ipl-rr-batters-struggle-against-pbks

IPL 2024: জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়াম নয়, বরং আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (PBKS) মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস (RR)। আইপিএলের (IPL) শুরুটা দারুণ ভাবে করলেও শেষ তিনটি ম্যাচে আচমকাই পা পিছলেছেন সঞ্জু স্যামসনরা। জুটেছে হারের হ্যাট্রিক। যা নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলো রাজস্থান শিবিরের। খেলা শুরুর আগে টসের সময় তা স্বীকারও করে নেন অধিনায়ক সঞ্জু (Sanju Samson)। তবে গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লী দুর্দান্ত পারফর্ম করে লক্ষ্ণৌকে হারিয়ে দেওয়ায় প্লেঅফের যোগ্যতা অর্জন করেছে রাজস্থান। যা খানিক দুশ্চিন্তা দূর করেছে তাদের। নতুন উদ্যমে আজ মাঠে নেমেছে তারা।

দিনের শুরুটাও ভালোই হয়েছিলো হোম টিমের। টসে জেতেন সঞ্জুই। বর্ষাপাড়া স্টেডিয়ামের পরিসংখ্যান মাথায় রেখে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু বাইশ গজের লড়াইতে ফের চাপের মুখে পড়তে দেখা গেলো তাঁর দলকে। টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই বিদায় নিয়ে পাঞ্জাব কিংস। তারা রয়েছে পয়েন্ট তালিকার শেষতম স্থানে। আজ মানরক্ষার লড়াইতে স্যাম কারানের দল বল হাতে নিজেদের ১০০ শতাংশ দিয়েছে গুয়াহাটির মাঠে। ব্যাটিং সহায়ক পিচ হিসেবে পরিচিত হলেও গুয়াহাটিতে নিয়ন্ত্রিত বোলিং দিয়েই রাজস্থানকে প্রায় রুখে দিলো আজ পাঞ্জাব। ২০ ওভারে তাদের ইনিংস থামলো ৯ উইকেটের ব্যবধানে ১৪৪ রানে। অসমের রিয়ান পরাগ একা কুম্ভ হয়ে লড়লেও গড় স্কোরের থেকে অনেকটা দূরেই শেষ করলো রাজস্থান।

Read More: ভারতীয় কোচে আস্থা নেই BCCI-এর, জয় শাহদের রেডারে এই দুই তারকা বিদেশী !!

ম্রিয়মান বাটলার হীন রাজস্থানের ব্যাটিং-

Nathan Ellis and Prabhsimran Singh | IPL 2024 | Image: Getty Images
Nathan Ellis and Prabhsimran Singh | IPL 2024 | Image: Getty Images

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। সেই কারণে দেশে ফিরেছেন জস বাটলার। তাঁর পরিবর্তে আজ যশস্বী জয়সওয়ালের সাথে ওপেন করতে নেমেছিলেন টম কোহলার ক্যাডমোর। নতুন ওপেনিং জুটি ভাঙলো প্রথম ওভারেই। বাটলার না থাকলেও পাঞ্জাব শিবিরে ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। তাঁর বলেই মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন যশস্বী। ইয়াঁর ব্যাটে ধারাবাহিকতার অভাব আরও একবার টি-২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়ালো টিম ইন্ডিয়া সমর্থকদের। তিনে নেমে আজ বড় রান পেলেন না সঞ্জু স্যামসনও। রাজস্থান রয়্যালস অধিনায়ক শুরুটা ভালো করেছিলেন। কিন্তু ১৫ বলে ১৮ রানের বেশী করতে পারেন নি আজ। তাঁকে ফেরান অস্ট্রেলীয় নাথান এলিস।

অভিষেক ম্যাচে উজ্জ্বল নন ট্ম কোহলার ক্যাডমোর’ও। ওপেন করতে নেমে তিনি করেন ২৩ বলে ১৮। ধুঁকতে থাকা রাজস্থান ইনিংসকে গতি দিতে পাঁচে নামিয়ে দেওয়া হয়েছিলো রবিচন্দ্রণ অশ্বিনকে। অভিজ্ঞ অফস্পিনার চেষ্টা করলেন নিজের সর্বোচ্চ দিয়ে। ১৯ বলে প্রায় ১৪৮ স্ট্রাইক রেটে অশ্বিনের ব্যাট থেকে এলো ২৮ রান। ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। আর্শদীপ সিং-এর বলে ধরা পড়েন শশাঙ্ক সিং-এর হাতে। অশ্বিন যখন আউট হন স্কোরবোর্ডে তখন ৯২। এরপর নেমে বিশেষ সুবিধা করতে পারেন নি ধ্রুব জুড়েলও। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের কপালে আজ জুটেছে গোল্ডেন ডাক। তাঁকেও ফেরান কারান।

প্রতিরোধ গড়লেন রিয়ান, অস্বস্তিতে রাজস্থান-

Riyan Parag | IPL 2024 | Image: Getty Images
Riyan Parag | IPL 2024 | Image: Getty Images

গুয়াহাটির চেনা মাঠে রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেলো অসমের তরুণ রিয়ান পরাগকেই। গত মরসুমে ৭ ম্যাচ খেলে ১৩ গড়ে তিনি করেছিলেন মাত্র ৭৮ রান। এবার তাঁর খেলাতেই যেন আলাদা পরিণতিবোধ দেখছেন বিশেষজ্ঞরা। আজও ফের তিনি বোঝালেন কেন রিয়ানকে লম্বা রেসের ঘোড়া মনে করা হচ্ছে। অপরপ্রান্তে যখন একের পর এক উইকেট পড়ছে, তখন ব্যাট হাতে সাবলীল দেখালো তাঁকে। চেষ্টা করলেন দলের স্কোর যতটা দূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার। নাথান এলিস, স্যাম কারান, আর্শদীপ সিং, রাহুল চাহার’দের শত আক্রমণ ঠেকিয়ে স্কোরবোর্ডকে চালু রাখলেন তিনি। শেষ ওভারে হর্ষল প্যাটেলের বলে আউট হওয়ার সময় তাঁর নামের পাশে ৩৪ বলে ৪৮ রান।

রিয়ান ও অশ্বিন ছাড়া রাজস্থানের হয়ে উল্লেখযোগ্য রান করতে পারেন নি কেউই। লোয়ার অর্ডারে রোভম্যান পাওয়েল করেন ৪ রান। দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়েছিলো রাজস্থান। ব্যাট হাতে ভরসা যোগাতে পারেন নি তিনিও। ৭ রান করেই ফিরে যান সাজঘরে। তাদের স্কোর ১৪০-এর গণ্ডী পার করালেন ট্রেন্ট বোল্ট। ৯ বলে ১২ করে রান আউট হন তিনি। ২ বলে ৩ রান করে অপরাজিত থাকেন আবেশ খান। নিম্নাঙ্গের টিস্যুর সমস্যায় দেশে ফিরেছেন কাগিসো রাবাডা। তাঁকে ছাড়াই আজ নজর কাড়লো পাঞ্জাব বোলিং। অধিনায়ক স্যাম কারান নেন ২ উইকেট। জোড়া উইকেট হর্ষল ও রাহুল চাহারেও। একটি করে সাফল্য আর্শদীপ ও নাথান এলিসের ঝুলিতে।

Also Read: IPL 2024: প্লে-অফের স্বপ্ন এখনও বেঁচে দিল্লীর, এই পথে শেষ চারে পা রাখতে পারে ঋষভ অ্যান্ড কোং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *