফান পাঠানের, বোর্ডের সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন প্রাক্তন গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০ সিরিজে সহ-অধিনায়কত্ব করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। তারপর টেস্ট সিরিজ ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজ খেলেন নি তিনি। ২০২৫-এর জানুয়ারিতে যখন অক্ষর প্যাটেলকে অধিনায়ক সূর্যের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়, তখন অনেকেই ভেবেছিলেন যে শুভমানে মোহভঙ্গ হয়েছে বোর্ডের। কিন্তু বাস্তব চিত্রটা যে অনেকখানি আলাদা তার প্রমাণ মিলেছে এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াড ঘোষণার দিনই। ১৩ মাস পর টি-২০ প্রত্যাবর্তনের সাথে সাথেই সহ-অধিনায়কত্ব’ও ফিরে পেয়েছেন পাঞ্জাবের তরুণ। ইতিমধ্যেই টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। ওয়ান ডে’তেও আগেই পেয়েছেন সহ-অধিনায়কত্ব। তাঁকে কেন্দ্রে রেখেই যে ভবিষ্যত পরিকল্পনা করছে বিসিসিআই, তা স্পষ্ট তাদের সাম্প্রতিক সিদ্ধান্তে।

Read More: ভারতীয় ক্রিকেটে বড় ধাক্কা, বিশ্বকাপের আগেই অবসরের ঘোষণা রোহিত শর্মার !!

নির্বাচকদের সাথে সহমত ইরফান-

Shubman Gill and Gautam Gambhir | Image: Getty Images
Shubman Gill and Gautam Gambhir | Image: Getty Images

এশিয়া কাপে শুভমান গিলের (Shubman Gill) নাম সহ-অধিনায়ক হিসেবে ঘোষিত হওয়ায় পরেই শোরগোল ক্রিকেটদুনিয়ায়। ভালো পারফর্ম্যান্স করা সত্ত্বেও কেন সরানো হলো অক্ষর’কে (Axar Patel)? প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান অবশ্য বিসিসিআই-এর সিদ্ধান্তে বিতর্কের অবকাশ রয়েছে বলে মনে করেন না। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমান (Shubman Gill), ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আর টি-২০তে নেতৃত্ব ভার সামলান সূর্যকুমার যাদব। ড্রেসিংরুমের অন্দরে স্থায়িত্ব নিয়ে আসার জন্যই শুভমানকে (Shubman Gill) পরবর্তী নেতা হিসেবে মেজেঘষে তৈরি করে নেওয়া অত্যন্ত জরুরী বলে মনে করছেন তিনি। সম্প্রতি সংবাদসংস্থা রেভজস্পোর্টসকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন ইরফান। দেশজোড়া বিতর্কের মধ্যেও নির্বাচকদের সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন বরোদার প্রাক্তনী।

শুভমানে প্রসঙ্গে ইরফান (Irfan Pathan) বলেছেন, “নেতৃত্বের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা প্রয়োজন। আপনি কোথাও তিনটি আলাদা ফর্ম্যাটে তিনজন আলাদা অধিনায়ক দেখবেন না। উদাহরণস্বরূপ ধরুণ আপনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফর্ম্যাটেই খেলছেন। যাঁরা নেপথ্যে থাকেন সেই রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী বা এখন গৌতম গম্ভীরের জন্য তিনজন আলাদা অধিনায়কের সাথে কাজ করা কতটা সহজ বা কঠিন হবে? তাই ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে কি করতে চাইছে তা আমি বুঝতে পারছি। ভারতীয় দল এখন একটা রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। নেতৃত্বে একটা স্থায়িত্ব চায় ওরা। পাশাপাশি ব্যাটিং বিভাগেও একটা স্থায়িত্বের খোঁজে রয়েছে দল। তাই আমার মতে শুভমানের নেতৃত্বস্থানীয় ভূমিকায় থাকা অত্যন্ত জরুরী। আমি সম্পূর্ণ সহমত পোষণ করি তার (সহ-অধিনায়কত্ব লাভ) সাথে।”

বোর্ডকে সতর্কও করেছেন ইরফান পাঠান-

Irfan Pathan | Image: Getty Images
Irfan Pathan | Image: Getty Images

শুভমানকেই (Shubman Gill) যে টিম ইন্ডিয়ার পরবর্তী ‘নিউক্লিয়াস’ হিসেবে বেছে নিয়েছে বোর্ড, সেই তথ্য প্রত্যেক খেলোয়াড়কে স্পষ্ট ভাবে জানানো উচিৎ, মনে করেন ইরফান পাঠান (Irfan Pathan)। ভবিষ্যতে অধিনায়কত্ব নিয়ে দড়ি-টানাটানি ফাটল তৈরি করতে পারে সাজঘরের অন্দরে, আশঙ্কা করছেন তিনি। বিসিসিআই-এর জন্য তাঁর পরামর্শ, “আমার মনে হয় একটা স্পষ্ট বার্তা দেওয়া উচিৎ প্রত্যেক খেলোয়াড়কে-সংবাদমাধ্যম বা সমর্থকদের চেয়েও এটা খেলোয়াড়দের জন্যই বেশী জরুরী-ওদের বোঝানো উচিৎ যে এই ট্রেনের ইঞ্জিন কে, যাতে ট্রেনটা একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। তার গতি যাই হোক না কেন। অধিনায়ক হিসেবে শুভমান গিল সময়ের সাথে সাথে নিশ্চয়ই উন্নতি করবে। নেতৃত্বের শৈলী শিখে যাবে। কিন্তু এখনও অবধি ও যা করেছে তাও বেশ ভালোই। পাশাপাশি ওর ব্যাটিং দক্ষতাও দুর্দান্ত।”

Also Read: বড় সিদ্ধান্ত বিসিসিআই-এর, এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেন 5 ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *