IPL 2024: আইপিএলের (IPL) সপ্তদশতম মরসুমের প্লে-অফ পর্ব শুরু হয়েছে আজ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি লীগ তালিকায় প্রথম স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স (KKR) ও দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ যে পক্ষ জয় পাবে তারা সরাসরি জায়গা করে নেবে আগামী রবিবারের ফাইনালে। চিপকের পথ মসৃণ করতে আজ সাফল্যের সন্ধানে মরিয়া দুই পক্ষই। লীগ পর্বে যখন সম্মুখসমরে নেমেছিলো দুই দল, কলকাতার ইডেন গার্ডেন্স তখন সাক্ষী থেকেছিলো এক দুর্দান্ত যুদ্ধের। আজও তেমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেটজনতা। টুর্নামেন্টের দুই সেরা দলের লড়াই ঘিরে চড়েছে উত্তেজনার পারদ।
Read More: বিশ্বকাপ দলে হঠাৎ সুযোগ পেলেন দিল্লির এই ব্যাটসম্যান, কাঁপাতে চলেছেন বিশ্ব ক্রিকেটের মঞ্চ !!
টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। এই আহমেদাবাদেই অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনালে টস জিতেছিলেন তিনি। আজও ম্যাচ শুরুর আগেই তাঁকে অ্যাডভান্টেজ উপহার দিলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গোটা আইপিএল (IPL) জুড়ে সানরাইজার্সের ওপেনিং জুটি রীতিমত ত্রাসের সঞ্চার করেছে প্রতিপক্ষ বোলারদের মনে। ট্র্যাভিস হেড (T ravis Head) ও অভিষেক শর্মা’র সৌজন্যে আজও শুরুতেই কলকাতা নাইট রাইডার্সকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পরিকল্পনা ছিলো ‘অরেঞ্জ আর্মি’র। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকায় নাইট শিবিরে নাম লিখিয়েও এতদিন ধারাবাহিক হতে পারেন নি তিনি। অথচ গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতাকে এগিয়ে দিলেন তিনিই।
ইনিংসের প্রথম বলটিতে কভার ড্রাইভ মারার চেষ্টা করেন হেড। তা সরাসরি জমা পড়ে অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাতে। নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট ফস্কান তিনি। কিন্তু উইকেটের জন্য বেশীক্ষণ নাইটদের অপেক্ষা করান নি স্টার্ক (Mitchell Starc)। দ্বিতীয় বলেই স্বদেশীয় ট্র্যাভিস হেডকে সাজঘরে ফেরালেন তিনি। বাম হাতি পেসার বলটিকে পিচ করিয়েছিলেন গুড লেন্থে। এরপর আউটস্যুইং করে তা আছড়ে পড়ে স্টাম্পে। হেডের ব্যাট ও প্যাডের ফাঁক গলে অফ ও মিডল স্টাম্প উড়িয়ে দেয় স্টার্কের ডেলিভারিটি। ০ রানেই উইকেট খুইয়ে বসে সানরাইজার্স। গত ম্যাচে ১ বলে ০ করেছিলেন হেড। আজকের ম্যাচেও ২ বল খেলে করেন শূন্যই।