IPL 2025: গত বছর আইপিএলের (IPL) আসরে অভিজ্ঞতা বিশেষ সুখকর ছিলো না মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। পয়েন্ট তালিকায় সবার শেষে ছিলো তারা। মরসুম শুরুর আগে রোহিত শর্মা’কে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তি ভিত নড়িয়ে দিয়েছিলো গোটা দলের। সাজঘরের অন্দরে তৈরি হওয়া ফাটলের খবর সংবাদমাধ্যমের সৌজন্যে চলে এসেছিলো বাইরেও। অন্দরমহলের টালমাটাল পরিস্থিতির প্রতিফলন চোখে পড়েছিলো মাঠের পারফর্ম্যান্সে। একের পর এক ম্যাচ হেরে রীতিমত মুখ থুবড়ে পড়তে হয়েছিলো পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ২০২৫-এ আর আগের মত ভুলচুক করতে রাজী নয় মুম্বই ম্যানেজমেন্ট। মেগা নিলামে ভোলবদল হয়েছে স্কোয়াডের। নতুন শক্তিতে বলীয়ান হয়ে ষষ্ঠ আইপিএল (IPL) খেতাব জয়ের স্বপ্ন দেখছে তারা। তারুণ্যের সাথে অভিজ্ঞতার নিখুঁত মেলবন্ধনেই মিলতে পারে সাফল্যের রেসিপি।
Read More: IPL 2025: নিলামে অবিক্রিত থাকা এই ক্রিকেটারের খুললো ভাগ্য, KKR দলে পেলেন এন্ট্রি !!
ঈশান কিষণের বদলি হবেন রবিন-

২০১৮ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। সাত বছরে ৮৯ ম্যাচে ২৩২৫ রান করেছেন তিনি। ১৫টি অর্ধশতক’ও এসেছে ব্যাট থেকে। ৬.২০ কোটিতে তাঁকে প্রথম সই করিয়েছিলেন আম্বানিরা। এরপর ২০২২-এর মেগা নিলামে আরও একবার ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারের জন্য দর হাঁকেন তাঁরা। এবার তাঁর প্রাইস ট্যাগ বেড়ে দাঁড়ায় ১৫ কোটি ২৫ লক্ষে। গত দুই বছর অবশ্য বাইশ গজে আশানুরূপ পারফর্ম্যান্স উপহার দিতে পারেন নি তিনি। ফলে ২০২৪-এর রিটেনশন তালিকায় ঠাঁই হয় নি ঈশানের (Ishan Kishan)। মেগা নিলামেও তাঁর জন্য বিশেষ আগ্রহ দেখায় নি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। ১১.২৫ কোটিতে তিনি এবার নাম লিখিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। ঈশানের পরিবর্ত অবশ্য নিলাম থেকেই খুঁজে নিয়েছে মুম্বই। তারা বাজি ধরেছে ঝাড়খণ্ডেরই উইকেটরক্ষক-ব্যাটার রবিন মিঞ্জের (Robin Minz) উপর।
আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার রবিন মিঞ্জ (Robin Minz)। ২০২৩-এর ডিসেম্বরে মিনি নিলামে প্রথম বার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পান তিনি। ৩ কোটি ৬০ লক্ষ টাকায় তাঁকে নেয় গুজরাত টাইটান্সে। কিন্তু ২০২৪-এর গোড়ায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা তাঁকে ছিটকে গিয়েছ্লো টুর্নামেন্ট থেকে। এবার ‘দ্বিতীয় সুযোগ’ পাচ্ছেন তিনি। গতবারও রবিনের জন্য ঝাঁপিয়েছিলো মুম্বই (MI)। কিন্তু গুজরাতের সাথে নিলাম যুদ্ধে শেষমেশ পিছু হটতে হয়। এবার আর সুযোগ নষ্ট করেন নি নীতা আম্বানিরা। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস বা ভিত্তি মূল্য ছিলো তাঁর। রবিন’কে পেতে প্রথম আসরে নামে চেন্নাই সুপার কিংস। কিন্তু মহেন্দ্র সিং ধোনি’র ফ্র্যাঞ্চাইজিকে পিছনে ফেলে ৬৫ লক্ষ টাকায় তাঁকে ছিনিয়ে নেয় মুম্বই। গতবারের তুলনায় দাম অনেকটাই কমেছে তরুণ তুর্কির। কিন্তু তা নিয়ে ভাবছেন না তিনি। চাইছেন নিজেকে প্রমাণ করার সুযোগ।
MI অনুশীলনে রবিন, দেখুন ভিডিও-
Arey aate hi dhulai shuru 🔥#MumbaiIndians | @RobinMinz_ pic.twitter.com/mcFb5JPWZu
— Mumbai Indians (@mipaltan) March 11, 2025
তরুণদের সুযোগ করে দেয় মুম্বই-

তরুণ তুর্কিদের বড় মঞ্চে সুযোগ দেওয়ার সংস্কৃতি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। আম্বানিদের ফ্র্যাঞ্চাইজিদের সৌজন্যেই তারকা হওয়ার পথটা সুগম হয়েছে হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহদের (Jasprit Bumrah)। এমনকি টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকেও নেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজিই। নীল জার্সিতে বছর ২২-এর রবিন’ও নিজেকে মেলে ধরার সুযোগ পান, চাইছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএল (IPL) মরসুম শুরুর আগে মালকিন নীতা আম্বানি’ও বার্তা দিয়েছেন তরুণদের পাশে থাকার। বলেছেন, “আমাদের হাতে নমন ধীর, রবিন মিঞ্জ, অশ্বিনী কুমার, রাজ অঙ্গদ বাওয়া ও শ্রীজিত কৃষ্ণনদের মত একঝাঁক তরুণ রয়েছেন যাঁদের মধ্যে সম্ভাবনা রয়েছে আগামীর তারকা হয়ে ওঠার। আমি ওদের মুম্বই ইন্ডিয়ান্সে স্বাগত জানাচ্ছি। ভারতীয় ক্রিকেটের জন্য তরুণদের গড়ে তোলার সংস্কৃতি আমরা ধরে রাখতে চাই।”
Also Read: IML 2025: বাজিমাত শচীন, যুবরাজদের, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স লীগ জিতলো ভারত !!