IPL 2025: ক্যাপ্টেন পাটিদারকে স্বাগত জানালো বেঙ্গালুরু, কোহলি থেকে দু প্লেসি, প্রশংসায় পঞ্চমুখ সকলেই !! 1

IPL 2025: কে হবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নয়া অধিনায়ক? গত নভেম্বর মাসে আইপিএলের (IPL) মেগা নিলাম মেটার পর থেকেই এই প্রশ্নের জবাব খুঁজছিলেন ক্রিকেটজনতা। বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করেছিলেন যে ফের একবার বিরাট কোহলির কাঁধেই নেতৃত্বের দায়িত্বভার চাপাতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। ভাসছিলো ফিল সল্ট বা ভুবনেশ্বর কুমারদের নাম’ও। আজ বেঙ্গালুরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যাবতীয় প্রশ্নের জবাব দিলো আরসিবি (RCB) টিম ম্যানেজমেন্ট। স্টার পাওয়ারে নয় বরং ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আগামীর অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রজত পাটিদারকে (Rajat Patidar)। ২০০৮ সাল থেকে একটানা সতেরো বারের চেষ্টাতেও ট্রফির স্বাদ পায় নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫-এ ৩১ বর্ষীয় তারকার হাত ধরেই অধরা আইপিএল (IPL) জয়ের স্বপ্ন দেখছে তারা।

Read More: IPL 2025: বিরাট কোহলি নয়, বেঙ্গালুরুর নেতা হিসেবে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিলেন এই ক্রিকেটার !!

পাটিদারের প্রশংসা নক্ষত্রদের-

Rajat Patidar | IPL | Image: Getty Images
Rajat Patidar | Image: Getty Images

নতুন অধিনায়ক রজত পাটিদারকে (Rajat Patidar) শুভেচ্ছা জানাতে দেরী করেন নি বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৩ থেকে ২০২১ অবধি একটানা অধিনায়ক পদে ছিলেন তিনি নিজে। রজতকে ক্যাপ্টেন্সির হটসিটে স্বাগত জানিয়ে বিরাট এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “আমি ও অন্যান্য সতীর্থরা তোমার পাশেই আছি রজত। যেভাবে তুমি এই ফ্র্যাঞ্চাইজির অংশ হয়ে উঠেছো, তাতে সমর্থকদের হৃদয়ে তোমার জন্য আলাদা জায়গা তৈরি হয়েছে। আমার মতে এই সম্মান তোমার প্রাপ্য।” ২০২২ থেকে ২০২৪ অবধি বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন ফাফ দু প্লেসি (Faf du Plessis)। আসন্ন মরসুমের জন্য তাঁকে ধরে রাখে নি ফ্র্যাঞ্চাইজি। মেগা নিলামে তিনি নাম লিখিয়েছেন দিল্লী ক্যাপিটালসে। পুরনো দলের নতুন নেতা’কে শুভেচ্ছা জানিয়েছেন প্রোটিয়া তারকাও। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে তাঁর ভিডিও বার্তা।

“রজত, আরসিবি’র নতুন অধিনায়ক হওয়ার জন্য তোমায় জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি ব্যাটন তোমার হাতে হস্তান্তরিত করছি। আইপিএলে যে কোনো দলকে নেতৃত্ব দেওয়াই সম্মানের বিষয়। কিন্তু আরসিবি’র অধিনায়ক হওয়া নিঃসন্দেহে এক স্পেশ্যাল অনুভূতি। ওদের ফ্যানবেস অন্যতম সেরা। কর্মকর্তারাও তোমার সাথে সবসময় থাকবেন। নিজের ছক্কা মারার দক্ষতার উপর ভরসা রাখো, ওটাই তোমার সবচেয়ে বড় শক্তি,” বলেছেন দু প্লেসি। নতুন অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত কোচ অ্যান্ডি ফ্লাওয়ার’ও (Andy Flower)। আসন্ন আইপিএলে (IPL) রজতের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে জিম্বাবুয়ের কিংবদন্তি জানিয়েছেন, “রজতের মধ্যে একটা আলাদা সারল্য রয়েছে। আশেপাশের মানুষজনের খেয়াল রাখে ও। মধ্যপ্রদেশকে ও যেভাবে নেতৃত্ব দিয়েছে তার দিকে আমরা নজর রেখেছিলাম। আমাদের সেটা বেশ পছন্দ হয়েছে।”

দেখুন দু প্লেসি’র বার্তা-

নেতৃত্ব পেয়ে আপ্লুত পাটিদার-

Rajat Patidar and Virat Kohli | IPL | Image: Getty Images
Rajat Patidar and Virat Kohli | Image: Getty Images

২০২১ সালে মাত্র ২০ লক্ষ টাকায় বেঙ্গালুরু শিবিরে নাম লিখিয়েছিলেন রজত পাটিদার। তাঁকে ২০২২-এ রিলিজ করে দিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। মরসুমের মাঝপথে ডাক পান লভনীত সিসোদিয়ার বদলি হিসেবে। এলিমিনেটরে লক্ষ্ণৌর বিরুদ্ধে ধুন্ধুমার শতরান মোড় ঘুরিয়ে দেয় কেরিয়ারের। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ। ২০২৫ আইপিএলের (IPL) আগে নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়ে আপ্লুত পাটিদার (Rajat Patidar) নিজে। সাক্ষাৎকারে জানিয়েছেন, “বহু কিংবদন্তি আরসিবি’র অধিনায়কত্ব করেছেন। আসন্ন মরসুমের জন্য যে আমায় বেছে নেওয়া হয়েছে তার জন্য আমি সম্মানিত বোধ করছি। আমার নেতৃত্বের ধরণ একটু আলাদা। আমি সাধারণত শান্ত, চুপচাপ থাকা পছন্দ করি। কিন্তু পরিস্থিতি অনুযায়ী কি করা উচিৎ বা উচিৎ নয় সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখি। আরসিবি সমর্থকেরা যে ভালোবাসা ও সমর্থন আমায় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ।”

দেখুন রজতের প্রতিক্রিয়া-

Also Read:CT 2025: “এর ফল ভুগতে হবে…” চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই বুমরাহ, BCCI-এর দিকে আঙুল তুললো নেটজনতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *