ipl-shreyas-is-leading-pbks-from-front

IPL 2025: আশা জাগিয়ে এবার আইপিএলের (IPL) সূচনাটা করেছে পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচেই বিরাট রানের ইমারত গড়ে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় গুজরাত টাইটান্স। পাঞ্জাবের জয়যাত্রা জারি ছিলো লক্ষ্ণৌর বিরুদ্ধেও। ১৭২ তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। রাজস্থানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে হারতে হলেও পাঞ্জাব ছন্দে ফেরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ১৮ রানে ছিনিয়ে নেয় জয়। সানরাইজার্সের বিরুদ্ধে শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু অভিষেক শর্মা’র এক অবিশ্বাস্য ইনিংস গতিরোধ করেছে ‘কিংস’দের। আপাতত ৫ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে প্রীতি জিন্টার দল। হার ২টিতে। লীগ টেবিল ছয় নম্বরে থাকলেও প্লে-অফের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সমর্থকেরা। তাঁদের এই বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে অধিনায়ক পদে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) উপস্থিতি।

Read More: IPL 2025: সুবিধা করে দেওয়া হয়েছে ধোনিদের, লক্ষ্ণৌ-চেন্নাই ম্যাচ ঘিরে উঠলো ফিক্সিং-এর অভিযোগ !!

একের পর এক ট্রফি জিতেছেন শ্রেয়স-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | IPL | Image: Getty Images

আইপিএলের (IPL) বিগত সতেরো বছরে ষোলোজন আলাদা অধিনায়কের অধীনে খেলেছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। যুবরাজ সিং, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে থেকে শিখর ধাওয়ান-নেতার আসনে থিতু হতে পারেন নি কেউই। হয় দল ‘রিলিজ’ করেছে তাঁদের, না হলে নিজেরাই সরে দাঁড়িয়েছেন দায়িত্ব থেকে। এই বারবার অধিনায়কত্বে পরিবর্তন প্রভাব ফেলেছে পারফর্ম্যান্সেও। এখনও অবধি একবারও ট্রফি জেতে নি তারা। ২০১৫ থেকে ২০২৪-এই এক দশকের মধ্যে একবারও প্লে-অফের যোগ্যতাও অর্জন করতে পারেন নি। ব্যর্থতার এই ধারাবাহিক চিত্রে বদল আনতে মরিয়া প্রীতি জিন্টা (Preity Zinta), নেস ওয়াদিয়ারা। সেই কারণেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছেন তাঁরা। ২০২৫-এর আইপিএলে (IPL) অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) হাতে। জেড্ডার মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছেন তাঁর জন্য।

সাম্প্রতিক অতীতে অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতা বারবার প্রমাণ করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । গতবছর তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্স। শুধু ব্যাটিং নয়, আলাদা করে নজর কেড়ে নিয়েছিলো তাঁর নেতৃত্বগুণ’ও। বোলিং পরিবর্তন, ফিল্ডিং প্লেসমেন্ট’ও যে ফারাক গড়ে দেয় তা বুঝিয়েছিলেন তিনি। এক দশক পর নাইটদের এনে দিয়েছিলেন আইপিএল ট্রফি। এছাড়া সাদা বলের ক্রিকেটে তাঁকে অধিনায়কত্ব সঁপেছিলো মুম্বই দল’ও। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইকে চ্যাম্পিয়ন করেন শ্রেয়স (Shreyas Iyer) । নেতৃত্বের বাইরেও গত এক-দেড় বছর ক্রিকেটের বাইশ গজে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। ২০২৪-এর গোড়ায় জেতেন রঞ্জি ট্রফি। সেপ্টেম্বরে জেতেন ইরানী কাপ। ২০২৫-এর শুরুটাও বেশ ভালো করেছেন তিনি। ভারতীয় দলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।

আজ পুরনো দলের বিরুদ্ধে নামছেন শ্রেয়স-

Shreyas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | IPL | Image: Getty Images

এবারের আইপিএলে (IPL) অনবদ্য ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই করেছিলেন অপরাজিত ৯৭ রান। এরপর লক্ষ্ণৌর মাঠে তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৫২। মাঝে রাজস্থান ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রান না পেলেও পাঞ্জাব অধিনায়ক ছন্দে ফিরেছেন সানরাইজার্সের বিরুদ্ধে। মাত্র ৩৬ বলে করেছেন ৮২। আজ মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে পাঞ্জাব (PBKS)। খেলা শুরুর আগে নিঃসন্দেহে বাড়তি আবেগ কাজ করবে শ্রেয়সের মধ্যে। গত মরসুমে নাইটদের (KKR) সামনে থেকে নেতৃত্ব দিয়ে ট্রফি জিতিয়েছেন তিনি। কিন্তু তাঁকে ধরে রাখে নি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। আর্থিক বিষয়ে সমঝোতা না হওয়ায় ‘রিলিজ’ চেয়ে নিয়েছিলেন মুম্বইয়ের ক্রিকেটার। আজ প্রতিপক্ষের জার্সিতে মুল্লানপুরের মাঠে পুরনো দলের বিরুদ্ধে কেমন পারফর্ম্যান্স করেন শ্রেয়স, সেইদিকে নজর রয়েছে ক্রিকেটজনতার।

Also Read: IPL 2025: মহেন্দ্র মহিমায় জিতলো চেন্নাই, ঘরের মাঠে ৫ উইকেটে পরাজয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *