আবার একবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) খবর শিরোনামে উঠে এসেছে। ২০২২ বর্ষের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স দল নাকি বিক্রি হতে চলেছে ! সূত্রের খবর অনুযায়ী, আইপিএল-এর দল গুজরাট টাইটান্স নিজেদের অংশীদারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন দলের মালিক গোষ্ঠী সিভিসি ক্যাপিটালস। জানা গিয়েছে গুজরাটের এই দল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন আদানি গোষ্ঠী এবং টোরেন্ট গোষ্ঠী। ২০২২ বর্ষে ৮ দলের বদলে ১০ দল নিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। গুজরাত লায়ন্স দলের পর শহর গত এই ফ্র্যাঞ্চাইজির নতুন নাম গুজরাত টাইটান্স হয়।
বিক্রি হতে চলেছে গুজরাত দল
২০২২ সালে প্রথম প্রচেষ্টায় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অধিনায়কত্বে প্রথম ট্রফি জয়লাভ করে গুজরাত। এরপর ২০২৩ মরশুমে আবার ফাইনালে পৌঁছে যায় গুজরাত, তবে চেন্নাইয়ের কাছে বশ্যতা শিকার করতে হয় গুজরাতকে। ২০২৪ মরশুমে অধিনায়কত্ব ছেড়ে দেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং অধিনায়ক করা হয়েছিল শুভমান গিলকে (Shubman Gill)। জানা গিয়েছে চলতি বছরে প্রচুর লসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ফ্রাঞ্চাইজি। যে কারণে বড় সিদ্ধান্ত নিলো দল। আপাতত বিসিসিআই-এর লক-ইন পিরিয়ড চলছে। ২০২৫’ এর ফেব্রুয়ারি পর্যন্ত এই একই অবস্থা বজায় থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো ফ্র্যাঞ্চাইজি দলের শেয়ার বিক্রি করতে পারবে না।
২০২১ সালে ৫,৬২৫ কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিল সিভিসি ক্যাপিটাল। আজকের বাজারে দলের মূল্য দাঁড়িয়েছে ১৩৫ কোটি টাকার। ২০২১ সালেই আইপিএল-এর গুজরাত ফ্র্যাঞ্চাইজিটি কিনতে চেয়েছিলেন আদানি গোষ্ঠী এবং টরেন্ট গোষ্ঠী। আবার তারা দলের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আইপিএলরের প্রসার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যে কারণে দিনের পর দিন ফ্র্যাঞ্চাইজিগুলি কেনার জন্য ব্যাপক আগ্রহ দেখিয়েছে বিনিয়োগকারীরা। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গৌতম আদানি এই প্রথম দল কেনার আগ্রহ দেখাচ্ছেন না, এর আগে মহিলা প্রিমিয়ার লিগে ১,২৮৯ কোটি টাকা দিয়ে কিনেছিলেন ডব্লুপিএল-এর আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। যার নাম হলো গুজরাত জায়ান্টস।