ips-jailed-after-petition-by-ms-dhoni

গড়াপেটার অভিযোগে একটা সময় কেঁপে উঠেছিলো আইপিএলের (IPL) আসর। দুই বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিলো চেন্নাই ও রাজস্থানকে। চেন্নাই দলের অধিনায়ক হিসেবে নাম জড়িয়ে গিয়েছিলো মহেন্দ্র সিং ধোনি’র। ক্রিকেটদুনিয়ার অন্যতম নামী মুখ ধোনির (MS Dhoni) সাথে গড়াপেটা চক্রের কোনো যোগ অবশ্য প্রমাণিত হয় নি। তা সত্ত্বেও বিভিন্ন সময় তারকা ক্রিকেটারের উদ্দেশ্যে অবমাননাকর নানান মন্তব্য ভেসে আসতে থাকে সংবাদমাধ্যমের একটা অংশের তরফ থেকে। বাধ্য হয়েই ধোনি (MS Dhoni) জি মিডিয়া, আইপিএস অফিসার সম্পথ কুমার (Sampath Kumar) ও আরও কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। এই মামলায় ধোনির (MS Dhoni তরফে ২০১৩ সালে গড়াপেটার সাথে তাঁর যোগ নিয়ে যে ভিত্তিহীন তথ্য বিভিন্ন মাধ্যম থেকে ছড়ানো হয়েছিলো, তা সম্পূর্ণ খণ্ডন করা হয়।

Read More: SA vs IND: রোহিত-কোহলি দক্ষিণ আফ্রিকা পৌঁছাতেই মিললো দুঃসংবাদ, ছিটকে গেলেন ৪৪৮ উইকেটের মালিক এই বোলার !!

প্রাক্তন ভারত অধিনায়ক চেয়েছিলেন আইপিএস অফিসার সম্পথ কুমার (Sampath Kumar), যিনি এই গড়াপেটা কেলেঙ্কারির তদন্ত করেছিলেন একসময়, জি মিডিয়ার উপর এইসব তথ্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হোক। মাদ্রাজ হাইকোর্ট একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলো এই নিয়ে। পরে জি মিডিয়া ও অন্যান্য পক্ষের পর থেকে লিখিত কৈফিয়তনামা জমা পড়ার পর ফের মামলা দায়ের করেন ধোনি। এই নতুন মামলায় ভারতীয় ক্রিকেট তারকা দাবী করেন যে স্থগিতাদেশ দেওয়ার পরেও সম্পথ কুমার তাঁর নামে মিথ্যে তথ্য ছড়িয়ে চলেছেন লাগাতার। আদালত অবমাননার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। ধোনির (MS Dhoni) হয়ে এই মামলা লড়েন অ্যাডভোকেট পি আর রমন। আজ মাদ্রাজ হাইকোর্ট থেকে জয় আদায় করে আনলেন তিনি।

ধোনির (MS Dhoni) আনা আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সম্পথ কুমার। তাঁকে ১৫ দিনের জেল হেফাজতের সাজা দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি এস এস সুন্দর ও সুন্দর মোহনের বেঞ্চে অবশ্য এই রায় ঘোষণার পর জানান যে এই রায় এক্ষুনি কার্যকর হচ্ছে না। আত্মপক্ষ সমর্থনের জন্য সম্পথ কুমারকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। দিনকয়েকের জন্য সম্পথ জেল এড়াতে পারলেও এই মামলার রায়ে সুবিধা হয়েছে মহেন্দ্র সিং ধোনিরই (MS Dhoni)। আইপিএল বেটিং কেলেঙ্কারির সাথে তাঁর যোগসাজশ না থাকার বিষয়টি ফের একবার প্রমাণিত হয়ে গিয়েছে আদালতের অন্দরে।

Also Read: কোথায় চাকরি করেন সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা? কি তাঁর শিক্ষাগত যোগ্যতা? জেনে নিন যাবতীয় তথ্য !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *