ipl-shah-rukh-khan-removed-from-bengal-brand-ambassador-post

IPL 2024: ক্রিকেটদুনিয়ার নজর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) দিকে। মরসুম শুরু হতে এখনও বাকি মাসখানেক। কিন্তু এখন থেকেই আইপিএলে জ্বরে কাঁপছেন ক্রিকেটপ্রেমীরা। নেপথ্যে আইপিএলের সপ্তদশ মরসুমের মিনি নিলাম। ব্যাট-বলের দ্বৈরথ শুরুর আগে দশ ফ্র্যাঞ্চাইজির কাছেই দলগঠনের শেষ সুযোগ থাকছে আগামী ১৯ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইতে নিলামের টেবিলে সম্মুখসমরে নামতে চলেছে দশটি দল। গত ২৬ নভেম্বর নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করেছে সব শিবিরই। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) বাতিল করেছে ১২ জনকে। তারা আগামী আইপিএলের (IPL) রিটেনশন তালিকায় স্থান দিয়েছেন ১৩জনকে।

শার্দুল ঠাকুর (Shardul Thakur), লকি ফার্গুসন, টিম সাউদীদের (Tim Southee) মত তারকাদের ছেড়ে দেওয়ায় কলকাতার হাতে এখন ৩২.৭০ কোটি টাকা রয়েছে। এই অর্থ খরচ করে শক্তিশালী দল বানাতে চায় নাইট’রা। ২০২৪-এ কলকাতার আইপিএল জয়ের সম্ভাবনা কয়েকগুণ বাড়ানোর পরিকল্পনা করতে যখন ব্যস্ত মালিক শাহরুখ খান (Shah Rukh Khan), তখন ‘সিটি অফ জয়’ থেকে তাঁর জন্য ভেসে গেলো দুঃসংবাদ। ২০১২ সালে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছিলো তাঁকে। বলিউড বাদশাহ’কে নিজে হাতে বেছে নিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাহরুখ অভিনীত পশ্চিমবঙ্গ পর্যটনের একটি বিজ্ঞাপন বেশ ভাইরাল’ও হয়েছিলো। কিন্তু এক দশকের সম্পর্ক ছেঁটে ফেললো পশ্চিমবঙ্গ সরকার। অ্যাম্বাসেডর পদ হাতছাড়া হলো শাহরখের (Shah Rukh Khan)।

Read More: IPL 2024: আইপিএল নিলামের আগে বুমরাহ নিলেন বড় পদক্ষেপ, ইনস্টাগ্রামে এই দলকে করলেন ফলো !!

শাহরুখের বদলে মুখ্যমন্ত্রীর পছন্দ সৌরভ-

Mamata Banerjee and Sourav Ganguly | IPL 2024 | Image: Twitter
Mamata Banerjee and Sourav Ganguly | Image: Twitter

সম্প্রতি শিল্প সম্মেলনের আসর বসেছিলো কলকাতায়। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছিলেন দেশ ও বিদেশের তাবড় শিল্পপতিরা। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা BGBS-এর আসর থেকেই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান এবার থেকে বিশ্বের দরবারে বাংলার মুখ হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়। মঞ্চে উপবিষ্ট সৌরভের (Sourav Ganguly) উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, “আমাদের সাথে আজ সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন। ও খুবই বিখ্যাত ও তরুণ প্রজন্মের প্রতিনিধি। আমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওকে নিয়োগ করতে চাই। সৌরভ, তুমি কিন্তু না করতে পারবে না।”

ভারতের প্রাক্তন অধিনায়ক হাসিমুখেই এই নয়া দায়িত্ব গ্রহণ করেছেন। শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন তিনি। বলেন, “বিগত বছর গুলোতে বারবার আমি রাজ্য সরকারের সহায়তা পেয়েছি। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমায় সহায়তা করেছেন। যখনই আমি ওনাকে কোনো এসএমএস পাঠিয়েছি, অধিকাংশই সময়েই দ্রুত উত্তর পেয়েছি। খুব কম সময়ই উনি উত্তর দিতে দেরী করেছেন। যেভাবে উনি আমার খেয়াল রেখেছন, আমায় ভালোবাসা দিয়েছেন, তা ছুঁয়ে গিয়েছে আমায়। দিদিকে ধন্যবাদ আমায় এখানে আমন্ত্রণ জানানোর জন্য।”

সৌরভ (Sourav Ganguly) ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার আগে এই পদে ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ২০১২ সালে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিলো। বাংলার শিল্প, কৃষ্টি, বাণিজ্যের প্রচারে তিনি যথেষ্ট সময় দেন না বলে বারবার অভিযোগ উঠেছিলো। অনেকেই আবার বাংলার মুখ হিসেবে চেয়েছিলেন কোনো ভূমিপুত্রকে। শাহরুখকে (Shah Rukh Khan) সরিয়ে সৌরভ এই পদে বসায় সেই বিতর্ক মিটলো আপাতত। প্রসঙ্গত শিল্পসফরে দিনকয়েক আগে মুখ্যমন্ত্রীর সাথে স্পেনেও গিয়েছিলেন সৌরভ (Sourav Ganguly)। সেখান থেকেই একটি ইস্পাত কারখানার ঘোষণাও করতে শোনা গিয়েছিলো তাঁকে। বাংলার শিল্প কারখানার ঘোষণা স্পেন থেকে কেন, তা নিয়ে তখন একপ্রস্থ জলঘোলা হয়। যা ভালো চোখে নেন নি সৌরভ।

Also Read: IPL 2024: আইপিএল নিলামের আগে বুমরাহ নিলেন বড় পদক্ষেপ, ইনস্টাগ্রামে এই দলকে করলেন ফলো !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *