IPL 2024: ম্যাচ জিতেও ঘোর সঙ্কটে নাইট রাইডার্স শিবির, হলো না ঘরে ফেরা !! 1

IPL 2024: গত দুই মরসুমে আশানুরূপ পারফর্ম করতে পারে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুইবারই শেষ করতে হয়েছিলো লীগ টেবিলের সপ্তম স্থানে। সেই ব্যর্থতাকে পিছনে ফেলে এবার ঘুরে দাঁড়িয়েছে তারা। মরসুম শুরুর আগেই শাহরুখ খানের (Shah Rukh Khan) দলের ডাগ-আউটে মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রাক্তন অধিনায়কের মেন্টর হিসেবে প্রত্যাবর্তনই বদলে দিয়েছে দলকে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে তাঁর জুটি সুপারহিট এই মরসুমে। সুনীল নারাইনকে (Sunil Narine) দিয়ে ওপেন করানো বা বৈভব আরোরা-হর্ষিত রানার মত তরুণদের উপর আস্থা রাখা-কাজে এসেছে যাবতীয় স্ট্র্যাটেজি। কলকাতার নাইটরা হয়ে উঠেছে ট্রফি জয়ের অন্যতম দাবীদার।

গত রবিবার চলতি মরসুমের ১১তম ম্যাচ ছিলো নাইট রাইডার্সের। লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে দাপট দেখিয়ে জয় তুলে নিলো বেগুনি-সোনালী শিবির। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো লক্ষ্ণৌ (LSG)। সুনীল নারাইন, ফিল সল্টদের (Phil Salt) দাপটে ২৩৫ রান স্কোরবোর্ডে তুলে দেয় কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে সঙ্কটের সম্মুখীন হয় লক্ষ্ণৌ। হর্ষিত রাণা, মিচেল স্টার্করা শুরুতেই ধাক্কা দেন। জ্বলে ওঠেন আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীরাও। ১৩৭ রানে গুটিয়ে যায় লক্ষ্ণৌ। ৯৮ রানের বিশাল জয় পায় কলকাতা। দুই পয়েন্ট ঝুলিতে নিয়ে লীগ টেবিলের শীর্ষে যতটা মসৃণ ভাবে পৌঁছেছিলো নাইটরা (KKR), তাদের ঘরে ফেরা অবশ্য তত মসৃণ হলো না। কে এল রাহুলরা না পারলেও প্রকৃতি বেশ বেগ দিলো তাদের।

Read More: IPL 2024: দল জিতলেও মন খারাপ রোহিত শর্মা’র, সাজঘরে চোখে জল মুম্বই অধিনায়কের !!

প্রাকৃতিক দুর্যোগে হয়রানি নাইটদের-

LSG vs KKR | IPL 2024 | Image: Getty Images
LSG vs KKR | IPL 2024 | Image: Getty Images

নাইট রাইডার্সের (KKR) পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ১১ তারিখ ইডেন গার্ডেন্সে। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মুখোমুখি হবে তারা। গত ৫ তারিখের ম্যাচের পর সেইদিন রাতটা লক্ষ্ণৌ শহরে কাটিয়ে পরদিন বিকালে কলকাতায় ফেরার ফ্লাইট ছিলো ক্রিকেটারদের। সেইমত কলকাতা নাইট রাইডার্স মিডিয়া টিমের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানোও হয় যে বিকেল ৫টা ৪৫ মিনিটে লক্ষ্ণৌ ছেড়েছে দল। ঠিক ছিলো সন্ধ্যে ৭টা ৪৫ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), রিঙ্কু সিং-রা। কিন্তু গতকাল সন্ধ্যেয় কলকাতা সহ দেশের পূর্ব অংশে যে ব্যাপক ঝড়বৃষ্টি হয় তার কারণেই সমস্যায় পড়তে হয় নাইটদের। প্রাকৃতিক দুর্যোগের জন্য কলকাতায় বিমান অবতরণ করানোই সম্ভব হয় নি।

সন্ধ্যে ৮টা ৪৬ মিনিট নাগাদ কলকাতা নাইট রাইডার্স  (KKR) দলের পক্ষে জানানো হয়, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেকেআর দলের চার্টার্ড ফ্লাইট’টি গুয়াহাটির অভিমুখে ঘোরানো হয়েছিলো। আমরা এই মাত্র অবতরণ করেছি।” তখনও থামে নি নাটক। রাত্রি ৯টা ৪৩ নাগাদ জানানো হয় যে, “আমরা কলকাতার অভিমুখে যাত্রা করার ছাড়পত্র পেয়েছি। ১১টার সময় পৌঁছাবে দল।” বিমানবিভ্রাট কাণ্ডে নয়া অধ্যায় যুক্ত হয় রাত ১টা ১৫’র সময়। নাইট রাইডার্সের তরফে জানানো হয়, “গুয়াহাটি থেকে বিমান কলকাতা অভিমুখে রওনা হয়েছিলো ঠিকই, ১১টায় অবতরণ করারও কথা ছিলো। কিন্তু খারাপ আবহাওয়ার অবতরণ করা সম্ভব হয় নি। তাকে মাঝ-আকাশেই দিক পরিবর্তন করে উড়ে যেতে হয় বারাণসী। এইমাত্র আমরা বারাণসীতে নেমেছি।”

কাশী বিশ্বনাথ মন্দির দর্শন ক্রিকেটারদের-

KKR Players and Staff Exploring Varanasi | IPL 2024 | Image: Twitter
KKR Players and Staff Exploring Varanasi | Image: Twitter

গতকাল ভোররাত্রে কলকাতার বদলে বারাণসী অবতরণ করার পর সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলো নাইট রাইডার্স (KKR) শিবির। তাদের তরফে সংবাদমাধ্যমকে বার্তা দেওয়া হয় যে, “দল বারাণসীর হোটেলে চেক-ইন করবে রাত্রিযাপনের উদ্দেশ্যে। ৭ মে দুপুরবেলা কলকাতা ফেরার বিমান রয়েছে।” সেইমত ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সোজা চলে যান তাজ গ্যাঞ্জেস হোটেলে। সেখানেই রাতে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা (Andre Russell)। আজ সকালে তাঁদের মধ্যে অনেকেই চলে যান বারাণসীর বিখ্যাত বিশ্বনাথ মন্দির দর্শন করতে। কলকাতা দলের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) সোশ্যাল মিডিয়ায় মন্দিরের ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রতিটি দিনের মর্ম উপলব্ধি কর। কারণ এটা একটা আশীর্বাদ। ম্যাজিক হবে।”

বৈভব আরোরা, রায়ান টেন দুশখাতের (Ryan Ten Doeschate) মত নাইট শিবিরের অনেকেই গঙ্গাবক্ষে নৌবিহারও করেন এই সুযোগে। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাইট অনুরাগীদের অনেকেরই দাবী ঈশ্বর স্বয়ং আশীর্বাদ করেছেন দলকে। সেই কারণেই এই ঝটিকা সফর। যাবতীয় বাধা বিপত্তি কাটিয়ে আজ দুপুরে কলকাতা নাইট রাইডার্স শিবিরের নিজেদের শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সোশ্যাল মিডিয়ায় দলের পক্ষ থেকে জানানো হয় যে, “লক্ষ্ণৌ, গুয়াহাটি ও বারাণসীর পর অবশেষে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম।” পরে আরও একটি ট্যুইটে জানানো হয়, “শেষমেশ কলকাতা পৌঁছে ক্রিকেটাররা টিম হোটেলে চেক-ইন করেছেন।”

দেখে নিন সেই ট্যুইটবার্তা-

Also Read: IPL 2024: “বিরাট এখনও প্রচণ্ড চাপে…” ভারতীয় সুপারস্টারের পাশে দাঁড়ালেন পাক প্রাক্তনী ওয়াসিম আক্রম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *