যা নিয়ে মানুষের মনে এতো আশা এতো উদ্দীপনা ছিল সেই আইপিএল এবার স্তগিত করার সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড | দেশ এ ক্রমশ বেড়েই চলেছে করোনা আর সংক্রমণ তাই নিয়ে সারা দেশবাসী খুব চিন্তিত এবং ভীত এরই মাঝে দেশবাসী কে আনন্দ দেবার জন্য একমাত্র উপাদান বলতে ছিল আইপিএল | ভারতীয় ক্রিকেট বোর্ড এ বছর আইপিএল এর জন্য সমস্ত রকম সুরক্ষা বিধি নিয়ে শুরু করেছিল ওয়ার্ল্ড এর সব থেকে রোমাঞ্চকর ক্রিকেট প্রতিযোগিতা | আইপিএল শুরু হবার পর থেকে বেশ কিছু খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছিল কিন্তু তারপর এও সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে বেশ সুষ্ট ভাবেই চলছিল এবার এর আইপিএল প্রতিযোগিতা |
সব কিছু ঠিক ঠাক চলার মধ্যে এলো সেই ভয়ানক বিপর্যয় যার শুরু কে কে আর এবং আর সি বি ম্যাচ এর টিক আগেই | সূত্র অনুযায়ী জানা যায় যে করোনা আর এই ভয়ানক বিপর্যয় এ কে কে আর শিবির এর দুই গুর্রুতপূর্ণ খেলোয়াড় আক্রান্ত হয়েছেন তার জন্য সমস্ত কে এ আর দোল কে ইসোলেশন এ রাখা হয়েছে এবং এই ম্যাচ টিও অন্যদিন এ পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে |ঠিক তারপর এই খবর আসে যে চেন্নাই সুপার কিংস এর বোলিং কোচ এবং আরো কিছু সদস্য তারাও করোনা আক্রান্ত এবং দিল্লী র কিছু মাঠ কর্মী ও করোনার কবলে পড়েছেন |
এই সব কিছু খবর প্রকাশ পাবার পর সাংবাদিক এর মুখোমুখি হতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ড কে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এর তরফ থেকে সেই সময় জানানো হয় যে তারা আরো কঠোর সুরক্ষা বিধির বেবস্থা করছেন যাতে করে আর কোনো ম্যাচ অথবা আর কোনো খেলোয়াড় এর করোনা সংক্রমিত হতে না হয় বোর্ড এর তরফ এও জানানো হয় যে আইপিএল এর আর কোনো ম্যাচ স্থগিত অথবা আইপিএল বন্ধ করা হচ্ছে না | কিন্তু আজ ভারতীয় বোর্ড তরফ থেকে এই খবর সবার সামনে প্রকাশ করা হয় যে ক্রমাগত বেড়ে চলা করোনা সংক্রমণ এর জন্য এ বছর আইপিএল এই অব্দি স্তগিত করা হলো |