ipl-sachin-rohit-want-hardik-to-leave
Hardik Pandya | Image: Getty Images

IPL 2025: ২০২৪-এর আইপিএলের (IPL) আগে বড়সড় চমক দিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পাঁচ বারের চ্যাম্পিয়নরা ফিরিয়েছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। গুজরাত টাইটান্সের রিটেনশন তালিকায় জায়গা করে নিয়েছিলেন তারকা অলরাউন্ডার। তারপরও ট্রেডিং উইন্ডো বন্ধ হওয়ার ঠিক আগে তাঁকে ছিনিয়ে আনেন আম্বানিরা। এক দশক অধিনায়ক ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এনে দিয়েছে বহু সাফল্য। কিন্তু হার্দিকের প্রত্যাবর্তনের পর হিটম্যানকে সরিয়ে তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছিলো নেতৃত্বের ব্যাটন। গুজরাতের (GT) দলনায়ক হিসেবে খেতাব জিতেছিলেন হার্দিক (Hardik Pandya)। পুরনো দলের হয়েও অর্জন করবেন সেই কৃতিত্ব, আশায় ছিলো ফ্র্যাঞ্চাইজি। কিন্তু হতাশই করেছেন তিনি। তাঁর নেতৃত্বে মুখ থুবড়ে পড়েছে মুম্বই। শেষ করেছে পয়েন্ট তালিকার দশম স্থানে।

Read More: “লজ্জায় ডুবে যাক…” বাংলাদেশের বিপক্ষে টেস্ট হার পাকিস্তানের, বিপর্যয়ের পর চরম কটাক্ষের মুখে বাবর’রা !!

শচীন-রোহিতের অপছন্দ হার্দিক’কে-

Hardik Pandya | IPL | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

হার্দিকের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ায় হিতে বিপরীত হয় মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। অসন্তুষ্ট হয়েছিলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ’র মত তারকা। আকারে-ইঙ্গিতে অসন্তোষ প্রকাশও করেছেন তাঁরা। শোনা গিয়েছিলো দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিলো সাজঘর। গোটা আইপিএল (IPL) জুড়ে দলের পারফর্ম্যান্সে তার প্রভাব দেখা গিয়েছে। একের পর এক ম্যাচ হারতে হয়েছে মুম্বইকে। ‘ফ্যান ফেভারিট’ রোহিতকে সরানোয় সমর্থকদের রোষের মুখেও পড়েছে দল। একটা সময় ইন্সটাগ্রামের মত প্ল্যাটফর্মে সবচেয়ে জনপ্রিয় আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি ছিলো মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক অধ্যায়ের পর ফলোয়ার হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের পিছনে চলে গিয়েছে তারা। নেতৃত্ব বদলের ফলে যে অচলাবস্থা গত মরসুমে তৈরি হয়েছিলো, আগামীতেও তা হোক, তা চাইছে না ফ্র্যাঞ্চাইজি।

‘আইকন’ হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স (MI) শিবিরের সাথে সরাসরি যুক্ত শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। নেতৃত্ব হারালেও ক্রিকেট বিষয়ক নানান সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রয়েছে রোহিত শর্মা’রও। তাঁরাই হতে পারেন ‘কিং মেকার।’  সংবাদমাধ্যম সূত্রে খবর যে দু’জনেই অধিনায়কত্ব থেকে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী। পরিবর্তে তাঁরা নেতা হিসেবে চাইছেন সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে টি-২০ ফর্ম্যাটে যোগ্যতা প্রমাণ করেছেন সূর্য। মুম্বই ইন্ডিয়ান্স’ও তাঁর হাত ধরেই সাফল্য পাবে বলে মত রোহিত ও শচীনের। দলমালিক আম্বানিরা এই প্রস্তাব মেনে নিলে তিনটি রাস্তা খোলা থাকবে হার্দিকের সামনে। তিনি চাইলে সাধারণ ক্রিকেটার হিসেবে সূর্যের নেতৃত্বে খেলতে পারেন, অথবা রিলিজ চেয়ে নিয়ে নাম লেখাতে পারেন নিলামের আসরে। অথবা ট্রেডিং পদ্ধতিতে মুম্বই ছেড়ে যেতে পারেন অন্য কোন দলে।

সূর্যকুমারকে পেতে ঝাঁপাচ্ছে KKR-

Suryakumar Yadav | IPL | Image: Twitter
Suryakumar Yadav | IPL | Image: Twitter

রোহিত ও শচীন তেন্ডুলকর সূর্যকুমার যাদবের হাতে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বভার দেওয়ার সওয়াল করলেও আগামী আইপিএলে (IPL) নীল জার্সিতে ‘মিস্টার ৩৬০’কে দেখা যাবে কিনা তা নিয়ে থাকছে সংশয়। সংবাদসংস্থা রেভস্পোর্টস সূত্রে খবর মিলেছে যে তাঁর জন্য ঝাঁপাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যে গোপনে প্রস্তাবও পাঠিয়েছে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা। রয়েছে অধিনায়কত্বের ‘অফার’ও। মেগা অকশনের আগে ট্রেডিং উইন্ডো খুললে সূর্যের (Suryakumar Yadav) জন্য অফিসিয়ালি আসরে নামতে পারে বেগুনি-সোনালী শিবির। হার্দিককে গত বছর মুম্বই ক্যাশ অনলি চুক্তিতে গুজরাত থেকে দলে ফিরিয়েছিলো। সূর্যকে পেতে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে মুম্বইয়ের হাতে তুলে দিতেও আপত্তি নেই কলকাতা নাইট রাইডার্সের। নাইটদের হয়েই আইপিএলে পরিচিতি লাভ করেছিলেন সূর্য। দক্ষতার শিখরে তারকা ফের গায়ে চাপাতে পারেন কলকাতার জার্সি।

Also Read: IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স থেকে ছুটি সূর্যকুমারের, আগামী আইপিএলে সামলাবেন KKR-এর অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *