IRE vs IND: “আগামীর MS ধোনি…” নেটজনতার মন মাতালো রিঙ্কু সিং-এর ব্যাটিং !! 1

IRE vs IND: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিলো ভারত। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে শেষ করা যায় নি। ডাকওয়ার্থ ল্যুইস নিয়ম সহায় হয়েছিলো জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) দলের। ২ রানের ব্যবধানে জিতে ১-০ এগিয়ে গিয়েছিলো টিম ইন্ডিয়া। গতকাল ডাবলিনের মাঠে রোদ্রজ্জ্বল আবহাওয়ায় ঝলমলে লাগলো ভারতের তরুণ ব্রিগেডকেও। কুড়ি-বিশের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টানা ষষ্ঠ জয় ছিনিয়ে নিলো ভারত। চলতি সিরিজে দ্বিতীয় জয়ের সাথে সাথে নিজেদের ঝুলিতে পুরে নিলো সিরিজ’ও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপ্রত্যাশিত ধাক্কার পর আয়ারল্যান্ডে সিরিজ জয় আত্মবিশ্বাস যোগাবে ‘মেন ইন ব্লু’কে।

সামনে এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে এক ঝাঁক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। আয়ারল্যান্ড সিরিজকে জসপ্রীত বুমরাহ’র মাঠে ফেরার মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি জায়গা দেওয়া হয়েছে বেশ কয়েকজন নতুন মুখকে। তাঁদেরই একজন রিঙ্কু সিং (Rinku Singh)। ২০২৩ সালের আইপিএলে রিঙ্কুর অবিশ্বাস্য পারফর্ম্যান্স ভোলেন নি কেউই। শেষ ওভারে যশ দয়ালকে টানা পাঁচটি ছক্কা মেরে নাইট রাইডার্সকে (KKR) জয় এনে দিয়েছিলেন তিনি। ১৪ ম্যাচে প্রায় ৬০ ব্যাটিং গড়ে করেছিলেন ৪৭৪ রান। এরপর থেকেই জাতীয় দলে রিঙ্কুকে খেলানোর দাবী উঠছিলো। আয়ারল্যান্ড বনাম ভারত (IRE vs IND) ম্যাচে প্রথম সুযোগ পেয়েই জ্বলে উঠলেন বছর পঁচিশের বাঁ-হাতি। ঝোড়ো ক্যামিও খেলে জিতে নিলেন ম্যাচের সেরার পুরষ্কার। জিতে নিলেন সমর্থকদের হৃদয়’ও।

Read More: Team India: জায়গা হারাচ্ছেন রোহিত-কোহলি, মিডল অর্ডারের সমস্যা মেটাতে নতুন স্ট্র্যাটেজি টিম ইন্ডিয়ার !!

রিঙ্কু’র মধ্যে আগামীর তারকা দেখছেন সমর্থকেরা-

Rinku Singh | IRE vs IND | Image: Getty Images
Rinku Singh | IRE vs IND | Image: Getty Images

রিঙ্কু সিং-এর (Rinku Singh) উত্থানের গল্প হার মানাবে বলিউড সিনেমার স্ক্রিপ্টকেও। চরম দারিদ্রের সম্মুখীন হয়েছেন বেড়ে ওঠার সময়। বাবা বাড়ি-বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেন। অর্থের জন্য একটা সময় ঝাড়ুদারের কাজও করতে হয়েছে রিঙ্কুকে (Rinku Singh)। কিন্তু কোনো অবস্থাতেই ক্রিকেটকে ভোলেন নি তিনি। আস্থা রেখেছিলেন নিজের ক্রিকেটীয় দক্ষতার উপর। সেই আস্থাই আজ সাফল্য এনে দিচ্ছে রিঙ্কুকে। আয়ারল্যান্ড বনাম ভারত (IRE vs IND) সিরিজের প্রথম ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিলো তাঁর। কিন্তু বৃষ্টিতে ম্যাচ মাঝপথে বন্ধ হওয়ায় ব্যাটিং-এর সুযোগ আসে নি। তা এলো গতকাল। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে রিঙ্কুকে (Rinku Singh) ব্যবহার করলো ভারতীয় দল। আর আন্তর্জাতিক ক্রিকেটে রিঙ্কু নিজের আবির্ভাবেই বোঝালেন লম্বা রেসের ঘোড়া হতে প্রস্তুত তিনি।

শুরুতে খানিক সাবধানী ছিলেন তিনি। শর্ট রানের উপর জোড় দিচ্ছিলেন। কিন্তু ইনিংস যত এগোলো, চেনা ছন্দে দেখা গেলো রিঙ্কুকে (Rinku Singh)। আইপিএলে ‘ডেথ ওভারে’ প্রায় ১৮৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। ডাবলিনেও দেখা গেলো তার প্রতিফলন। একের পর এক বড় শটে আইরিশ বোলারদের গ্যালারিতে আছড়ে ফেললেন। শেষ ওভারে যখন আউট হন তখন ২১ বলে তাঁর নামের পাশে ৩৮ রান। ৩টি ছক্কা ও ২টি চারের মাধ্যমে ইনিংস সাজিয়েছেন রিঙ্কু। তাঁর ব্যাটিং তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন নেটজনতা। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবসরের পর ভারতীয় দলে একজন আদর্শ ‘ফিনিশার’-এর অভাব বারবার চোখে পড়ে। ‘রিঙ্কু পরবর্তী ধোনি হতে পারে’ লিখেছেন এক উৎসাহী অনুরাগী। ‘গলি থেকে যেভাবে ও রাজপথে জায়গা করে নিয়েছে তা চমকপ্রদ’ উক্তি আরেক ক্রিকেটভক্তের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: “ধোনি মাঝে না আসলে ওদিন…” ইশান্ত শর্মার সাথে কথাকাটাকাটি নিয়ে মুখ খুললেন কামরান আকমল, করলেন এক বেফাঁস মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *