ipl-rr-trolled-after-4th-straight-loss

IPL 2024: আইপিএলের (IPL) শুরুটা রকেটের গতিতে করেছিলো রাজস্থান রয়্যালস (RR)। একের পর এক ম্যাচ জিতে লীগ তালিকার শীর্ষস্থানেও পৌঁছে গিয়েছিলো তারা। কিন্তু টুর্নামেন্ট যত শেষের দিকে এগোচ্ছে ততই যেন পিছিয়ে পড়ছেন সঞ্জু স্যামসন (Sanju Samson), রিয়ান পরাগরা। হারের হ্যাট্রিক করে গুয়াহাটতে পা রেখেছিলেন তাঁরা। গতকাল দিল্লীর বিরুদ্ধে লক্ষ্ণৌর (LSG) পরাজয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করে ফেলেছিলো রাজস্থান রয়্যালস। অনেকেই ভেবেছিলেন এই সুসংবাদ পাওয়ার পর আজ পয়েন্ট তালিকার সব থেকে নীচে থাকা পাঞ্জাবের (PBKS) বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে ২০০৮-এর চ্যাম্পিয়নরা। কিন্তু সেই আশা আর পূর্ণ হলো না। হতশ্রী পারফর্ম্যান্স জারি থাকলো রাজস্থানের। টানা চার ম্যাচ হারলো তারা।

Read More: IPL 2024: অধিনায়কোচিত অর্ধশতকে পাঞ্জাবকে ম্যাচ জেতালেন কারান, টানা চার ম্যাচ হেরে অন্ধকারে রাজস্থান !!

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। আজও ওপেন করতে নেমে মাত্র ৪ করে আউট হন যশস্বী জয়সওয়াল। ‘টি-২০ বিশ্বকাপে এমন খেললে অশেষ দুঃখ রয়েছে টিম ইন্ডিয়ার ভাগ্যে’ লিখেছেন এক হতাশ সমর্থক। রান পান নি সঞ্জু স্যামসন’ও। ‘গুরুত্বপূর্ণ ম্যাচে কবে বড় রান করবে সঞ্জু?’ প্রশ্ন করতে দেখা গিয়েছে এক রাজস্থান সমর্থককেই। ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতার মাঝেও উজ্জ্বল হয়ে রইলেন রিয়ান পরাগ। কঠিন পরিস্থিতিতে ৪৮ রান করেন তিনি। ‘এই মরসুমে রিয়ান বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিনের তারকা হবেন তিনি।’ অসমের তরুণের স্তুতিতে মেতেছেন ক্রিকেটজনতা। ১০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৪ করে রাজস্থান।

বর্ষাপাড়া স্টেডিয়ামের গড় স্কোর প্রথম ইনিংসে এতদিন ছিলো ১৯৮ রান। সেখানে ১৪৪ রান যথেষ্ট যে হবে না তা ইনিংসের বিরতিতেই বলাবলি করছিলেন নেটজনতা। পাঞ্জাব শুরুতেই ৪ উইকেট হারানোয় ম্যাচের রোমাঞ্চ ফিরেছিলো খানিক। কিন্তু এরপর ঢাল হয়ে দাঁড়ান স্যাম কারান। ম্যাচ শুরুর আগে তিনি বলেছিলেন যে কোনো মূল্যে জিততে চান তিনি। কথা রাখলেন পাঞ্জাব অধিনায়ক। তাঁর অপরাজিত ৬৩ রানের ইনিংসকে প্রশংসায় ভরিয়েছে নেটজনতা। ‘অধিনায়কোচিত ইনিংস কারান। অভিনন্দন’ লিখেছেন একজন। ‘ধাওয়ান নয়, আগামী মরসুমে পূর্ণ সময়ের নেতা করা হোক কারানকে’ উঠেছে দাবী। তবে টানা চার হারের পর রাজস্থানের প্লে-অফে কি ফলাফল হতে পারে ভেবে আঁতকে উঠছেন অনেকে। ‘প্রত্যেকবার এক সমস্যা’ লিখেছেন একজন। ‘প্লে-অফে গিয়ে ফের লজ্জার মুখে পড়তে হবে’ আক্ষেপ শোনা গিয়েছে সমর্থকদের গলায়।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: ভারতীয় কোচে আস্থা নেই BCCI-এর, জয় শাহদের রেডারে এই দুই তারকা বিদেশী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *