IPL 2024: ভারত থেকে সরছে আসন্ন IPL, আয়োজনের দৌড়ে এগিয়ে এই দেশ !! 1

IPL 2024:  ক্রিকেটদুনিয়ার ফোকাসে গত এক-দেড় মাস ধরেই রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। ২৬ নভেম্বর নিজেদের রিটেনশন-রিলিজ তালিকা প্রকাশ করেছিলো ফ্র্যাঞ্চাইজিগুলি। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলবদল ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা পৌঁছেছিলো চরম পর্যায়ে। ট্রেডিং উইন্ডো ব্যবহার করে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে ফেরায় তাঁর পুরনো দল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পরে অধিনায়ক হিসেবেও নাম ঘোষণা করা হয় তাঁর। তারকা অলরাউন্ডারের প্রত্যাবর্তন থেকে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে তাঁর অধিনায়কত্ব লাভ-চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলো সবটুকুই।

১৯ ডিসেম্বর ছিলো মিনি নিলাম। দেশে নয়, এবার দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে আয়োজিত হয়েছিলো নিলাম পর্ব। ৩৩৩ জন ক্রিকেটারের তালিকা থেকে দলের শূন্যস্থান পূরণ করতে দেখা গেলো ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তৈরি হলো বেশ কিছু নতুন রেকর্ড’ও। প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি টাকার গণ্ডী পেরিয়ে যান প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি যোগ দেন সানরাইজার্স হায়দ্রাবাদে। সর্বোচ্চ মূল্যের মুকুট অবশ্য বেশীক্ষণ ধরে রাখতে পারেন নি তিনি। কামিন্সের জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্কের (Mitchell Starc) জন্য কলকাতা নাইট রাইডার্স খরচ করে ২৪ কোটি ৭৫ লাখ। অজি তারকাদের পিছনে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলির এই টাকার বৃষ্টি আসন্ন মরসুম ঘিরে আগ্রহ দ্বিগুণ করেছে ক্রিকেটজনতার। গতকালই জানা গিয়েছিলো টুর্নামেন্টের সম্ভাব্য দিনক্ষণ। আজ সম্ভাব্য ভেন্যু নিয়েও মিললো বড় তথ্য।

Read More: আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ, ছিটকে গেলেন শিভম দুবে, এই খেলোয়াড় নিচ্ছেন এন্ট্রি !!

ভারত থেকে সরতে পারে IPL-

IPL Trophy | Image: Twitter
IPL Trophy | Image: Twitter

এই বছর আইপিএল (IPL) আয়োজন করতে গিয়ে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-কে। ২০২৪-এ দেশে রয়েছে লোকসভা নির্বাচন। সেই কারণে নিরাপত্তাজনিত সমস্যা দেখা যেতে পারে টুর্নামেন্টকে ঘিরে। এছাড়া জুন মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ’ও। তার আগে যে কোনো মূল্যে শেষ করতে হবে টুর্নামেন্ট। এই জোড়া সমস্যার মুখে দাঁড়িয়ে সমাধানসূত্র খোঁজার প্রচেষ্টায় ব্যপৃত রজার বিনি, জয় শাহ’রা (Jay Shah)। কবে থেকে প্রতিযোগিতা শুরু হবে, তা নিয়ে জল্পনা ছিলোই। গতকাল সংবাদমাধ্যম জাগরণ নিউজের খবর থেকে জানা গিয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএলের সপ্তদশ মরসুম। তা শেষ হতে হতে মে মাসের চতুর্থ সপ্তাহ হতে পারে বলে অনুমান ক্রিকেট বিশেষজ্ঞদের।

সংবাদমাধ্যম সূত্রে খবর বিসিসিআই চাইছে সম্পূর্ণ আইপিএল ভারতের মাটিতেই আয়োজন করতে। কিন্তু ভোটের কারণে সেই পরিকল্পনায় বদল আসলেও আসতে পারে। এর আগে ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে সম্পূর্ণ আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো দক্ষিণ আফ্রিকার মাটিতে। ২০১৪ সালেও প্রথম ২০টি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহী ও বাকি খেলাগুলি ভারতে অনুষ্ঠিত হয়েছিলো। ২০১৯ সালে অবশ্য এমন কিছু হয় নি। পুরো আইপিএল ভারতেই আয়োজিত হয়। সংবাদমাধ্যম স্পোর্টস প্যাভিলিয়নের তরফ থেকে দাবী করা হয়েছে যে ইতিমধ্যেই আইপিএলের কিছু ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলঙ্কা। সেই দেশের ক্রীড়ামন্ত্রী যোগাযোগ করেছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহের (Jay Shah) সঙ্গে। বিসিসিআই-এর তরফ থেকে সেই প্রস্তাবে সাড়া দেওয়া হয়েছে কিনা, তা অবশ্য এখনও পরিষ্কার নয়।

Also Read: ৫ ছক্কা হাঁকিয়ে ভারতীয় দলে সুযোগ পেয়েও জরাজীর্ণ বাড়িতেই দিন কাটছে রিঙ্কুর মা-বাবার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *