IPL 2024: দিনকয়েক আগেও যা লাগছিলো অসম্ভব, সেটাই বাস্তবে সম্ভব করে দেখালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। প্রথম আট ম্যাচ শেষে যারা ছিলো আইপিএলের (IPL) পয়েন্ট তালিকার একদম শেষ স্থানে, তারাই ১৪ ম্যাচের পর জায়গা করে নিলো প্লে-অফে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতে প্রত্যাবর্তনের শুরুটা করেছিলো বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজি। দেখতে দেখতে গুজরাত, পাঞ্জাব, দিল্লীকে হারিয়ে লক্ষ্যের কাছাকাছি চলে এসেছিলো তারা। শেষ বাধা ছিলো চেন্নাই সুপার কিংস। চিন্নাস্বামীর চেনা মাঠে মরণপণ লড়াই করে মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) কাঁটাটুকুও উপড়ে ফেললো তারা। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসেবে চেন্নাই সুপার কিংসকে (CSK) ছিটকে দিয়ে কলকাতা, রাজস্থান ও সানরাইজার্সের সাথে শেষ চারে যোগ দিলো রয়্যাল চ্যালেঞ্জার্স।
ঋতুরাজ গায়কোয়াড় টস জিতে বোলিং বেছে নেওয়ার সঙ্গে সঙ্গেই স্থির হয়ে গিয়েছিলো যে দুই পয়েন্টের সাথে সাথে অন্তত ১৮ রানের ব্যবধানে চেন্নাইকে হারাতে হবে বেঙ্গালুরুকে। চাপের মুখে গুটিয়ে না গিয়ে গতকাল সর্বোচ্চ দিয়ে ব্যাটিং করে তারা। বিরাট কোহলি (৪৭), ফাফ দু প্লেসি (৫৫) শুরুটা ভালো করেছিলেন। তাঁদের তৈরি করা মঞ্চে রানের ইমারত গড়তে সাহায্য করেন ক্যামেরন গ্রিন (৩৮*), রজত পতিদার (৪১)। শেষমেশ ২১৮ রান করে তারা। প্লে-অফে যেতে ২০১ রানের প্রয়োজন ছিলো চেন্নাইয়ের। উইকেট হারালেও রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) সৌজন্যে পিছিয়ে পড়ে নি তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে শেষ মুহূর্ত অবধি লড়ে গেলেন ধোনি ও রবীন্দ্র জাদেজা। কিন্তু কঠিন পরিস্থিতিতে গতকাল নায়করূপে আবির্ভূত হলেন যশ দয়াল (Yash Dayal)। শেষ ওভারে তাঁর দুরন্ত বোলিং সাফল্য এনে দিলো বেঙ্গালুরুকে।
Read More: IPL 2024: ধোনির জন্যই প্লে-অফে RCB, ম্যাচ শেষে ফাঁস করলেন দীনেশ কার্তিক !!
অন্ধকার থেকে আলোয় যশ দয়াল-
২০২৩-এর আইপিএলে (IPL) কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলো উত্তরপ্রদেশের তরুণ ফাস্ট বোলার যশ দয়ালের কেরিয়ার। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে গুজরাত টাইটান্স (GT) জার্সিতে ‘ভিলেন’ হয়েছিলেন তিনি। সেদিন শেষ ওভারে নাইটদের দরকার ছিলো ২৯ রান। প্রথম বলটিতে সিঙ্গল নেন উমেশ যাদব। এরপর আহমেদাবাদের বাইশ গজে দেখা যায় রিঙ্কু সিং (Rinku Singh) ঝড়। টানা পাঁচটি বলকে মাঠের বাইরে পাঠান তিনি। অবিশ্বাস্য জয় এনে দেন কলকাতাকে। একদিনে রিঙ্কুকে নিয়ে যখন গোটা ক্রিকেটদুনিয়া মেতেছিলো উৎসবে, তখন অন্ধকারে ডুবেছিলেন যশ (Yash Dayal)। তাঁর সামনে কঠিন হয়ে পড়েছিলো বাইশ গজের দুনিয়াটা।
নাইট রাইডার্সের বিরুদ্ধে বল হাতে বিপর্যয়ের পর দল থেকে সরাসরি বাদ দেওয়া হয় যশ দয়ালকে (Yash Dayal)। অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কমে গিয়েছিলো ওজনও। তাঁকে আর রিটেন করার পথেও হাঁটে নি গুজরাত। ১৯ ডিসেম্বরের মিনি নিলামে আস্থা রেখেছিলো বেঙ্গালুরু (RCB)। ৫ কোটি ৫০ লক্ষ টাকার বিশাল মূল্যে তারা দলে সামিল করেছিলো যশ’কে। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, অধিনায়ক ফাফ দু প্লেসি নিয়মিত খেলিয়ে গিয়েছেন তাঁকে। প্রথম একাদশে না থাকলে সুযোগ দিয়েছেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। সেই আস্থার দাম নিজের পারফর্ম্যান্স দিয়েই দিলেন যশ। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রবীন্দ্র জাদেজার মত খেলোয়াড়কে থামিয়ে রেখে সাহায্য করলেন বেঙ্গালুরুকে ইতিহাস গড়তে।
যশের প্রশংসায় পঞ্চমুখ রিঙ্কু সিং-
গতকাল যখন শেষ ওভারে যশ দয়ালের (Yash Dayal) হাতে বল তুলে দেন ফাফ দু প্লেসি, তখন প্লে-অফের যোগ্যতা অর্জনের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ১৭ রান। ক্রিজে ধোনি (MS Dhoni) ও জাদেজা। আধুনিক টি-২০’র যুগে ৬ বলে ১৭ মোটেই বিশাল কিছু নয়। তার মধ্যে প্রথম বলটিতে ইয়র্কার করতে চেয়ে নিয়ন্ত্রণ হারান যশ (Yash Dayal)। শিশিরের কারণে ভেজা থাকায় হাত থেকে পিছলে যায় বল। লেগ সাইডে থাকা ডেলিভারি সটান ফাইন লেগের উপর দিয়ে উড়িয়ে দেন ধোনি। ১১০ মিটার লম্বা ছক্কা মাঠ পেরিয়ে পড়ে প্বার্শবর্তী কাব্বন পার্কে। ৫ বলে প্রয়োজন ১১, এমতাবস্থায় জ্বলে ওঠেন যশ। আউট করেন ধোনিকে (MS Dhoni)। পরবর্তী ৪ বলে বড় শট মারতে দেন নি শার্দুল, জাদেজাদের।
যশের পারফর্ম্যান্সের দিকে গতকাল চোখ রেখেছিলেন রিঙ্কু সিং-ও (Rinku Singh)। রিঙ্কু’র দল কলকাতা নাইট রাইডার্স আগেই পা রেখেছে প্লে-অফে। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যোগ্যতা অর্জন করায় উচ্ছ্বসিত উত্তরপ্রদেশের তারকা। বিশেষ করে তিনি খুশি যশের জন্য। ঘরোয়া ক্রিকেটে দুজনেই উত্তরপ্রদেশের জার্সি পরেন। গত বছর পাঁচ ছক্কা হাঁকানোর পরেও যশকে মেসেজ করেছিলেন রিঙ্কু। সাহস যুগিয়েছিলেন। এক সাক্ষাৎকারে যশকে নিজের ‘ভাই’ও বলেন রিঙ্কু। পূর্বের ব্যর্থতাকে পিছনে ফেলে বাম হাতি পেসার ঘুরে দাঁড়ানোয় এবার উচ্ছ্বাস বাঁধ ভাঙলো কেকেআর তারকার। ইন্সটাগ্রাম স্টোরিতে সতীর্থের ছবি পোস্ট করে লেখেন, “ঈশ্বরের এমনটাই অভিপ্রায়।” সকল ব্যর্থতার আড়ালে যে লুকিয়ে রয়েছে সাফল্য, তা সোশ্যাল মিডিয়া পোস্টে বুঝিয়েছেন রিঙ্কু।
দেখে নিন সেই ইন্সটাগ্রাম স্টোরিটি-
Instagram story by Rinku Singh for YASH DHAYAL. 👏 pic.twitter.com/tUFBlJvr0n
— Johns. (@CricCrazyJohns) May 18, 2024